নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অভাবে স্বভাব নষ্ট.....

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

অভাবে কক্ষনো স্বভাব নষ্ট হয় না, নষ্টের বীজ ভিতরেই পোঁতা থাকে। অভাবেই যদি স্বভাব নষ্ট হতো, তাহলেতো লক্ষ লক্ষ টাকার বেতনভুক অফিসাররা কোনোদিন চুরিই করত না, ক্যাপিটালিস্টরা ট্যাক্স ফাঁকি দিতো না, আমলা এমপি মন্ত্রীরা সৎ হতো।

আর চরিত্র নষ্ট? এই শব্দটা এত বহুল প্রচারিত যে, আজকাল আর কেউ এ নিয়ে মাথাই ঘামায় না।

নৈতিকতা নিয়েও এখন আর ভাবে না কেউ। শারীরিক স্পর্শ নিয়েও সমাজ যথেষ্ট লিবারাল। বৈচিত্র্য সন্ধানী একশ্রেণীর নারী পুরুষের জীবনে বহুগামিতা এখন স্পোর্টস! (আসলে যুক্তি দিয়ে বিচার করলে বহুগামিতাও সতীত্বর মতোই অর্থহীন শব্দ। সতীত্ব যদি মূল্যহীন হয়,বহুগামিতাও তাই। একে গুরুত্ব দেওয়ার যেমন কোনো কারণ নেই, তেমনি এর সমর্থনে একটা বাক্যও সাজানো যাবে না। বরং উল্টোটাই বলা যায়.....)।

সমাজের জন্য এটা খুব একটা বড় সমস্যা নয়, তবে অনেক বেশি সমস্যা আমাদের নৈতিক অবক্ষয়, যা এখন আমাদের বৃহত্তর সংখ্যক মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশেআছে।

ভাত কাপড়ের অভাব আছে আমাদের। কিন্ত সেটা হয়তো সামলানো যায়। আমাদের সবচেয়ে বড় লড়াই করতে হবে মানবিক মূল্যবোধ রক্ষায়, নৈতিকতা বজায় রেখে সঠিক ধর্ম আর চরিত্র পেলে মানুষ সমাজ রক্ষা পাবে।

একটা জীবনে তো কম খাটি না আমরা! সাধ্যমতো পরিশ্রম করে যাই। দায়দায়িত্বও করে যাই, যে যতটা পারি! তবুও দিনশেষে কেন যে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে না! বয়সের সাথে সাথে আসে অনন্ত হতাশা, আর গৃহপালিত বিড়ালের মতো কিছু ব্যক্তিগত সুখ দুঃখ। অনেক তো সময় গেলো, এবার আত্মপলদ্ধির সময়। খোলা মন নিয়ে নিজের মুখোমুখি বসুন। ভালো যদি সত্যিই কিছু হয়, তাহলে তা নিজের ভেতর থেকেই শুরু হোক।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


সব দেশের মানুষ নিজেদের সরকারের আদলে নিজেদের সাজিয়ে ও মানিয়ে নেয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

জুল ভার্ন বলেছেন: একমত।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: আসলে যার স্বভাব খারাপ থাকে, আমৃত্যু খারাপই থাকে।
আসল সমস্যা মানুষ আজ অমানবিক হয়ে পড়েছে। খুব বেশি অমানবিক হয়েছে।
কেন মানুষ অমানবিক হয়ে পড়ছে, সেই কারনটা খুঁজে বের করতে হবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

জুল ভার্ন বলেছেন: প্রথমত পারিবারিক মূল্যবোধের ঘাটতি, দ্বিতীয়ত সীমাহীন লোভ এবং রাসট্রীয় দুঃশ্বাসন....

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

আসোয়াদ লোদি বলেছেন: নৈতিকতার উৎস নিয়ে ভাবা উচিৎ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

জুল ভার্ন বলেছেন: অন্যতম উৎস মানবিক মূল্যবোধের অভাব, রাস্ট্রীয় দুর্বৃত্তায়ন.....

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট। ভাল লেগেছে। আমার শুভেচ্ছা নিন।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
নৈতিক উন্নয়ন সময়ের সবচে দরকারি অনুসঙ্গ-
আপনার চমৎকার পোষ্টগুলো একটু একটু করে ভাবাচ্ছে!

ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

জুল ভার্ন বলেছেন: আপনাদের মতো গুণীজনদের প্রেরণাই পাথেয়।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্মের ধ্বজাধারীরা যখন ধর্ম হারিয়ে ফেলে- আমজনতা পথভ্রষ্টতায় ডুবে যায়!

ধর্মের মূল মর্ম হারিয়ে গেছে।
পোষাকি আর আচার স্বর্বস্বতাই এখন ধর্মের নামে চলছে।
মৌলিক বিশ্বাসে শুন্যতা!

দূরাচারী যখন দেখে ঘুষ, দূর্নীতি মত্রিার পরও কটি টাকা দিলেই মসজিদ কমিটির সভাপতি হওয়া যায়
সে কেন সত্য চর্চা করবে?
মিথ্যা বলা মহাপাপ সেতো ভূলিই গেছে!
তাই তার পরিবার্ও গড়ে উঠচে সেভাবে!
ব্যাস চক্রাকারে বাড়ছে দাড়ি টুপি, বাড়ছে ঘুষ সুদ মিথ্যাচর্চা - -
মসজিদে বসছে টাইলস, এসি, হারিয়ে গেছে মানবতা, নীতি নৈতিকতা!

গুরু নজরুল মথ বছর আগে যে দু:খ করে গেছেন মানুষ কবিতায়
আজও তা মেটেনি, বরং বাড়ছে উত্তরোত্তর!

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর করে বাস্তব কথা বলেছেন। তবে আরও কঠিন বাস্তবতা আছে সেটা হচ্ছে - অসৎ মানুষ কিছু টাকা দিয়ে মসজিদ কমিটির সভাপতি হতো সেটা যেমন সত্য তার থেকেও কঠিন বাস্তবতা আমি দেখেছি। যেখেছি শুধু রাজনৈতিক ক্ষমতায় জোরজবরদস্তি হিরোইঞ্চি, ফেনসিডিলখোড় একাধিক খুনের অভিযুক্ত লোক মসজিদ কমিটির সভাপতি সহ গোটা কমিটি দখল করে নিয়ে এখন মসজিদের দাণ খয়রাতী টাকা লোপাট করছে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: রাষ্ট্র মুল নৈতিকতা দেখালে সাধারন মানুষ সেই নৈতিকতা ধারন করবে!

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

জুল ভার্ন বলেছেন: একমত । যে অফিসে প্রধান নির্বাহী অনেস্ট সেই অফিসে দুর্নীতি কম। একই অবস্থা একটা রাস্ট্রের ক্ষেত্রেও।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

নতুন বলেছেন: নৈতিকা কয়েক ভাবে তৌরি হয়.... ধম` থেকে বা মানবতা থেকে...

আমাদের নৈতিকতার উতস ধম`...

মানুষ এখন আগের মতন ধমের সাজার ভয়ে ভীত না, মৃত্যু ভয়ে ভীত না তাই ধম`র উপরে আস্থা কমে যাচ্ছে।
দেশের মানুষ এখন নামে ধামিক তাই ধমের নীতি কথায় তারা মানেনা।

অপর পক্ষে বিশ্বের উন্নত দেশের মানুষ ধমের নৈতিকতা থেকে বের হয়ে মানবতা বেইসড নৈতিকতার দিকে গেছে তাই তারা মানুষে জন্য খারাপ কিছু করেনা। অন্যায় করেনা।

আমাদের সমাজও ধম` বেইসড নৈতিকতা থেকে মানবতা বেইসড নৈতিকতার দিকে যাবে আমরা একটা ট্রানজিসনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রকমের সময় আমেরিকা.ইউরোপ একটা সময় আগে পার করেছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সিনিয়র ব্লগার। আপনার মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। তবে ধর্মীয় বিষয় আপনার বক্তব্যের দ্বিমত করে।

আপনার নিশ্চয়ই মনে আছে সামু ব্লগের শুরুতে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সম্মান সৌহার্দ্য কেমন সুন্দর ছিলো। যখনই ধর্ম বিদ্বেষীদের প্রশ্রয় দেওয়া শুরু হলো এবং এক পর্যায়ে তারাই সামু ব্লগের নিয়ন্তার ভুমিকা নিয়েছিলো তখনই অশান্তির শুরু.... ঠিক একই ভাবে যেসব রাস্ট্র ধর্মীয় বিধানের বাইরে শুধু মানবিক ধর্মের দোহাই দিয়ে আন্তর্জাতিকবাদীতার শ্লোগান দিচ্ছে তারাই দুনিয়া জুড়ে সকল হানাহানী, যুদ্ধবিগ্রহ তথা অশান্তির হোতা। দেখুন, ট্রাম্প, মোদি, সালমানবিন দের মতো দানব স্বভাবের কতজন রাস্ট্র বা সরকার প্রধান দুনিয়ায় আছে!

আমি মনে করি ধর্ম সমস্যা নয়, সমস্যা ধর্মের অপব্যাখ্যায় বিভ্রান্তকারিদের কার্য্যকলাপ।

শুভ কামনা।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: আপনি যাদের নাম বলেছেন তারা কেউই ধামিক বা নাস্তিক না...

এরা ব্যবসায়ী, ক্ষমতার লোভে এরা এসব করছে।

আপনি ইউরোপের দেশের দিকে দেখুন, যারা তাদের দেশে, সমাজে কেমন শান্তিপূন` পরিবেশ সমাজ বানিয়েছে।

যুদ্ধ আমেরিকা করবেই সেটা অন্য বিষয়ে এর সাথে ধমে`র কোন সম্প`ক নেই। এটাই পুরাই সম্রাজ্যবাদী প্রকৃয়া।

আমি বলেছি বত`মানে মানুষের মাঝে ধম`ের বিশ্বাস নিয়ে, নামে বত`মানের মানুষ ধামিক কিন্তু বিশ্বাসে না। তারা কেইউই ধমের শিক্ষায় বিশ্বাসকেরা কাজে দূনিতি,ভ্যাজাল,সন্ত্রাসী করতে পারতো না।

কোন ধম`ই বলেনা খারাপ কাজ করতে, কিন্তু ভারত,পাকিস্তান,বাংলাদেশের মানুষেরা অনেক বেশি ধামিক যারা খারাপ কাজ কেন করছে? কারন মানুষ এখন ধম`ভয়ে ভীত না তাই ধমের শেখানো নৈতিকতার শিক্ষাথেকেও তারা সরে যাচ্ছে।

আমি ধম`কে সমস্যা বলিনাই কোন ধম`ের শিক্ষা ই মানুষকে খারাপ হতে বলে না।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




সুন্দর উপলব্ধি।
শেষের দু'লাইনের কথাই "অভাবে স্বভাব নষ্ট" প্রবচনের বিপরীতে সঠিক সমাধান ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০

জুল ভার্ন বলেছেন: সেটাই দুঃখ জনক বাস্তবতা!

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রথমত পারিবারিক মূল্যবোধের ঘাটতি, দ্বিতীয়ত সীমাহীন লোভ এবং রাসট্রীয় দুঃশ্বাসন....

ন্যায্য কথা বলেছেন।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

ওমেরা বলেছেন: আপনার পোষ্ট গুলো ছোট কিন্ত ওজনে ভারী আমার বেশ ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

নুরহোসেন নুর বলেছেন: মানুষের নৈতিক জ্ঞান হারিয়ে যাচ্ছে কমছে বুদ্ধি,
জলবায়ু পরিবর্তনের মত মানুষের নীতি পরিবর্তনে জোর দেওয়া উচিত।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০১

জুল ভার্ন বলেছেন: মানুষের বুদ্ধি কমলেও দুর্বুদ্ধি, কুবুদ্ধি বেড়েছে।
ধন্যবাদ।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লাগলো ভাইজান আপনার আত্মোপলব্ধি মূলক পোস্টটি।

শুভকামনা জানবেন ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

হাবিব বলেছেন:
শুধু অভাবেই স্বভাব নষ্ট হয় না,
প্রয়োজনের অতিরিক্ত থাকলেও স্বভাব নষ্ট হয়

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

জুল ভার্ন বলেছেন: সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.