|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সোস্যাল মিডিয়ার সাথে আমার সম্পর্ক ক্রমেই ক্ষীণ হয়ে আসছে এবং এটা একটা সুচিন্তিত সিদ্ধান্ত। অথচ ব্লগ ফেসবুক আমাকে দিয়েছে অনেক কিছুই, পছন্দ মতন বন্ধু দিয়েছে অনেক। সবথেকে বড় কথা যা কিছু লিখছি সেগুলি আদৌ কিছু হচ্ছে কিনা সেটা যাচাই করার একটা ফার্স্ট হ্যান্ড সুযোগ করে দিয়েছে। ফাউস্টের মতনই এরও একটা মূল্য আছে। সেই মূল্যটা হল ইমেজ আর পপুলারিটির লোভ, গভীর ভাবে এলিয়েনেটেড একটা সময়ে দাঁড়িয়ে যোগাযোগের একটা ইলিউশন সৃষ্টি। আরো ভয়ঙ্কর হল প্রতিবাদের ইলিউশন।
দিনের পর দিন রাজনৈতিক হিংসা বিদ্বেষ বাড়ছে। অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা জানতে পারছি। ফেসবুকে ভেন্ট করছি, যে যত ক্রিয়েটিভ এবং ভালো কমিউনিকেটর সে তত ভালো ভাবে ভেন্ট করছে কিন্ত যে মার খাচ্ছে, যারা মারছে তাদের কী এতে কিছু যায় আসে?
একটা ট্রু এপোক্যালিপটাল ভবিষ্যতের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সকল খারাবীর বিরুদ্ধে লোকে সচেতন হচ্ছে, খুবই ভালো কিন্তু আমি বা আমরা কোনো অনিয়ম,খারাবী ঠেকাতে পারছি না। ব্লগে, ফেসবুকে একটা ইলিউশন হয় যে পারি, হয়ত পারব কিন্তু মনে হয় না পারব। আমার কাছে মেনে নেওয়াটা জরুরী যে পারব না। ভুলিয়ে রাখা বা ভুলে থাকায় ভুল হবার সম্ভাবনা বেশী। 
হরেক রকমের মানুষ, হরেক রকমের চিন্তা চেতনা।  একটা মেলার মতন সোস্যাল মিডিয়া। 
কিন্তু মেলায় তো সারা জীবন থাকা যায় না। এক সময় ঘরেও ফিরে আসতে হয়, নিজের মুখোমুখি বসতে। 
ভুলে থাকা ভুলে যেতে... 
আমিও ফিরে যাবো....
সোস্যাল মিডিয়ার সাথে আমার সম্পর্ক ক্রমেই ক্ষীণ হয়ে আসছে এবং এটা একটা সুচিন্তিত সিদ্ধান্ত। অথচ ব্লগ ফেসবুক আমাকে দিয়েছে অনেক কিছুই, পছন্দ মতন বন্ধু দিয়েছে অনেক। সবথেকে বড় কথা যা কিছু লিখছি সেগুলি আদৌ কিছু হচ্ছে কিনা সেটা যাচাই করার একটা ফার্স্ট হ্যান্ড সুযোগ করে দিয়েছে। ফাউস্টের মতনই এরও একটা মূল্য আছে। সেই মূল্যটা হল ইমেজ আর পপুলারিটির লোভ, গভীর ভাবে এলিয়েনেটেড একটা সময়ে দাঁড়িয়ে যোগাযোগের একটা ইলিউশন সৃষ্টি। আরো ভয়ঙ্কর হল প্রতিবাদের ইলিউশন।
দিনের পর দিন রাজনৈতিক হিংসা বিদ্বেষ বাড়ছে। অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা জানতে পারছি। ফেসবুকে ভেন্ট করছি, যে যত ক্রিয়েটিভ এবং ভালো কমিউনিকেটর সে তত ভালো ভাবে ভেন্ট করছে কিন্ত যে মার খাচ্ছে, যারা মারছে তাদের কী এতে কিছু যায় আসে?
একটা ট্রু এপোক্যালিপটাল ভবিষ্যতের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সকল খারাবীর বিরুদ্ধে লোকে সচেতন হচ্ছে, খুবই ভালো কিন্তু আমি বা আমরা কোনো অনিয়ম,খারাবী ঠেকাতে পারছি না। ব্লগে, ফেসবুকে একটা ইলিউশন হয় যে পারি, হয়ত পারব কিন্তু মনে হয় না পারব। আমার কাছে মেনে নেওয়াটা জরুরী যে পারব না। ভুলিয়ে রাখা বা ভুলে থাকায় ভুল হবার সম্ভাবনা বেশী। 
হরেক রকমের মানুষ, হরেক রকমের চিন্তা চেতনা।  একটা মেলার মতন সোস্যাল মিডিয়া। 
কিন্তু মেলায় তো সারা জীবন থাকা যায় না। এক সময় ঘরেও ফিরে আসতে হয়, নিজের মুখোমুখি বসতে। 
ভুলে থাকা ভুলে যেতে... 
আমিও ফিরে যাবো....
 ২৪ টি
    	২৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৫
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৫
জুল ভার্ন বলেছেন: জীবনই যেখানে চাংগে উঠেছে সেখানে লেখালেখি দিয়ে কি হবে!
২|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৮
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: সবকিছুরই ( সব প্রাপ্তি এবং অপ্রাপ্তির ) নেগেটিভ এবং পজিটিভ দিক আছে। সোশ্যাল মিডিয়া থেকে ভাল হাতে গোনা বন্ধু পেয়েছি। আর নেগেটিভ বলতে হার্ডকপি বই পড়ার অভ্যাস আর পড়ার ধৈর্য হারিয়ে ফেলেছি। 
আপনার লেখাটার মূল সুর ভাল্লাগছে
  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৭
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ব্লগে আমার অন্যতম সুলেখক!
৩|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১১
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১১
ইসিয়াক বলেছেন: সোশ্যাল মিডিয়া এখানে ব্লগ ও ফেসবুকের কল্যাণে আমি কিছু একটা লিখছি। যা অনেকে পড়ছে ।এগুলো না থাকলে হয়তো কিছুই লেখা হতো না।
আর এই সোশ্যাল মিডিয়ার কারণেই আমি বই পড়ার অভ্যাসটা হারিয়ে ফেলেছি।কত বই এর শত শত পাতা যে এক বসাতে পড়তাম তার ঠিক নেই । এখন দুপাতা পড়লে হাপিয়ে উঠি ।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩২
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩২
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। যে প্রিন্ট মিডিয়া জ্ঞানার্জনের জন্য প্রধান মাধ্যম সেই বই পড়া থেকে পাঠকদের বিমুখ করে সোস্যাল মিডিয়া।
৪|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৩
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন: 
সময়ের সাথে মানুষের ভাবনাচিন্তা বদলায়; তবে, অন্যের প্রভাবে যেন সেটা না ঘটে
  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৭
০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৭
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
৫|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৩০
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: অন্যের প্রভাবে প্রভাবিত যারা তাদের ব্যাক্তিত্বের বিকাশ আর কতটা হতে পারে বলুন । সুন্দর পোস্ট ।+
  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৮
০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
আসিফুল আলম বলেছেন: JSC Result ও PSC Result সম্পর্কে কিছু বলতে পারবেন?
  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
০৯ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
জুল ভার্ন বলেছেন: প্রাসঙ্গিক নয়।
৭|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩১
০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: যত মুশকিল ততই আসান
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৭
১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৭
জুল ভার্ন বলেছেন: এখন আর আসান হয়না, শুধু মুসকিলই বাড়ে।
৮|  ০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৫
০৯ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ভাইজান,
বর্তমান যুগে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা মানুষেরা যেকোনো পরিবর্তন শীল পরিবেশে খাপ খাওয়াতে পারি। যদিও খাপখাওয়ানোর ব্যপারে সবার ফ্লেক্সিবিলিটি সমান নয়। আর এই তারতম্যের কারণে আমাদের ভাবনার রাজ্যে কখনো কখনো একাকীত্ব বা বিষণ্ণতা চলে আসে। বিচক্ষণরা বলবেন ধৈর্যশীল হতে। আর এটাই তখন আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। 
পোস্টে ভালোলাগা। 
শ্রদ্ধাবনত শুভেচ্ছা নিয়েন।
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানাই ভাইজান।
৯|  ১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৫৬
১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৫৬
শের শায়রী বলেছেন: ভাই লেখাটা দুইবার আসছে। এডিট করে ঠিক করে দেন প্লীজ।
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
১১ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: আমিতো একটাই দেখছি!
১০|  ১১ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০৬
১১ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০৬
পদ্মপুকুর বলেছেন: লেখাটাতো আমার ভাল্লাগা, ওটাকে ঠিক রাখতে তাই ফেসবুক বাদ দিয়েছি চারবছর আগে। আমার মনে হয়েছিলো ফেসবুক লেখালেখির অন্তরায়, যেমনটা বিএম বরকতউল্লাহ উপরেই বলেছেন। কিন্তু ব্লগ কেনো বাদ দিতে চাচ্ছেন? আপনার যারা পাঠক আছেন, তাদেরকে ঠকাতে চাচ্ছেন কেনো?
  ১২ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
১২ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ।
১১|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:১১
১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:১১
সোহানী বলেছেন: আসলে সমস্যা ফেইসবুক বা স্যোসাল মিডিয়া নয়, আমাদের আমাদের নিজেদের। অঅমার অনেক লিখায় আমি প্রায়ই বলি যে একটি ছোট বাচ্চার হাতে খেলনা বন্দুক না দিয়ে সত্যিকারের বন্দুক দিলে যা হয় আমাদেরও তাই হচ্ছে।  স্যোসাল মিডিয়া কি জিনিস আমরা জানি না, ইন্টারনেট আসলে কেন ব্যবহ্রত হয় তা ও আমরা জানি না। কিন্তু অলিতে গলিতে শিক্ষিত অশিক্ষিতসবার হাতে ইন্টারনেট ও ফেইসবুক। তাহলে সমস্যা তো তৈরী হবেই...। কিন্তু তাই বলে নিজেকে গুটিয়ে নিবো, রাগ করবো.... সেটাতো ছেলেমানুষি। আমরা যারা অল্প হলেও বুঝি তারাইতো এগিয়ে আসবো, সামনে দাড়াঁবো, সাবধান করবো.......।
যাইহোক, অঅপনি থাকবেন, অঅমি থাকবো.... যারা নিজের বাইরে চিন্তা ধারন করে তাদের কিছুতেই এ প্লাটফর্ম থেকে সরে যাওয়া উচিত নয়।
মাত্রই জানলাম আপনি কিশোর মুক্তিযোদ্ধা। শতকোটি সালাম। আপনাদের ত্যাগেই আজ আমরা এখানে দাঁড়িয়ে। ভালো থাকুন সবসময়ই।
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৮
১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৮
জুল ভার্ন বলেছেন: @সোহানী, এই লেখালেখি সত্যিকারের আমার যায়গা হলেও এই লেখালেখি,  মইত প্রকাশই আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমার একার ভোগান্তি খুব সহজেই মেনে নিতাম যদি তথাকথিত আমার অপরাধের জন্য আমার পরিবারের সদস্যদের নিষ্ঠুর নির্যাতন সইতে না হতো......
হ্যা আমি একজন কিশোর মুক্তি যোদ্ধা যা নিয়ে আমার তেমন কোনো অহংকার নাই কারণ, আমি সময়োচিত সিদ্ধান্ত নিতে পারাকে কর্তব্য মনে করেছি।  এই বিষয় আমি আমার বক্তব্য জনাব @ঠাকুরমাহামুদ এর  সেই পোস্টে মন্তব্যাকারে লিখেছি, আগ্রহী হলে পড়ে দেখবেন আশা করি।
১২|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪২
১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪২
রুমী ইয়াসমীন বলেছেন: শুনেছি মানুষ যখন মৃত্যু নিয়ে খুব ভাবে ও মৃত্যুর খুব কাছাকাছি চলে আসে তখন তার কাছে চারপাশের সবকিছু ক্ষীণ হয়ে আসে ও ক্ষীণ লাগে। 
কিন্তু আমার কাছে এটাও মনে হয়, যখন মনে কোনো দুরাশা ভর করে তখন আমার কাছে সবকিছু তুচ্ছ ও ক্ষীণ লাগে যা আমার নিজস্ব উপলব্ধি।  
যাই হোক শ্রদ্ধেয় ভাইয়া আপনার অনুভূতি ও উপলব্ধির প্রকাশকে শ্রদ্ধা জানাই আর আপনার জন্যে দোয়া রইল যেখানেই থাকুন সুস্থ সুন্দর ও নিরাপদে কাটুক জীবন। 
আর উপরে সোহানী আপুর মন্তব্যে জানলাম আপনি একজন কিশোর মুক্তিযোদ্ধা। আপনার মতন জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমার সালাম গ্রহণ করবেন শ্রদ্ধেয়....                                 
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৯
১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৯
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
  হ্যা আমি একজন কিশোর মুক্তি যোদ্ধা যা নিয়ে আমার তেমন কোনো অহংকার নাই কারণ, আমি সময়োচিত সিদ্ধান্ত নিতে পারাকে কর্তব্য মনে করেছি। এই বিষয় আমি আমার বক্তব্য জনাব @ঠাকুরমাহামুদ এর সেই পোস্টে মন্তব্যাকারে লিখেছি, আগ্রহী হলে পড়ে দেখবেন আশা করি।
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৯
০৯ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ফেসবুক না ছাড়লে লেখালেখি যে চাঙ্গে উঠবে।
শুভ কামনা।