|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রসংশা আর হাততালির মোহ...
মানুষের কতগুলো বেসিক চাওয়া আছে- তার মধ্যে সব চাইতে সস্তা চাহিদার হাততালি অন্যতম। মানুষ তার শত অপকর্মের পারও লোক দেখানো যেকোন কর্মের জন্য অপরের কাছ থেকে প্রত্যাশা করে প্রশংসা, সাধুবাদ। বলাবাহুল্য, এই সাধুবাদের সমবেত ধ্বনির আকাঙ্ক্ষা কখনও কখনও এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে মানুষ শুভাশুভ জ্ঞানটুকুও হারিয়ে ফেলে। জোরজবরদস্তি প্রসংশা, সম্মান আদায় করতেও পিছপা হয়না।
পৃথিবীতে সব চেয়ে বড় লোভ বোধহয় খ্যাতির লোভ। আমি যেমন কাজই করি, লোকে আমাকে ভাল বলবে, বিশেষ দৃষ্টিতে দেখবে আমাকে, আমার গায়ে সর্বদা একটা 'বিশিষ্ট' ট্যাগ থাকবে। নইলে তো বাঁচাই বৃথা। সুতরাং মানুষ নিজের কর্মের ওপর থেকে নিজের দৃষ্টি, নিজের প্রতি নিজের মূল্যায়নকে উপেক্ষা করে পরের মূল্যায়ন ভিক্ষা করতে থাকে। কে কখন আমাকে একটু ভালো বলবে, একটু প্রশংসা করবে- সেই লক্ষ্যেই দিন কাটে আমাদের। 
নিজের সবচেয়ে বড় বিচারক যে নিজে এই সরল সত্যটুকু আমরা স্মরণে রাখি না। আর এখান থেকেই ঢুকে পড়ে যাবতীয় স্তুতিকার চাটুকারগণ। তারা আমাদের নামায় অথবা ওঠায়। বিনিময়ে কতরকমের যে সন্তুষ্টি তথা বিনোদন দিতে হয় তাদের! একটু হাততালি পাওয়ার জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ বিবেককেও বিসর্জন দিতে কুন্ঠা করে না মানুষ। হায় রে হাততালি!
তবে হ্যাঁ, সত্যিকার গুণী বা প্রতিভাধরদের তো ভাড়া করা তালিবাদক দরকার হয় না! তার ঢাকটি মহাকাল ঠিক বাজিয়ে দেয়।
 ২২ টি
    	২২ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:৩৯
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:৩৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:৪৪
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:৪৪
চাঁদগাজী বলেছেন: 
এটা একটি বিষয়?
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:৪০
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:৪০
জুল ভার্ন বলেছেন: নাহ!
৩|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০৯
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: সমাজটাই এখন এরকম হয়ে গেছে।
এর থেকে বেড়িয়ে আসা দিন দিন অসম্ভব হয়ে পড়েছে। 
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩৭
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩৭
জুল ভার্ন বলেছেন: না, হাততালির সংস্কৃতি থেকে বের হওয়ার সুযোগ নাই।
৪|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৫
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৫
কনফুসিয়াস বলেছেন: বাস্তব বিষয় এটি। আমার চারপাশে আমি এমন অনেক মানসিক রোগী দেখি। তাদের আমার কাছে পাগল ছাড়া আর কিছুই মনে হয় না।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৪১
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৪১
জুল ভার্ন বলেছেন: একমত। এরা মানষিক রোগী!
৫|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১১
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১১
সুনীল সমুদ্র বলেছেন: একটু ভিন্নমত আছে। .... প্রশংসা আর হাততালির চেয়ে মানুষ এখন বেশি চায় 'ক্ষমতা' এবং তার অধীনে 'অন্যদের আনুগত্য' ।
মানুষ বুঝে ফেলেছে, শুধু 'প্রশংসা আর হাততালি'তে পেট ভরে না, কেবল 'ক্ষমতাধর'দের জন্যই নিরাপদ বর্তমান পৃথিবী ! ....
প্রশংসা আর হাততালি তো ভালো কাজেই বেশী আসে। বছরের সেরা করদাতা প্রশংসা আর হাততালি পান। সেরা লেখক, সেরা চিত্রনাট্যকার, সেরা সমাজসেবক-রা প্রশংসা আর হাততালি পান। কিন্তু সেই  প্রশংসা আর হাততালির লোভে সবাই কিন্তু ভালো হতে চাননা, ভালো কাজ করতে চাননা। ...
পক্ষান্তরে 'ক্ষমতাধর' ব্যক্তির সুবিধা হচ্ছে এই যে, তিনি খারাপ কাজেও আনুগতদের 'প্রশংসা ও হাততালি' পেয়ে যান সহজেই। তাই ক্ষমতাধর হওয়া এবং অন্যকে অনুগত রাখাই বর্তমান দুনিয়ার প্রধানতম লক্ষ।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৪৯
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৪৯
জুল ভার্ন বলেছেন: বাহ কীসুন্দর! আপনার ভিন্ন দৃষ্টিভংগী আমার চিন্তা ভাবনার নতুন একটা দরজা খুলে দিয়েছে। তবে ক্ষমতার চাইতেও বড়ো ক্ষমতা টাকা! টাকায় প্রসংশা হাততালি ক্ষমতা সবগুলোই পাওয়া যায়।
ধন্যবাদ অসাধারণ সুন্দর মন্তব্যের জন্য।
৬|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৬
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫০
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৭
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন। সুনীল সমুদ্র'র মন্তব্যটাও গঠনমূলক।
আমার মনে হয়, প্রশংসার লোভ মানুষের সহজাত চাওয়াগুলোর একটা। মানুষ প্রশংসার জন্য পাগল। কিন্তু এই প্রশংসা পাওয়ার জন্য যে-কাজগুলো সম্পন্ন করা জরুরি বা যে নৈতিকতা বজায় রাখা আবশ্যিক, আমরা তা করছি কিনা সে বিষয়ে আমরা সতর্ক নই, যত্নবান নই এবং অবগতও নই। ফলশ্রুতিতে, প্রশংসাগুলো মূলত চাটুকারিতা বা তোষামোদিতেই পরিণত হয়ে থাকে। আমি যাই করি না কেন, চাটুকারগণ তাতেই বাহবা দেন এবং হাততালিতে তালু ফাটিয়ে ফেলেন। কিন্তু, আমার কাজগুলো সঠিক, নাকি অন্যায়, সে ব্যাপারে প্রশ্ন তোলার কেউ নেই, কারণ আমি প্রভূত ক্ষমতার অধিকারী। 
চাটুকারিতা বা তৈলমর্দন, হাততালিযুক্ত ভূয়া প্রশংসার উপর চপেটাঘাত করবেন, বাংলাদেশে এমন লোকের সংখ্যা হাতে গোনা কয়েকজন।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫৬
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫৬
জুল ভার্ন বলেছেন: আপনার এই মন্তব্য আমার পোস্টের বক্তব্য আরও মজবুত করেছে। অযোগ্যদের কাছে প্রসংশা আর হাততালি এতটাই গুরুত্বপূর্ণ যার জন্য শুধু হাততালি দেওয়ার জন্য বিমান ভর্তি করে চাটুকারদের বিদেশে নিয়ে যায় রাস্ট্রীয় খরচে.....
অনেক ধন্যবাদ প্রিয় সোনা ভাই।
৮|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৪
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৪
শাহিদা খানম তানিয়া বলেছেন: ভাল বলেছেন।   সুন্দর একটা বাস্তবতা নির্ভর পোস্ট।
 সুন্দর একটা বাস্তবতা নির্ভর পোস্ট।
আমার কাছেও মনে হয় চারপাশে মানসিকভাবে অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। 
এদের সুস্থ করতে কিছু একটা করতে হবে এভাবে চলতে দেয়া যাবে না।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫৮
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫৮
জুল ভার্ন বলেছেন: অযোগ্যদের এই রোগ কোনো চিকিৎসক সারাতে পারবেন।
৯|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৪১
০৫ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাটুকারিতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০৯
০৫ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:০৯
জুল ভার্ন বলেছেন: একমত। তবে সেটা অসম্ভব বলেই মনে হয়।
১০|  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৩:১১
০৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৩:১১
শের শায়রী বলেছেন: এদের বাদেও চতুর্থ একদল মানুষ আছে যারা সাপের মাথার মনির মত বিরল, তারা কোন ইম্পর্ট্যান্সির তোয়াক্কা রাখেন না নিজের কল্পনায় অগনিত মানুষেকে কল্পনায় এনে তাদের মানসিক মধ্যমনি হয়ে থাকেন অথবা অগনিত মানুষ না দেখেও তাদের কল্পনায় সূক্ষ্ম দেহে ওই মানুষটার কল্পনায় বিরাজ করেন।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৯
০৬ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৯
জুল ভার্ন বলেছেন: ভাই, তুমি যেভাবে দার্শনিক স্টাইলে বলেছো আমি সেভাবে উত্তর দিতে পারবোনা। 
তোমার মন্তব্য সত্য।
শুভ কামনা।
১১|  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০৬
১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
বর্তমান সমাজ টাই এমন ভাই 
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৫
১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৫
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:৪১
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।