নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

নোংরা মানুষের কবিতা.....

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

নোংরা মানুষের কবিতা....

মানুষ রেগে গেলে তা বিভিন্নভাবে প্রকাশ করে। রাগ প্রশমনের একটি প্রক্রিয়া হচ্ছে গালাগালি করা। কারো ওপর রাগ হলে তাকে গালাগালি/ বকাবকি করলে রাগ অনেকটা কমে যায়। আমাদের দেশে প্রায় প্রত্যেকেই এ পদ্ধতি ব্যবহার করে থাকেন। যারা অশিক্ষিত, গরিব তারা গালাগালিকে নিজেদের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে মনে করেন। নাম ভুলে যাওয়া একজন লেখক কৌতুক করে গরিবের গালাগালিকে "গরিবের কবিতা" হিসেবে আখ্যায়িত করেছিলেন!

বিভিন্ন দেশেও মানুষ গালাগালির মাধ্যমে রাগ প্রকাশ করে থাকেন। এজন্য প্রত্যেক ভাষাতে কিছু বিশেষ নির্বাচিত শব্দ ব্যবহার হয়। অনেকে এমন অশ্লীল শব্দ ব্যবহার করেন যা শুনে কানে আংগুল দিতে হয়। তখন পরিবার পরিজনের সঙ্গে থাকলে ভীষণ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। গালাগালির মাধ্যমে রাগ প্রশমনের ব্যবস্থা একটি সামাজিক অনাচার। অনাচার থেকে সমাজকে মুক্ত করা একান্ত প্রয়োজন। শালীনতা ও শিষ্টাচার ছাড়া কোনো জাতি ভদ্র বলে পরিচিতি লাভ করতে পারে না। সার্বজনীন শিক্ষা এবং নৈতিকতা এ ব্যাপারে অনেক সহায়ক হতে পারে।

কিন্তু ফেসবুক, ব্লগের কতিপয় শিক্ষিতদের মধ্যেও যখন হরহামেশাই গালাগালি করার প্রবণতা দেখি তখন মন খারাপ হয়ে যায়! মনে হয় শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে কোনই পার্থক্য নেই! তখন গালাগালিকে শুধু "গরিবের কবিতা" হিসেবে আখ্যায়িত করা যায়না বরং বলা যায়- গালাগালি নোংরা মানুষের কবিতা!

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: গালাগালিকে কবিতার সাথে মিলাতে রাজী না ভাইয়া। ব্যর্থ কবিতাও শেষ পর্যন্ত কবিতাই।
কটু কথাকে রবীন্দ্রনাথ বলেছেন অক্ষমের সান্তনা (স্ত্রীর পত্র গল্প দ্র.)। আরেকটা বিষয়, শিক্ষিত হওয়া অনেক বড় ব্যাপার। এরা শিক্ষিত নন, সাক্ষর মানুষমাত্র।

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

জুল ভার্ন বলেছেন: তোমার সাথে সম্পুর্ন একমত।
সামু ব্লগে, ব্লগের বাইরে সৌজন্যে সৌহার্দ্যে সর্বক্ষেত্রে সর্বত্র তোমারমত মানুষ হতে পারে আমাদের গর্ব, আদর্শ।

লাভ য়্যু সো মাচ কামাল।

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

নুরহোসেন নুর বলেছেন: কবিতায় ফুলের মতই সুন্দর হওয়া দরকার।
যেসব কবিতায় অশ্লীল শব্দ থাকে সেগুলো কবিতা নয়, কবিতা নামের অখাদ্য।
সুন্দর পোস্ট, ভাল লাগলো।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২

জুল ভার্ন বলেছেন: একমত।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ইসিয়াক বলেছেন: আপনার লেখার মাধ্যমে সুন্দর করে মানুষের কিছু আচরণগত অসুন্দর দিক উঠে এসেছে ।
অবশ্যই গালাগালি কোন কবিতা নয়। বিকারগ্রস্থের প্রলাপমাত্র। যা বিবেক বোধ সম্পন্ন মানুষের অবশ্যই পরিহার করে চলা উচিত।
পোষ্টে ভালো লাগা।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

হাবিব বলেছেন: ফেসবুকে যে মূর্খদেরও আইডি আছে সেজন্য ...........

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

জুল ভার্ন বলেছেন: ব্লগে আপনার বয়স খুবই অল্প তাই অনেক কিছুই জানেন না। শুধু ফেসবুকেই মূর্খদের আইডি নেই, ব্লগেও আছে এবং এই সামু ব্লগের একশ্রেণীর ব্লগার নামধারী কুলাংগার গালাগালির জনক।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান আপনি একদিক দিয়ে একটা বিষয় তুলে ধরেছেন। এপ্রসঙ্গে প্রথম মন্তব্যটি খুব ভালো লেগেছে। ওনার মন্তব্যে লাইক।

শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

জুল ভার্ন বলেছেন: ভাইজান, প্রথম মন্তব্যকারী এ টি এম মোস্তফা কামাল একজন ভালো কবি। অনুকবিতা ও হাইকু লেখগায় তাঁর জুড়ি মেলা ভার! ইতোমধ্যে তাঁর একাধিক বই প্রকাশিত হয়ে। তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব হলেও তিনি একজন নিরঅহংকারী সজ্জন ব্যক্তিত্ব।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: প্রত্যেকের নিজের একজন মানুষ লাগে। কিন্তু নিজের মানুষটাই অধিকাংশ সময় সবচেয়ে পর হয়ে যায়, দূরের হয়। দিনশেষে একা লাগে তাই।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫১

মেহরাব হাসান খান বলেছেন: গালাগালি হল অক্ষম লোকের হাতিয়ার। আমি কিছু করতে পারছি না, গালি দিয়ে রাগ কমাচ্ছি। এটা ভালোও, মনের উপর চাপ পড়ে না।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৩

জুল ভার্ন বলেছেন: গালাগালি নোংরামির বহিঃপ্রকাশ।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫১

মেহরাব হাসান খান বলেছেন: তবে হ্যা, এটা কিছুতেই কবিতা নয়।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৩

জুল ভার্ন বলেছেন: সত্য।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
দারুন বলেছেন, গালাগালি নোংরা মানুষের কবিতা!
আসলেই গালাগালি মন্দ মানুষের ঢাল- তারা মোটা দাগে শিক্ষিত কিন্তু প্রকৃত শিক্ষা তাদের দীক্ষিত করে নি।
রাগ এবং গালি দুটোই পরিতাজ্য।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৪

জুল ভার্ন বলেছেন: আসল কথাটাই আপনি বলেছেন।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৪

শাহিন বিন রফিক বলেছেন:



গালাগালি নোংরা মানুষের কবিতা!
সাথে আমি একটু যুক্ত করলাম এটা নোংরা মানুষের একমাত্র হাতিয়ার যা সে তর্কে হেরে ব্যবহার করে, কুস্তিতে হেরে গেলেও ব্যবহার করে।

আপনার এই নিকে মনে হয় এটা আমার প্রথম মন্তব্য
যখন জানলাম আপনি একজন কিশোর মুক্তিযোদ্ধা, সত্যিই গর্বে বুকটা ভরে গিয়েছিল। কিছু স্বপ্ন দেখা মানুষের সাথে এই ভার্চুয়াল জগতে সারাদিন হইচই করছি।

লেখায় +++

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৮

জুল ভার্ন বলেছেন: নোংরা মানুষেরা শুধু তর্কেই গালাগালিব্যবহার করে না, সদা সর্বদাই গালাগালি করে।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৯

সোহানী বলেছেন: সহমত লিখায়।

একবার এক পিএইচডিধারীর ফেসবুকে ড:ইউনুসকে ধুমছে গালি সমৃদ্ধ পোস্ট দেখে বলছিলাম, ভাইজান কি গালাগালির উপ্রে পিএইচডি করছেন? আপনের নামের আগে ডক্টর শব্দটি বড্ড বেমানান। আমার কমেন্টস দেখে সিরিয়াস মাইন্ড খেয়েছিল.... হাহাহাহাহা

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

জুল ভার্ন বলেছেন: অনলাইনে গালাগালিতে ডিপ্লো, অনার্স-মাস্টার্স, এমফিল পিএইচডি সহ বিভিন্ন রকম ডিগ্রী হোল্ডার আছে। এরা অনেকেই এখন সুপ্ত আগ্নেয়গিরির মতো আছে কিন্তু সুযোগ পাওয়া মাত্র আগ্নেয়গিরিরঅগ্নুৎপাত শুরু করবে।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

কিরমানী লিটন বলেছেন: খিস্তি খেউড় কারো কারো মাতৃভাষার উত্তরাধিকার। এর মাধ্যমে তার শিকড়টা চেনা যায়। যুক্তি-প্রতিবন্ধি মানুষেরাই নোংরাকে ঢাল হিসাবে ব্যবহার করে। আবার অনেক সময় এটা তার অক্ষতাও তুলে ধরে। আপনার চমৎকার ভাবনার বক্তব্যের সাথে সহমত জানাই। ভালোবাসা জানবেন.....

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

জুল ভার্ন বলেছেন: মন্তব্যের সাথে সহমত জানিয়ে ধন্যবাদ।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আমি বললাম, ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম, তবুও তো ফুল
লোকটাতো কাগজ দিয়ে বন্ধুকও বানাতে পারতো ।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

জুল ভার্ন বলেছেন: : হা হা। সে যুগ হয়েছে বাসি.

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

জুল ভার্ন বলেছেন: হা হা। সে যুগ হয়েছে বাসি....

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

নেক্সাস বলেছেন: গালাগালির সাথে কবিতার কি সম্পর্ক?
বেশ কয়েকজন জুলু ভাইয়ার পোস্টের মূল কন্টেন্ট ধরে মন্তব্য করলেও অনেকে গালাগালি , অশ্লীল শব্দ আর কবিতাকে গুলিয়ে ফেলেছেন। প্রথমে বলে নেই যেটা ভাইয়া বলেছেন যে জনৈক লেখক গালাগালি কে গরিবের কবুতা বলেছেন। এটা হয়তো তিনি এই জন্য লিখেছেন যে গালাগালি গুলি অনেক সময় মানুষ পদ্যের মতো ছন্দবদ্ধ ভাবে উচ্চারণ করে এবং প্রগলভ ভাবে উচ্চারন করে। এর বাহিরে গালাগালির সাথে কবিতার কোন সম্পর্ক নাই।

অবেশ্যি গালাগালি বা খুস্তি খেউড একটা ইতরবাচক আচরন। এটা কোনভাবেই সভ্য সমাজের অংশ নয়। ইন্টেনশনালি কাউকে সরাসরি উদ্দেশ্য করে গালাগালি করে লেখালেখি করার কোন যুক্তি নাই।
কিন্তু কবিতায় অশ্লীল ভাষা ব্যাবহার করা যাবেনা, করলে সেটা কবিতা নয় এমন মন্তব্য যারা করেছেন তারা স্রেফ কবিতার মর্ম বুঝেই করেছেন। একটা শব্দ গালিতে রূপ নেয় তার প্রয়োগিক কারণে। কবিতা সমাজের দর্পন। কবিতায় নানাবিধ উপায়ে সমাজের নানা চিত্র চিত্রিত হয়। প্রেম, ভালোবাসা, সংঘাত, সংগ্রাম, দ্রোহ, ঝুলুম নির্যাতন, হাসি কান্না সব কিছুই কবিতা ধরা দেয় সমাজে যেভাবে ঘটে তার মৌল সংস্করণে। ফলেই সমাজ চিত্রন করতে গিয়ে, সময় চিত্রন করতে গিয়ে কবিতায় মানুষের যাপিত জীবনের ভাষা, আচার ইত্যাদি উঠে আসে।

কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা-
-
"আমিও গ্রামের ছেলে
চোতমারানি গাইল দিবার পারি"

এখানে একটা অশ্লীল শব্দ আছে। কিন্তু কবিতাটাকি আদৌ অশ্লীল এবং অবাঞ্চিত? বরং এটি সময় বিবেচনায় অসাধারণ এক দ্রোহের কবিতা।

ধন্যবাদ সবাইকে

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

জুল ভার্ন বলেছেন: নেক্সাস, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছো!
অনেক ধন্যবাদ।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

রমিত বলেছেন: ভালো লিখেছেন!

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ রমিত।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ তার সহজাত স্বভাব থেকে বেরুতে পারেনা সাধক ছাড়া!

তাই তাদের মূখোশের আড়ালে মূখটা কোন না কোন উপায়ে বেরিয়ে আসে এই আর কি?

+++

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৮

মলাসইলমুইনা বলেছেন: নোংরা মানুষের কবিতা বললেন গালিগালাজ কে ! কবি ও কবিতার মহাত্মত্যতো কমে গেল আপনার এই এক উপমাতেই ! নোংরা মানুষের নিবন্ধ বা কর্কশ রাজনৈতিক ভাষ্য ধরণের কাঠখোট্টা কিছু বলা যায় না (আমি কিন্তু সিরিয়াস !) !

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৯

জুল ভার্ন বলেছেন: আপনি সিরিয়াস কিম্বা সিরিয়াস নন -সেটা আপনার ব্যাপার। "গালাগালি গরীবের কবিতা " -কথাটা যে আমার নয় সেটা আমি আমার লেখাতেই বলেছি।
ধন্যবাদ।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

মলাসইলমুইনা বলেছেন: জুল ভার্ন,
স্যরি, আমারই পরিষ্কার করে বলা উচিত ছিল আপনি কারো কথা বলেছেন অথবা হতে পারে প্রমোটও করতে চেয়েছেন অন্য কারো ভাবনা। কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম সেটা হলো মানুষের কবিতার একটা স্নিগ্ধ ভালোবাসার রূপ আছে, মানবিক দিক আছে। সেটা সবচেয়ে কঠিন বিদ্রোহের কবিতাতেও মানুষ মনেহয় সহজেই খুঁজে পায়। তাই যুদ্ধের মাঠেও গুলি বারুদের গন্ধের মাঝেও মানুষ ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে প্রাণ বিসর্জন দিতে পারে । তাই আমার মনে হয় 'গালাগালিকে "গরিবের কবিতা" -বললে সেটা ঠিক ভালো শোনা যায় না। আপনার পজিশনের ব্যাপারে আমার শ্রদ্ধা আছে । জানি না কোন বিজ্ঞজন কথাটা বলেছেন কিন্তু আমি বিনীত ভাবে দ্বিমত করছি তার কথাটার উপমাগত ব্যাপারটার সাথে আর কেউ যদি সেই একই মত পোষণ করেন তাদের সাথেও । সেটাই বলতে চেয়েছিলাম আর কিছু না ।ধন্যবাদ ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: এবার আপনার বক্তব্যে আমিও সবটুকু সঠিকভাবে বুঝতে পেরেছি। ধধন্যবাদ।
আপনার মন্তব্যে লাইক।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার লেখার সাথে একমত

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতাকে গালাগালির সাথে জড়ানো ঠিক নয়।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

ওমেরা বলেছেন: আচার -ব্যবহার , আদব - কায়দা শিখে মানুষ পরিবার থেকে ।আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে , গোবরেও পদ্মফুল ফুটে । একটা অভদ্র ফ্যামেলীর ছেলে, মেয়ে যতই শিক্ষিত হোক স্বভাব পরিবর্তন হতে তিন প্রজন্ম লাগে ।কাজেই শিক্ষিত হলেই রাতারাতি কেউ ভদ্র হয়ে যায় না ।
আর একটা ভালো ভদ্র ফ্যামেলীর মানুষ , হোক অল্প শিক্ষিত বা গরীব তাদের মুখ দিয়ে কখনো নোংরা গালি বের হবে না ।
আপনি ঠিক বলেছে নোংরা ভাষা কোন ভালো মানুষ ইউজ করতে পারে না । যারা নোংরা ভাষা ইউজ করে তারা অবশ্যই নোংরামনের মনের ও ফ্যামেলীর মানুষ হোক শিক্ষিত বা যতই সম্পদশালী ।

নোংরা ভাষা নোংরা মানুষের কবিতা ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: কবিতা হোক কবিতার মত সুন্দর। গালাগালির মৃত্যু কামনা করি।
খুব ভাল একটা প্রসঙ্গে লিখেছেন :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.