|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ"।
আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, 
তিনি একদিন আইনস্টাইনকে বললেন -স্যার,  আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে।" -আইনস্টাইন তো অবাক!
তিনি বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে মুখোমুখি চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।"
সত্যিই সেই সভায় ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন। এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন।
সেই সময়ে একজন অধ্যাপক নকল আইন্সটাইন (ড্রাইভার)কে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন?"
আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল-
"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে।"
বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। 
এই জন্যে কথায় আছে, 
"সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ"।
(এই ঘটনাটার সত্য মিথ্যা আমি জানিনা। আমাদের স্কুলের স্যার আমাদের বলেছিলেন যখন সিক্স ক্লাস থেকে সেভেন ক্লাসে ভর্তি হই) 
Moral of this is you must use your intellectual property.. INTELLIGENCE
 ২৬ টি
    	২৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৪
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩২
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: কি আর করা যাবে ভাইজান। অনিচ্ছা সত্ত্বেও অনেককিছুই যে মেনে নিতে হয়...
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৪
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৪
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
৩|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৪
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৪
ইসিয়াক বলেছেন: আগে কোথায় যেনো পড়েছি......ভালো লাগলো।
শুভকামনা।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৫
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৫
জুল ভার্ন বলেছেন: সামুর ফেসবুক গ্রুপে পড়েছিলেন।
৪|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৭
রাকু হাসান বলেছেন: 
নতুন কিছু চাই ...... 
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৫
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৫
জুল ভার্ন বলেছেন: দেখা যাক....
৫|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৯
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: জ্ঞানী মানূষরা তো আমাকে সাথে নিবেন না। তাদের সঙ্গ পাবো কেমন করে?
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৬
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৬
জুল ভার্ন বলেছেন: তাও ঠিক।
৬|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৫
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৫
সোনালী ডানার চিল বলেছেন: 
হতেও পারে- 
তবে  শিরোনামের কথাটি ১০০% সত্য!
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ চিল ভাই।
৭|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: 
জুল ভার্ণ ভাই,
আমিও এই গল্পের সত্য মিথ্যা জানিনা তবে আমি বিশ্বাস করি এবং প্রমাণিত যে, সৎ সঙ্গে স্বর্গবাস আর সঙ্গ দোষে লোহাও জলে ভাসে। 
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
জুল ভার্ন বলেছেন: সহমত।
৮|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৩
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্প হলেও সত্যি।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৭
জুল ভার্ন বলেছেন: একমত।
৯|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৫
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৫
রূপম রিজওয়ান বলেছেন: কাহিনীটা সত্য হোক আর না হোক,সারকথাটা শতভাগ সত্য।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৫৬
১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
১০|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৩০
১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৩০
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
সৎ সঙ্গে যে স্বর্গবাস এটা বোঝাতেই এমন ঘটনার অবতারণা করা হয়েছে। অনেক আগেই জানা ছিল। 
রূপম রিজওয়ান এর মতোই বলি, কাহিনীটা সত্য হোক আর না হোক,সারকথাটা শতভাগ সত্য।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৫৬
১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১|  ২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩১
২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন।
..........................................................................................
এদেশে এখন যার টাকা আছে ক্ষমতা আছে সেই বিজ্ঞ ও জ্ঞানী
বিশ্বাস না হলে চারিদিক তাকায়ে দেখুন ।
(শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য )
  ২০ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
২০ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: বাহ্যিক ভাবে কথা সত্য।
১২|  ২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১:০৬
২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১:০৬
কাতিআশা বলেছেন: দারুন!
  ২০ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
২০ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৩|  ২০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৭
২০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৭
শের শায়রী বলেছেন: ছিলেন তো সৎ সঙ্গেই   
 
আপনার সেই সৎ সঙ্গী কৈ  
  ২০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০১
২০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০১
জুল ভার্ন বলেছেন: কোনো রিপ্লাই দেয়নি, মনে হয় গোস্যা কইচ্চে!
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৮
১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩৮
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: গল্প বা জোকস্ হলেও ভালো লাগলো।