|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আপনি কেমন সেটা নিজেই বুঝে নিন.....
আপনি লোকচক্ষুর আড়ালে কি করেন সেটাই আপনি। কারণ সেখানে আর কেউ নেই, আপনিই আপনার সাক্ষী ও বিচারক। নিজের কাজে, কথা বলায়, নজরে নিজে ছোট হয়ে যাবার ভয় পেয়েছেন কখনও? যদি উত্তর হ্যা হয় তাহলেই বুঝবেন আপনি বিবেকহীন নন।
আপনি আপনার অধস্তনের সাথে কেমন ব্যবহার করেন সেটাই আপনার আসল পরিচয়! যেখানে আপনি ভালো/মন্দ যেকোনো ব্যবহারই করতে পারেন, সেখানে আপনি কি করলেন সেটাই বিচার্য। যাকে স্বার্থের কারণে কিংবা ভয়ে আপনি সম্মান করেন সেটা আপনি নন। সেটা আপনার বাধ্যবাধকতা। বুদ্ধি দিয়ে যেটা করেন সেটা অভিনয়, মন থেকে যেটা করেন সেটাই আপনি। বাহ্যিক সুন্দর সে, যেকিনা পা থেকে মাথা পর্যন্ত নিজের যত্ন নেয়। পায়ের পাতা অবহেলিত, তাকেও যে গুরুত্ব দেয় সেইতো সুন্দর। 
 নীতি শিক্ষা স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয়, এটা এক ধরণের মাইন্ড-সেট, তৈরি হয় পারিবারিক কালচার থেকে। ছোট থেকেই শিখতে হয় নীতি শিক্ষাগুলো। অবশ্য নৈতিকতা শিক্ষার চাইতেও বেশী প্রয়োজন চর্চা। 
পয়সা দিয়ে 'এটিকেট' কেনা যায়না। ওটাকে রপ্ত করতে হয়, লালন করতে হয়, পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হয় নিষ্ঠার সাথে। সেটাই আপনার পরিচিতি, আপনার পারিবারিক ঐতিহ্য ও পরম্পরার প্রতীক। নামের পেছনে তাক লাগানো ভারী পদবী কিম্বা আপনি কার কন্যা সেটা দিয়ে উন্নত 'এটিকেট' প্রকাশ করা যায়না। কেননা আপনার পদবীটা আপনার অর্জিত নয় ওটা পেয়েছেন ‘বাই-ডিফল্ট’!
শুধু চেহারায় নয়, কোন মানুষ সুন্দর হয় তার নম্র আচরণ, বাচন-ভঙ্গী, সততা, স্থিরতা, সহনশীলতা, সংবেদনশীলতা, পরোপকারী মানসিকতা ইত্যাদির দ্বারা। 
চারিদিকে চাটুকারিতা আর দুর্নীতি। সমালোচনা মুখর আমাদের অনেকেরই ‘আঙুর ফল টক’। ঘুষ আমায় কেউ অফার করেনা তাই ঘুষখোরদের নিন্দে করি। আমার চেয়ে যে সুন্দর বা গুণী, যাকে পরাজিত করা, টপকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি তার নিন্দা করতে পারলে আরাম পাই।
 বাড়ির ছোটরা বাড়ির বাইরে কিন্তু বাড়ির কালচারটাকেই বহন করে। আপনি আপনার সন্তানকে যে বিষয়গুলো হয়তো নিষেধ করছেন সে শুনছে না, কারণ সে দেখেছে আপনি নিজেই সেই বারণটা মানছেন না। অতএব, আপনি অন্যকে যেটা উপদেশ দেবেন সেটা মুখে না বলে আচরণ দিয়ে দেখান! আমরা শোনার চেয়ে দেখে বেশী শিখি। ছোটরা তাদের মা-বাবাকে দেখে শেখে।
স্কুল-কলেজে সিলেবাস শেষ করতে সকলে ব্যস্ত। সেখানে ‘এটিকেট’ শেখাবে কে? যার নিজের যেটা শেখা দরকার সে আপনার সন্তানকে কি করে শেখাবে? অতএব, যারযার ‘মাল নিজ দায়িত্বে রাখুন’!
 ১৪ টি
    	১৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৬
১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৬
জুল ভার্ন বলেছেন: আত্মবিশ্বাস অনেক বড়ো ব্যাপার।
২|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৫০
১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল কিছুর শুরু হতে হবে পরিবার থেকেই...
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৪
১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৪
জুল ভার্ন বলেছেন: একমত।
৩|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩২
১৮ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মৌলিক জায়গাটাতেই চূড়ান্ত অবহেলা!!
ফল যা হবার তাই হচ্ছে। এক অদ্ভুত প্রজন্ম বেড়ে উঠছে!
পরিবারের ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে তার আচরনেই। তার কথায়, চলনে বলনে!
পূথিগত বিদ্যা লাগবে বৈকি। কিন্তু আত্মা, নীতি নৈতিকতার পাট টুকুতো একান্ত নিজের বিশ্বাস আর পারিবারিক মূলোবেধ থেকেই গড়ে ওঠে। গড়ে দিতে হয়।
পোষ্টে +++++
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৫
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৫
জুল ভার্ন বলেছেন: আমরা মহাকাশ বিজ্ঞান বুঝি, ব্লাক হোল বুঝি কিন্তু জীবনের সহজ পাঠ বুঝি না!
৪|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৮
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৮
শের শায়রী বলেছেন: পারিবারিক শিক্ষা সব থেকে বড় শিক্ষা যা একজন কে তার ভীত তৈরী করে দেয়।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৬
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: সত্য।
৫|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৪৪
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন: 
নিজ দায়িত্বে মাল রাখুন - যথার্থ বলেছেন। আর ব্যবহার চরিত্র নিয়ে কথাগুলো ভালোই লাগলো। আজ থেকে আপনার সাথে আছি। আমিও যায় যায় দিন ও রহস্য পত্রিকার লেখক ছিলাম কোনো এক কালে। শফিক রেহমান স্যার, তালেয়া রেহমান ম্যামকে নিয়ে দুঃখ হয়। আর কিছু বলার নেই। মৌচাক আর দৈনিক যায় যায় দিন করাটাই পাপ ছিলো। 
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৭
জুল ভার্ন বলেছেন: কথা হোক, দেখা হবে.....
৬|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:৫০
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:৫০
সোহানী বলেছেন: শিশুদেরকে নিয়ে আমি লিখতে পছন্দ করি। অনেক লিখাই আছে এ নিয়ে। আমার ও একই কথা.... পরিবার পরিবার পরিবার । এর চেয়ে বড় কিইছু হতেই পারে না শিশু শিক্ষার জন্য। আগে নিজের ভীত তৈরী করবে পরিবার থেকে তারপর স্কুল বা অন্য কিছু।
চমৎকার ভাবনা।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১০
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: তোমার সব লেখাই গঠন মূলক! পড়তে পারি কিন্তু চোখের সমস্যার জন্য মন্তব্য করতে পারিনা।
৭|  ০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৪৯
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
নিজেরেই চিনলাম না
নিজেরেই বুঝাতে পারলাম না
কী বলবো অন্যের কথা
  ০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৬
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৬
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা এটাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৫
১৮ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: শুধু নিজে ভালো হলে হবে না। দুনিয়ার সবাইকে নিয়ে ভালো হতে হবে।
আমিই জানি আমি কি রকম। আমি ভালো মানুষ।