নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
Silence sufferings....
আমার মন ভালো নেই,শরীর আরো বেশী খারাপ। দৃষ্টি শক্তি ম্লান হয়ে আসছে.... তাই আমার ডিজিটাল ডায়েরির রুটিন মাঝে পথ হারিয়ে যায়....আমার একাকী সময় ভেসে আসে এক বাউলের সুর "মিটিয়ে দিয়ে লেনাদেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে"।
এখন আমি অসমাপ্ত ভালোবাসার অভিশাপ মেখে, স্বপ্নের কবর খুঁড়ে যাই। আমি হিসেব রাখি ঠিক কত টাকায় মানুষ সুখ কিনে আনে। হিসেব রাখি না, কতবার ব্যর্থ হয়ে ফিরে আসি!
আমি স্বপ্ন দেখি অধিকার বঞ্চিত মানুষদের মধ্যে অন্তত একজনকে আমি ভালোবাসার আশা, স্বপ্নের ভিত্তি গড়ে দিয়ে যাবো। এদেশের সাধারণ মানুষ মাতৃস্নেহে তিলোত্তমা মাতৃভূমির চোখের জল মুছে দিবে। আমি তখন শিউলি হয়ে ঝরবো মাতৃভূমির কোলে। একটা ভাঙাচোরা রজপথ দিয়ে হারিয়ে যাবো।
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে"!
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: ৮ আর ১০ নম্বর ছাড়া সবই পড়েছি। কোনোটা একাধিক বার পড়েছি।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬
হাবিব বলেছেন: আরেকটু লিখুন...... আরেকটু বেশি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: বড়ো লেখার যোগ্যতা ও ধৈর্য নাই।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১
ইসিয়াক বলেছেন: @মানুষের জীবনটা শুধুমাত্র ভোগের জন্য ই নয়।
ত্যাগের মধ্যে সর্বোচ্চ সুখ বিদ্যমান। মানুষ এটা কেন বুঝতে চায় না জানিনা।
@বেলা শেষে মালা গেঁথে লাভ কি আর হলো,
দিনে দিনে পাপ পঙ্কিলতায় দিন ফুরালো।।
@বেশিরভাগ মানুষের জীবনের পাতা মনে হয় ভুল দিয়ে ই ভরা।যা কখনো ই শুধরানো যায়না।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
নুরহোসেন নুর বলেছেন: আপনি প্রতিভার গোডাউন!
অল্প কথায় এতকিছু বোঝানোর মত যুক্তি অনেক লেখকের থাকেনা।
ভাল লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ পঃ গেঃ!
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: আপনাকে অনুরোধ করবো এই বই গুলো পড়তে
১. রাত ভরে বৃস্টি
২. হাসুলিবাকের ইতিকথা
৩.বিষবৃক্ষ
৪. পুতুল নাচের ইতিকথা
৫. চোখের বালি
৬. বিষবৃক্ষ
৭.মানব জমিন
৮. ভালবাসা প্রেম নয়
৯. মাধুকরী
১০. শোধ