নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

একটি বড়ো সাইজের.....

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

একটি বড়ো সাইজের অণুগল্প....

সংসারী মানুষের রাগ অভিমানের গল্পটা এত্ত ছোট যে, বড় করে লিখতে চাইলেও লেখা যায় না!

ধরুন, আপনি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট খুলে কাউকে কল করার মতো খুঁজে না পেয়ে মোবাইলটা বন্ধ করে দিলেন!

কিছুক্ষণ পর মোবাইলে এফবি খুললেন। ..... নাহ! কিচ্ছু ভালো লাগছে না- মোবাইলটা আবার বন্ধ করে দিলেন।

আপনি ধূমপায়ী হলে খোলা রাস্তায় একা দাঁড়িয়ে হয়তো একটা দুইটা সিগারেট ফুৃঁকলেন। ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে চাইলেন সকল অবসাদ। অথবা আপনার ধুমপানে অভ্যাসই নেই। ফুটপাতের চান্দু মিয়ার টি স্টলে দাঁড়িয়ে ২/১ কাপ রঙ চা চরম বিরক্তি নিয়ে গিলে ফেললেন। আপনি নিজেকে লুকোতে চাচ্ছেন। আপনি চাননা অনেক মানুষের মনোযোগ আপনার দিকে হোক- আবারও অজানা পথই আপনার সংগী....

কোথাও যাবার যায়গা নেই! তেমন কোনো বন্ধু নেই আপনার যার কাছে গিয়ে দুদণ্ড কাটিয়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন। কোথাও কেউ নেই!
কি করবেন ভেবে না পেয়ে, এরাস্তা ওরাস্তা কিছুক্ষণ এলোপাতাড়ি হেঁটে আবার একরাশ ক্লান্তি নিয়ে বাড়ির দিকেই রওনা দিলেন.....

কলিং বেলটা টেপার আগে বন্ধ দরজাটার সামনে অবসন্ন দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সকল জড়তা ভেঙ্গে কলিং বেলটা টিপেই দিলেন-টুংটাং...

সহস্রতম বারের মতো আবার বুঝতে পারলেন, এই সংসার থেকে আপনার মুক্তি নেই। ঘরে ফিরে তাই বিনা বাক্য ব্যয়ে খাবারটাও খেয়েই নিলেন। না খেয়ে আর কতক্ষন! আপনার দৌড় সংসার নামক সঙ সারে....

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

মিরোরডডল বলেছেন: আহারে !!!
সত্যি মায়া লাগছে :- )
“মানুষ আমি আমার কেন পাখীর মত মন”

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য
সবারই একটা ঠিকানা লাগে এবং সে ঠিকানাত্ই মানুষ পুনরায় ফিরে আসে যতই রাগ গোস্বা হোক না কেনো

ভালো লাগলো

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে সেজন্য ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: প্রয়োজন ছিলো তোমাকে সন্ধ্যাতারা চেনার জন্য, তুমি দিয়েছো ঘনকালো রাত। এখন....
না দেখি তোমাকে, না দেখি সন্ধ্যা, অন্ধ হয়ে গেছি।

০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

জুল ভার্ন বলেছেন: বাহ! কী চমৎকার কথা শোনালেন!!!

৪| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা
যদিও বাসার আসল ঠিকানা, দশ ফুট বাই দশ ফুট। --- কবীর সুমন


দশ ফুট বাই দশ ফুট এর ছোট্ট ঘরে আটক পড়ার নামই সংসার।দিনশেষে ফিরতে হবে এখানেই।
গল্প ভালো লাগলো। ভালো থাকবেন। ++

০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

জুল ভার্ন বলেছেন: খুব প্রসাংগীক সংযুক্তি দিয়েছেন! ধন্যবাদ স্বপ্নবাজ।

৫| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শৃংখলিত এই জীবনে মুক্তির আশা কই
ফিরে আসা বারে বারে
ঘানির সীমানায়
বৃত্তবদ্ধ জীবনের খোয়ারে ;)

++++

০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

জুল ভার্ন বলেছেন: কী সুন্দর কাব্যিক মন্তব্য! এই জন্যই কবিদের খুব বেশী পছন্দ করি, হিংসাও করি!

৬| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

জুন বলেছেন: সব কথার শেষ কথা আমাদের সবারই যাবার কোন জায়গা নেই জুলভার্ন।
আপনার লেখার মতনই মান অভিমান ভুলে গুটি গুটি পায়ে ফিরে আসি নিজ ঘরে ।
ক্লান্ত শরীর এলিয়ে দেই সকালের ফেলে যাওয়া এলোমেলো বিছানায় ।
সুন্দর লেখায় প্লাস
+

০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

জুল ভার্ন বলেছেন: কাকে দেখছি!!
তবু্ও এসেছেন!!!

পাব্লিকলী বলছি-
আপনার প্রতি অনেক রাগ এবং অভিমান(রাগ ও মন খারাপের ইমোজি কল্পনা করতে হবে)
ফোন রিসিভ না করার জন্য।

এখন আর রাগ নাই, তবে অভিমান থেকেই গেলো।

সুন্দর মন্তব্যের জন্য মাফ (হাসির ইমোজি হবে)।

৭| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

ফয়সাল রকি বলেছেন: আসলে এটাই আমাদের যাবার জায়গা!

০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: আমরা বেচারা!

৮| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটাই জীবন !

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

জুল ভার্ন বলেছেন: বড়ো কঠিন!

৯| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

শের শায়রী বলেছেন: নিজেকে খুব অসহায় মনে হয়।

০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩০

জুল ভার্ন বলেছেন: কষ্টকে সততার পুরস্কার মনে করো।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪

করুণাধারা বলেছেন: সংসার ছেড়ে কোথায় যাব! যত রাগ, আনন্দ, সুখ-দুঃখ সব তো এখানেই। তাই শেষ পর্যন্ত এখানেই ফিরতে হয়।

০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩১

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

১১| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৩

এমজেডএফ বলেছেন:
গল্পের সাইজ অণুগল্প থেকে একটু বড় হলেও ভাবার্থ মহাকাব্য থেকেও অনেক বড়! সংসারে মায়া জমানো কঠিন, একবার মায়া জমলে সেই মায়া কাটানো আরো কঠিন!

"আমি কারেও বুঝি নে শুধু বুঝেছি তোমারে।
তোমাতে পেয়েছি আলো সংশয়-আঁধারে।
ফিরিয়াছি এ ভুবন, পাই নি তো কারো মন,
গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে।
এ সংসারে কে ফিরাবে, কে লইবে ডাকি,
আজিও বুঝিতে নারি ভয়ে ভয়ে থাকি।
কেবল তোমারে জানি, বুঝেছি তোমার বাণী,
তোমাতে পেয়েছি কূল অকূল পাথারে।
"

সুত্র: মায়ার খেলা; রবি ঠাকুর

০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৪

জুল ভার্ন বলেছেন: বাহ কী সুন্দর করে বলেছেন!
এই অধমের ছাইপাঁশ লেখার সাথে রবি ঠাকুরের কবিতার সংযুক্তিতে নিজেকে সম্মানিত মনে করছি।

কৃতজ্ঞতা জানাই।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত অল্প কথায় এত ব্যাপকতা ও গভীরতাসম্পন্ন একটা গল্প পড়ে আমি বিস্মিত হয়েছি শুধু গল্পের নির্যাসের জন্যই না, গল্প লেখায় আপনার পরিমিতি বোধ, মুন্সীয়ানা ও প্রকাশভঙ্গির অনন্যতা দেখে। নিপুণ শিল্পী একজন। জীবন সম্পর্কে গভীর বোধ না থাকলে এমন গল্প লেখা যায় না।

সংসার আসলে একটা 'ফাঁদ'। মানুষ কীভাবে বাঁধা পড়ে যায় নিজেই জানে না, তার পর বেরোতে চাইলেও আর পারে না।

০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯

জুল ভার্ন বলেছেন: আমার সোনা ভাই, আমার ধুলো বালি ছাই ভাই তার মন্তব্যেও তাঁর কাব্য প্রতিভা, সাহিত্য প্রতিভা এবং মানবিক মূল্যবোধের চমৎকার এক দৃষ্টান্ত রেখে আমাকে সম্মানিত করেছেন!
কৃতজ্ঞতা সীমাহীন।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

সোহানী বলেছেন: আমি বোঝার চেস্টা করছি আমার ব্লগারকূলদের এতো সংসারে বৈারাগ্য কেন??

আরে বাবা সংসার মানেইতো সব কিছু.... নিজেরইতো এক অবিচ্ছেদ্য অঙ্গ। এর থেকে পালানোর মানেটা কি???

০৩ রা জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: একঘেয়েমী কাটিয়ে কিছুটা বৈচিত্র্য আনতে মাঝেমধ্যে পালানো যায়! হাঃ হাঃ

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: হাহা হাহা... হ্যাঁ ভাইজান তা যা বলেছেন। এ যেমন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত...
শুভেচ্ছা নিয়েন।

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

জুল ভার্ন বলেছেন: অদৃশ্য বন্ধনে বাঁধা অদৃষ্ট!

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭

নীল আকাশ বলেছেন: সংসার তো নিজের? নিজের জিনিস ফেলে কোথায় যাবো?
মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত আর আমাদের দৌড় - সেটা তো আপনি লিখেই দিলেন।
লেখা ভালো লেগেছে। ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

জুল ভার্ন বলেছেন: আমরা অসীমের মাঝে সীমাবদ্ধ।


ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.