নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"দুনিয়া কাঁপানো দশ দিন"......
জন রিড এর অবিস্মরণীয় "দুনিয়া কাঁপানো দশ দিন" বইটি পড়লাম। সত্যিই অসাধারণ একটা বই!
রুশ বিপ্লবের অনেক আগে থেকেই মার্কিনী জন রীড সাম্যবাদী। পেশায় ছিলেন সাংবাদিক আর আদর্শ সমাজতন্ত্র। সেই আদর্শের টানেই রাশিয়া সোভিয়েতে রূপান্তর কালের দশটি উত্তাল ঘটনাবহুল দিনে বলশেভিক, মেনশেভিক, সোশালিস্ট রেভলিউশনারিসহ অন্যান্য দলের ভূমিকাকে নিজে যেভাবে দেখেছেন এবং তৎকালীন রাশিয়ার সংবাদপত্রে যেসব বিবৃতি ও সংবাদ প্রকাশিত হয়েছে তাকে রেফারেন্স ধরে জন রীড বইটি লিখেছেন। যা বিশ্বের সচেতন পাঠক সমাজ পড়ে অন্তঃচক্ষু দিয়ে দেখেছেন সমাজতন্ত্রের বিজয়গাথা।
সমাজতন্ত্রের বিজয়গাথা লেখার জন্য সেদিন একজন জন রিড ছিলেন। নিদ্রাহীন রাতের উপাখ্যান লেখার জন্য সেদিন একজন জন রিড সারা রাত জেগে ছিলেন। সেদিন আরকেন্জেল থেকে ব্লাডিভোস্টক, গোটা রাশিয়া জুড়েছিল সেই চলমান ইতিহাস, মানুষের বাঁধন ছেঁড়ার ইতিহাস-সমাজতন্ত্রের ইতিহাস।
অত্যন্ত দুঃখের বিষয়, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমান, রোহিঙ্গা মুসলমান, সিরিয়া, ইয়েমেন, চীনের উইঘুরের মুসলমান, কাশ্মীর তথা গোটা ভারতবর্ষের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের দুরাবস্থার কথা নিয়ে লেখার মতো একজন 'জন রিড' নেই!
'তথাকথিত নির্বাচিত স্বৈরশাসক' কতৃক দেশ বিদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যার শোকগাথা লেখার জন্য কোনো জন রিড নেই। শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণেই দলের সর্বস্তরের নেতা কর্মী এমনকি লক্ষ লক্ষ সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতার, নির্যাতন জেল জুলুম করে ঘরছাড়া করেছে সেই শোকগাথা লেখার জন্য একজন জন রিড নেই। উন্নয়নের নামে লুটপাট করার কথা লেখার জন্য একজন জন রিড নেই!
হতাশার মধ্যেও স্বপ্ন দেখি একদিন না একদিন, কেউ না কেউ লিখবে। বিশ্বাস করি- কেউ জেগে আছেন বিবেকহীনদের মাঝে নিজের বিবেক নিয়ে আমাদের কথা লেখার জন্য
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
দুনিয়া কাপানো দশদিন’ আসলেই ক্লাসিক!
আপনার হাহাকারের স্বপক্ষে শুধু আরও একটি দীর্ঘ:শ্বাস জমা হলো, তবুও হয়ত
একদিন জন রিড আসবে আবারও...
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
৩| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের ফুলেল শুভেচ্ছা। বাংলার প্রতিটি মানুষ একজন জন রীড হয়ে ওঠুক দেশ প্রেম বুকে নিয়ে ।
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
জুল ভার্ন বলেছেন: আপনারা যারা কবিতা লেখেন তাদেরকেই অগ্রনায়ক হতে হবে।
৪| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: ১৯১৭ সালে সংঘটিত সোভিয়েত বিপ্লবের ওপর। সত্যিকার অর্থে সোভিয়েত বিপ্লব ছিল দুনিয়া কাঁপানো।
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২২
জুল ভার্ন বলেছেন: সত্যিই তাই।
৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: রাশিয়া একটি বিস্ময়।
বইটি পড়ার সৌভাগ্য হয়েছে।
চমৎকার।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩
জুল ভার্ন বলেছেন: সত্যিই বিস্ময়!
৬| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
সেজুতি_শিপু বলেছেন: আহা ! কী যে আন্দোলিত করেছে এই বই সেই তরুন বয়সে! এখন কি এই বই আর আন্দোলিত করে কোন তরুনকে? ধন্যবাদ বইটি নিয়ে সুন্দর পোস্ট দেবার জন্য ।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর একটি বই!
৭| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪
শিখা রহমান বলেছেন: প্রিয় বইদের একটা!! লেখাটা মন ছুঁয়ে গেছে।
শুভকামনা অফুরন্ত!!
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৮| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
ফয়সাল রকি বলেছেন: আপনিই একজন 'জন রিড'-এর দায়িত্বটা নিয়ে নিন।
ইংরেজি শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮
জুল ভার্ন বলেছেন: হাসালেন! নিজেকে একজন পাঠক ভাবতেই যেখানে ভয় লাগে সেখানে আমি হবোজন রিড!
শুভ কামনা।
৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০
শের শায়রী বলেছেন: বইটি আমার কালেকশানে ছিল দেখতে হবে এখনো আছে কিনা? অনেক বই হারিয়ে গেছে। বড় কষ্ট লাগে।
শুভ নববর্ষ ভাই্।।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০
জুল ভার্ন বলেছেন: তুমি হলে 'বুক ওয়ার্ম', তোমার হাতে এই বই অবশ্যই আছে।
তোমার জন্যও শুভ কামনা।
১০| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬
হাবিব বলেছেন: বইটি পড়িনি এখনো। আপনার পোস্ট দেখে পড়তে ইচ্ছা করছে
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১
জুল ভার্ন বলেছেন: পড়বেন, ভালো লাগবে।
ধন্যবাদ।
১১| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
ইসিয়াক বলেছেন: আমিও বইটা পড়িনি ভাইয়া । এবার সংগ্রহ করে পড়বো।
শুভকামনা ও নববর্ষের শুভেচ্ছা রইলো।
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৯:২০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
শুভ কামনা।
১২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল জেনে।কিভাবে সংগ্রহ করতে পারি ? জানা থাকলে দয়া করে জানাবেন ।
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৯:২২
জুল ভার্ন বলেছেন: আজিজ সুপারমার্কেট, নীলক্ষেত, নিউ মার্কেট সর্বত্রই পাবেন।
শুভ কামনা।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৯:১২
নুরহোসেন নুর বলেছেন: গুরুত্বপুর্ন সংযোজন!
ধন্যবাদ চমৎকার একটা তথ্য দেওয়ার জন্য।
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
১৪| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৮:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
সমাজতন্ত্র ৫০ বছর টেকার পর টিকলনা কেন। সেটা একটা বিষ্ময়।
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: হ্যা অবশ্যই বিস্ময়! সমাজতন্ত্রের ব্যার্থতার কারণ বহুবিধে, যা একটা মন্তব্যে প্রকাশ করা অসম্ভব। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক নীতিমালা ইত্যাদি কারনেই এমন বিপর্যয়।
১৫| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ভাইজান,
প্রথমত আপনাকে ব্লগে দেখে ভীষণ খুশি হয়েছে। মান-অভিমান থাকা সত্বেও ব্লগে বিচরণ সবচেয়ে আনন্দের বা উপভোগ্যও বটে।
দ্বিতীয়তঃ মোদিজীর কল্যাণে প্রায়ই প্রশাসন থেকে থেকে নেট পরিষেবা স্থগিত থাকছে। যে কারণে বাসায় থাকাকালীন ব্লগিং করতে পারছিনা।
তৃতীয়তঃ দুনিয়া কাঁপানো দশ দিন বহু বছর আগে পড়েছিলাম। আজ আপনার নাম গুলো দেখে মনে পড়ছে। তবে বিস্তারিত আর কিছু মনে নেই।
নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা শ্রদ্ধেয় ভাইজানকে।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই আমার।
১৬| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০
গিয়াস১ বলেছেন: ধন্যবাদ ভাই, বইটি দেশের বাইরে পাওয়া একটু কষ্টকর তবে ইংরেজী ভার্সনের পুরো ডিটেইলস টা থাকলে খুঁজে পড়া সম্ভব।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭
জুল ভার্ন বলেছেন: এখন পর্যন্ত যেকোনো অনুবাদের বই ইংরেজি ভার্সনই সুন্দর।
১৭| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা সেই আশায় আছি যে একজন একদিন মুসলিম বিশ্বের সংকট নিয়ে আলোকিত বই লিখবে।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৮
জুল ভার্ন বলেছেন: এলাহি ভরসা।
১৮| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
রূপম রিজওয়ান বলেছেন: সালাম জানবেন। আপনার বাকি পোস্টগুলো কোথায়??
পোস্টে ভালো লাগা। আপনার স্বপ্ন-আকাঙ্খা পূর্ণ হোক।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১
জুল ভার্ন বলেছেন: ওয়ালাইকুম আচ্ছালাম।
গোটা ত্রিশ ডিলিট করেছি, বাকিগুলো ড্রাফট।
আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
আমীন।
১৯| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইমাম হোসাইন রা: এর কুফা আগমনের আগে যে দূত পাঠিয়েছিলেন উনাকে গ্রেফতার এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে একটা ইরানী মুভি দেখেছিলাম।
এক সময় জেলে যান সেই দূত। সেখানেও সবাই একই আফসোস - কবে আসবেন আমাদের ত্রান কর্থা। কবে আসবেন মাহাদী?
তখন সেই দূত বেশ আবেগী, জ্বালাময়ী ভাষন দেন।
আজ তুমি ভাবছো -কেউ একজন এসে তোমাকে মুক্তি দেবে। যার কথা ভাবছো সেও যদি এমনি ভাবে?
কোন এক মুক্তিদাতা, ত্রানকর্তা এসে আমাদের মুক্তি দেবে! এভাবেই চলতে থাকবে। কোনদিন মুক্তি মিলবে না।
তুমি কেন ভাবছো না তুমিই সেই মুক্তিদাতা। তুমিই সেই মুক্তির পথে এক কদমে এগিয়ে রেখে যাও মুক্তির যাত্রাকে।
তোমার পরের জন সেখানে থেকে আবার যাত্রা শুরু করবে। ঘুম থেকে জেগে উঠো। মনকে দৃঢ় করো।
নিজের ভাগ্য নিজেই লিখো।
তারপর জেল বিদ্রোহ হয়।
আমাদের জন্য্ও কথাগুলো খুব জরুরী মনে হয়্
আমরা তেমনি অনিশ্চিত অপেক্ষায় - - -
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৫
জুল ভার্ন বলেছেন: ভাইজান, ছবির নাম মনে করতে পারলে জানাবার জন্য অনুরোধ করছি।
সকল অনিশ্চয়তা কেটে একদিন কাংখিত অপেক্ষার দিন আসবে....
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুনিয়া কাঁপানো দশ দিন..... আমার রাশিয়ান কৈশোর। আরো একটা আগলে রাখা বই।
প্রিয় বই নিয়ে সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।