নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ড্রাগনের দেশ ভুটান.....

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

বজ্র ড্রাগনের দেশ ভুটান......
একদিকে বিশাল চায়না আরেকদিকে জায়ান্ট ভারত। মাঝখানে এক শান্তির নিবাস ভুটান। দ্রুত কিছু মানুষের মিলিওনিয়ার হওয়ার রেকর্ড যেমন ভুটানে নেই, ঠিক তেমনি ভুটানে একজন হোমলেস মানুষও নেই। স্বাস্থ্য চেকআপে ভুটানে কেউ যেমন-সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ -আমেরিকা ছুটোছুটি করেনা- তেমনি ভুটানে হেলথকেয়ার সম্পূর্ন রুপে ফ্রি। ভুটানের হেল্থ মিনিস্ট্রির মূল লক্ষ হলো "এ নেশন উইথ দ‌্য বেস্ট হেলথ"।

২০১০ সাল থেকে ভুটানে যেকোনো রকম তামাক, ড্রাগ জাতীয় দ্রব্যের উৎপাদন,বন্টন,বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। ভুটান হলো পৃথিবীর সর্বপ্রথম ধূমপানমুক্ত দেশ। ভুটানের টার্গেট হলো- "দেশের মূল সম্পদ যুব সম্প্রদায়কে বাঁচাতে হবে। ডাক্তার, হাসপাতাল, ক্লিনিকে ছুটোছুটি করার আগে রোগ প্রতিরোধের কার্যকরী উপায় বের করতে হবে। রোগের সাম্রাজ্যে বাস করে শুধু ল্যাব, ক্লিনিক, হাসপাতালে দৌড়াদৌড়ি করলে কিছুই হবেনা। শারীরিকভাবে অসুস্থ জাতি সামনে এগোতে পারেনা"।

ভুটানের সবচেয়ে মনোহর দিকটি হলো তাদের ইকোলজি সিস্টেম। আমরা যখন গাছ কাটো, খাল, নদী ভরাট করে শুধু নিজের মুনাফাটাই বাড়ানীর চিন্তায় বিভোর, ভুটান তখন সম্পূর্ণ রুপে উল্টো। তাদের লক্ষ্য হলো- ব্যক্তিকেন্দ্রিক মুনাফা নয়, সামগ্রিক মুনাফা। ইকোলজি সিস্টেম নষ্ট হয়ে গেলে উঁচু ভবন নির্মাণ, পারমানিবক প্রকল্প ইত্যাদিতে দেশ রক্ষা পাবেনা। ভুটানের আইন অনুয়ায়ী দেশের ৬০% বনভূমি থাকতে হবে। কিন্তু এই বনভূমি ওদের রয়েছে ৭১%। যেখানে আমাদের মাত্র ১৪%। ভুটান দুনিয়াতে এক অবাক কাণ্ড ঘটিয়েছে, তা হলো- ভুটানই পৃথিবীর একমাত্র 'কার্বন নেগেটিভ' দেশ। যার অর্থ হলো- এখানে যত কার্বন প্রডিউস হয় তার চেয়ে বেশি কার্বন প্রকৃতি এ্যবজর্ভ করে। আহা! পুরো ভুটানই আক্ষরিক অর্থে এক বিশুদ্ধ বাতাসের কলোনি।

শুধু যে বিশুদ্ধ বাতাসের কলোনি তাই না ভুটানের কেউই নিজের খাবারে নিজে বিষ মিশানোর চিন্তাও করতে পারেনা। ঐ যে আগেই বলেছিলাম-সবার আগে স্বাস্থ্য। পুরো ভুটান শতভাগ অর্গানিক। যে কোনো ধরনের কেমিক্যাল প্রডাক্টের আমদানী এবং ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। সবকিছুই একেবারে ন্যাচারালি কাল্টিভেটেড।

ভুটানের আরেকটি অবাক করা সুন্দর দিক হলো-পৃথিবীতে একমাত্র ওদেরই রয়েছে-"দ্য মিনিস্ট্রি অব হ্যাপিন্যাস"। ২০০৮ সালে গ্রোস ন্যাশনাল হ্যাপিন্যাস কমিটি গঠিত হয়-যারা মানুষের ইনার পিসের খেয়াল রাখে। লক্ষ রাখে কেউ যেন মানসিক অবসাদ, ডিপ্রেশন-হতাশায় আক্রান্ত না হয়। এগুলো যত বাড়বে অশান্তি,নৈরাজ্য তত বাড়বে।

"জিডিপি"বা গ্রোস ডমেস্টিক প্রোডাক্টের চেয়ে ওদের গুরুতৃ "জিএনএইচ"বা গ্রোস ন্যাশনাল হ্যাপিন্যাসের প্রতি। ২০১৫ সালে ওরা দেশব্যাপী একটা সেন্সাস করে -যেখানে একটা প্রশ্ন ছিলো- ভুটানে বাস করে আপনি কতটুকু সুখী। ৯১% মানুষ নিজেকে সুখী বলে, ৪৩% নিজেদের ডীপলি সুখি বলে। তাই জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে ভুটান ভুটানের মানুষ পৃথিবীর অষ্টম সুখী দেশ।

বাংলাদেশের সরকারের মতো ভুটান নিজেদের জাপান, কানাডা, মালেশিয়া, সিংগাপুর বানাতে চায়না। ভুটান নিজেদের ভুটানই বানাতে চায়। ভুটান আগামী এতো বছরের মধ্যে পৃথিবীর সব দেশকে লোন দিবে বলে চীৎকার করেনা। নিজেরাই যেন ঋণমুক্ত থাকতে পারে সেই টার্গেটই তৈরি করে। ভুটানের কাজ বেশী, অনেক বেশী। উল্টোটা না বলাই ভালো বরং বলাই বাহুল্য।

ভুটানের সকল উন্নয়নের সূত্র "আমরা ভুটানের জনগণ", " আমি" কিম্বা কোনো একক "পরিবার" নয়।

সব চাইতে আশ্চর্যজনক হচ্চে- ভুটানে এতো এতো অগ্রগতি বাস্তবায়নের পরেও ভুটানের কাছে বিদেশীরা "উন্নয়নের রহস্য জানতে চায়না" এবং ভুটান সরকার "উন্নয়ন রপ্তানি"র ঘোষণা দেয়না!

মন্তব্য ৫৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! যেন কোন অলীক গল্প শোনালেন!

তির্যক অংশগুলো বাদ দিলেও যেনন এক স্বপ্নপুরির কথা!
সামগ্রীকতার চিন্তা তো আমাদের সবাই বোধকরি ভুলে গেছে! খাবারে বিষ দিয়ে নিজের ঐশ্বর্য বাড়ায় যে শয়তান
তাকেও পদক দেয় স্বার্থবাদী সিস্টেম!

ভুটান থেকে হ্যাপিনেস আমদানী করা হোক ;)

++++

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

জুল ভার্ন বলেছেন: প্রিয় স্বজন, আমার লেখার সাথে যাদের পরিচয় আছে তাদের মধ্যে আপনার পরিচয় সামু ব্লগের শুরু থেকেই। শ্লেষটুকু এড়াতে চাই কিন্তু কিভাবে যে এসে যায়!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

ইসিয়াক বলেছেন: জেনে ভালো লাগলো । চমৎকার পোষ্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি বলি পৃথিবীর সব থেকে ভালো মানুষগুলো ভুটানেই বসবাস করে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

জুল ভার্ন বলেছেন: " পৃথিবীর সব থেকে ভালো মানুষগুলো ভুটানেই বসবাস করে" তেমন কথা আমি বলিনি তবে অনেক ভালো মানুষের বাস ভুটানে এবং তারা অবশ্যই ভুটানী।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮

মিরোরডডল বলেছেন: এখন বুঝতে পারছি সেইদিনের সংসার বৈরাগ্য পোস্টের রহস্যটা কি । আপনার মন তাহলে ভুটান যেতেই চেয়েছিল !!!
Just kidding : -)
ভুটান সম্পর্কে অনেক কিছুই জানলাম । খুবই ভালো লাগলো ।
আমারই যেতে ইচ্ছে করছে ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ
আমি সংসার বৈরাগ্য নই তবে আমার ভিতরে একজন বাউল মন আছে....

ধন্যবাদ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭

বাকপ্রবাস বলেছেন: কর্পোরেট বাণিজ্য আর চীন ভারত আমেরিকার নোংরা রাজনীতি এড়িয়ে ভাল থাকাটাই মুসকিল, ওদের খপ্পরে না পরে থাকতে পারাটাই আসল ভাল থাকা, ভূটান যতদিন ওদের খপ্পরে পরবেনা ততদিন ভাল থাকবে। ভাল পোষ্ট ছিল।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

জুল ভার্ন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১

হাসান রাজু বলেছেন: ভুটানকে ভারত ও চীন একটু ডিস্টার্ব করে নয়তো ওরা আরও এগিয়ে যেত। ওরা হয়ত ভারত থেকে বাংলাদেশকে বেশি পছন্দ করে। ওরা খুবই ভদ্র একটা জাতি। অন্তত আমার মনে হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

জুল ভার্ন বলেছেন: আপনার ধারণা সঠিক।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়ে মুগ্ধ হলাম।
ভুটান জাস্ট গ্রেট।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

জুল ভার্ন বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে আমি গৌরববোধ করছি!

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন:


জলদাপাড়া অভয়ারন্য বেড়াতে গিয়ে বাইসানদের জন্য বনকর্মীদের দেওয়া ভেলি গুড় ও লবণ খাওয়ার একটি মুহূর্ত।

জলদাপাড়া থেকে জয়গাঁও হয়ে ফুন্টসেলিং গেছিলাম। পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া জয়গাঁও শহরের সঙ্গে ভুটানের ফুন্টসেলিং এর আসমান জমিন ফারাক দেখে অবাক হয়েছিলাম। ভারত- ভুটানের মাঝে আর আছে একটা বিরাট বড় গেট। গেট পার হয়ে মূল শহরে প্রবেশ। কি সুন্দর পরিচ্ছন্ন শহর। শহরের কোলঘেঁষে বয়ে গেছে সুন্দর পাহাড়ি নদী চুখা। আমি ইউরোপে কখনো যাইনি। যে কারণে সুন্দর শহর দেখার সুযোগ হয়নি। কিন্তু ফুন্টসেলিং এর পরিছন্নতা, সুন্দর নাগরিক জীবন আমাকে মুগ্ধ করেছিল। আপনার পোস্টে আজ এমনি একটি দেশ সম্পর্কে আরও বিশদ জেনে প্রীত হলাম। এবার আর জলদাপাড়া নয়, গোটা ভুটান ভ্রমনের খিদে আরো বেড়ে গেল।

শুভেচ্ছা নিয়েন শ্রদ্ধেয় ভাইজান।


০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪

জুল ভার্ন বলেছেন: চমৎকার একটা বিষয় সচিত্র শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জানাই।

ভ্রমণ আমার নেশা। এই নেশা পূরণ করতে এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকার অনেক দেশ দেখার সুযোগ পেয়েছি - যা নিয়ে এই ব্লগে কমপক্ষে ১০ টি ভ্রমণের সিরিজ পোস্ট দিয়েছি...

ভুটান আমাকে বেশী আকর্ষণ করে ভুটানের মানুষ এবং ওদের সংস্কৃতি। আমি সব থেকে বেশীবার ভ্রমণ করেছি ইন্ডি, তা ত্রিশ বারতো হবেই। আমার ধারণা, গোটা ইন্ডিয়া ঘুরে গোটা পৃথিবী দেখার স্বাদ পাওয়া যায়।

শুভ কামনা আমার ভাইর জন্য।

শুভ কামনা।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪

করুণাধারা বলেছেন: ভুটান নিয়ে লেখা আপনার পোস্ট ভাল লেগেছে, একই সাথে ভয়ও লেগেছে...

কেন মিছামিছি তুলনা করতে যান!! আপনার নাম দেখলেই আমার মনে পড়ে আপনাকে নিয়ে বিদ্রোহী ভৃগুর লেখা পোস্টের কথা। শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

জুল ভার্ন বলেছেন: ভাই, রক্তে যার বিদ্রোহ তার বিদ্রোহী মনোভাব মৃত্যু না হওয়া পর্যন্ত থামবে না।
আমার জন্য দোয়া করবেন।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: এখনও ভুটান বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলির একটি।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

জুল ভার্ন বলেছেন: উন্নত দেশের মানদণ্ড যদি হয় আর্থিক উন্ন তাহলে ভুটান সত্যিই অনুন্নত দেশ।
তবে পাহাড় বেষ্টিত একটি দেশ যাদের নদী / সমুদ্র বন্দর নেই, রেলপথ নেই, কৃষির জন্য যথেষ্ট ফসলী জমি নেই, পাথর আর ফল ছাড়া উল্লেখযোগ্য কোন প্রাকৃতিক সম্পদ নেই তারপরও ভুটান যে ভাবে এগিয়েছে তাতে সাধুবাদ দিতেই হবে।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গোবরে পদ্ম ফুল। কারণ, সাউথ এশিয়ার দেশ হয়েও এত উন্নত মানসিকতা ভাবাই যায় না...

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৮

এমজেডএফ বলেছেন: ভুটানের সকল উন্নয়নের সূত্র "আমরা ভুটানের জনগণ", " আমি" কিম্বা কোনো একক "পরিবার" নয়।
আর আমাদের মন-মানসিকতা! "আমরা বাংলাদেশের জনগণ"–এ কথাটি আমরা অনেকে এখনও আন্তরিকভাবে বলতে পারি না।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে অনুপ্রানিত হয়ে একটি ভুটান নিয়ে একটি পোষ্ট লিখেছি।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

জুল ভার্ন বলেছেন: আপনি হলে সত্যিকারের লেখক, আপনার লেখা সব সময়ই মানোত্তীর্ণ। পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

(আপনার এবং অন্যসব বন্ধুদের লেখার সকল লিংক ফেসবুক গ্রুপে শেয়ার দিলে বেশী সংখ্যক পাঠক পড়ার সুযোগ পাবেন। বিশয়টা ভেবে দেখার অনুরোধ করছি।)

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

জোবাইর বলেছেন: খুবই সুন্দর এবং দৃষ্টান্তমূলক একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং পররাষ্ট্রমন্ত্রী মি. দর্জি বাংলাদেশের অখ্যাত ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস পাস করেছেন (BBC)। লেখাপড়া শেষ করে ওরা নিজ দেশে ফিরে গিয়ে ভুটানকে বিশ্বের সেরা স্বাস্থ্যকর ও সুখী দেশ হিসাবে গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছেন। অথচ আমাদের দেশে প্রতি বছর ঢাকা চট্টগ্রামসহ খ্যাত-অখ্যাত মেডিকেল কলেজ থেকে হাজার হাজার ছেলেমেয়ে ডাক্তার হয়ে বের হচ্ছে। ওরা পেশা জীবনে এসে দেশপ্রেম দূরে থাক একেকজন কসাইয়ে পরিণত হয় X( (ব্যতিক্রম দুই-একজন!)।

টাঙ্গাইলের মধুপুরের কালিয়াকুড়িতে এড্রিক বেকার প্রতিষ্ঠিত গরিবের জন্য হাসপাতালে কাজ করার জন্য একজনও দেশি ডাক্তার খুঁজে পাওয়া যায়নি! মানবতার দৃষ্টান্ত দেখিয়ে দায়িত্ব নিতে উড়ে আসলেন মার্কিন চিকিৎসক দম্পতি। (BD-Protidin)

একজন বাংলাদেশি হিসাবে আমি দুঃখিত, লজ্জিত!
আপনাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালো থাকুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের বাস্তবতা একদিকে যেমন দৃষ্টান্ত অন্যদিকে আমাদের রাস্ট্রীয় অব্যবস্থাপণার প্রতিচ্ছবি দেখিয়ে দিচ্ছে...

ধন্যবাদ।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মা.হাসান বলেছেন: ভুটানিরা বড় অভাগা পিতৃহীন জাতি। জাতির পিতা না থাকিলে উন্নয়ন কোন কাজে আসে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

প্রািন্ত বলেছেন: খুব ভাল লিখেছেন। ১৯৯৮ সালে আমি ভুটানের লাগোয়া জলদাপাড়া ফরেস্টে গিয়েছিলাম। বলতে গেছে সেখানে আমি কিছুই চিনিনা। সেই মূহুর্তে দেখা হলো একজন ভুটানি নাগরিকের সাথে। এতদিনে তাঁর নামটাও মনে নেই আমার। তাঁর কাছে জলদাপাড়া ফরেস্ট সম্পর্কে জানতে চাইলে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করেছিলেন। তিনি প্রায় দুই ঘন্টা আমাকে সাথে নিয়ে জলদাপাড়া ফরেস্টের বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছিলেন। জলদাপাড়া ফরেস্টের মূল বৈশিষ্ট হলো সেখানকার একশৃঙ্গি গন্ডার। জঙ্গলে ঘুরতে ঘুরতে যদি সামনে গন্ডার চলে আসে তাহলে কী করতে হবে? আমার এমন প্রশ্নের জবাবে তিনি খুব ভাল অভিনয় করে দেখালেন কীভাবে দূরে দাড়িয়ে খুব জোরে চিৎকার করতে হয়। আমার মনে এখনও সেই অচেনা মানুষটির মুখচ্ছবি জ্বল জ্বল করছে। আজ আপনার অসামন্য পোস্টটি পড়ে আমার চিত্তে সেই পুরনো ছবিই জাগ্রত হয়ে উঠলো। ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্য খুব ভালো লেগেছে।
শুভ কামনা।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

সাইন বোর্ড বলেছেন: ভূটান সম্পর্কে এত পজেটিভ নিউজ জেনে ভাল লাগল ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮

জুল ভার্ন বলেছেন: নেগেটিভ কিছু দেখলে তাই লিখতাম।
পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ভূটান খুব সুন্দর দেশ। আমাদের দেশ সুন্দর হতে পারতো, সরকার প্রশাসনের দোষ দিয়ে লাভ নেই, দেশের জনগণ ভালো না।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: তা ঠিক, তবে জনগণের মধ্য থেকেই কতিপয় মানুষ যখন সরকার গঠন করে তঝন তারা মানুষ থেকে 'সুপারম্যান' হয়ে যায়।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




বিদ্রোহী ভৃগু আর ঠাকুরমাহমুদ এর মন্তব্যের পরে বিশেষ কিছু থাকেনা বলার।
মা.হাসান এর মন্তব্য চমৎকার একটি স্যাটায়ার।

ভুটানীরা আছে হ্যাপিনেস নিয়ে আর আমরা আছি ফুটানী নিয়ে।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: শ্রদ্ধেয় জী এস ভাই, আমি সব সময় পোস্ট পড়ে নিজের মতো মন্তব্য করি। অন্য কারো মন্তব্য আগে পড়িনা, যাতে অন্য কারোর মন্তব্য পড়ে প্রভাবিত হয়ে নিজের মত বদলে ফেলি।

সত্য্যি আর কিছুতে নাহোক আমরা ফুটানি রোল মডেল! যদিও ফুটানিওকরি গৌরী সেনের টাকায়!!

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি হলে সত্যিকারের লেখক, আপনার লেখা সব সময়ই মানোত্তীর্ণ। পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

(আপনার এবং অন্যসব বন্ধুদের লেখার সকল লিংক ফেসবুক গ্রুপে শেয়ার দিলে বেশী সংখ্যক পাঠক পড়ার সুযোগ পাবেন। বিশয়টা ভেবে দেখার অনুরোধ করছি।)

আমি মোটেও লেখক নই। লেখক হবার মতো যোহ্যতা আমার নেই। ভুটান নিয়ে পোষ্ট টা কিছুক্ষন পর ব্লগে দিব।
ফেসবুক আর ব্লগ আলাদা। ফেসবুকে ভন্ড লোক বেশি। তাই লেখা ফেসবুকে দিবো না। ফেসবুকের লোকজন যার বাপের নাম নিতে পারে না, দাদার নাম চিৎকার করে বলে। এরা বড় বেয়াদপ শ্রেনী। আমি এদের কাছ থেকে দূরে থাকতে চাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: ফেসবুকের পাঠক বিষয় আপনার সাথে একমত। ফেসবুকে চটুল লেখা বেশী চলে। তবে অনেক ভালো পাঠক এবং লেখকও ফেসবুকে আছে।

২১| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি না বুঝে "ভুটানের সুখের গল্প বলতে গিয়ে বাংলাদেশকে তুলনা করে, আমাদেরকে ছোট করেছেন"; ওদের জমি হচ্ছে, ৩৮০০০ বর্গ কিলোমিটার, আর লোক সংখ্যা হচ্ছে ৭ লাখ ৬৭ হাজার; প্র‌তি বর্গমাইলে বাস করে "২০" জন। আমাদের দেশে প্রতি বর্গমাইলে বাস করেন ১২৫০ জন।

অংক টংক বুঝেন, নাকি খালি লেখেন? আপনারা নিজের মাথাটাকে কাজে লাগালেন না কোনদিন। লিলিপুটিয়ান পোষ্ট

২২| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:

২১ নং মন্তব্যে টাইপো:

আমাদের দেশে প্রতি *বর্গ কিলোমিটারে বাস করেন ১২৫০ জন।

২৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাল লেগেছে।

০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:১৮

অনল চৌধুরী বলেছেন: জিয়ার আমলে প্রচার করা হতো যে পৃথিবীর সবচেয়ে গরীব দেশ ভূটান !!!
বাংলাদেশের লোকজন যেমন,সবকিছু তেমন।
আপনি নাকি গায়েব হয়ে গিয়েছিলেন বলে পত্রিকায় দেখলাম !!!!!

২৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


২১ নং মন্তব্যে টাইপো:
আর লোক সংখ্যা হচ্ছে ৭ লাখ ৬৭ হাজার; প্র‌তি *বর্গ কিলোমিটারে বাস করে "২০" জন।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২০

অধীতি বলেছেন: চলেন যাই

২৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

জুন বলেছেন: আপনার শিরোনামে একটু ভুল আছে জুলভার্ন। শুধু ড্রাগন নয় এটা হবে বজ্র ড্রাগনের দেশ। হিমালয় থেকে ধেয়ে আসা বজ্র-বিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় দেশটির আগাপাশতলা চমকে দিয়ে যায় যখন তখন, তার থেকেই এই নাম ড্রুক।
তারা এত বছর বাংলাদেশ ভারত সহ আরো কয়েকটি দেশের পর্যটকদের থেকে পর্যটন ট্যাক্স নিতো না। এখন অন্যান্য দেশের মত প্রতিদিন ৩৫০০ টাকা (আনুমানিক) ট্যাক্স দিতে হবে সবাইকে। কারণ এত পর্যটক তাদের অর্থনীতির উপর চাপ দিচ্ছে। বন জংগল কেটে চাষাবাদ করায় পরিবেশ ধ্বংস হবে এ জন্য এই সিদ্ধান্ত। পর্যটনকে নিরুৎসাহিত করাও তাদের লক্ষ্য।
এক সময় শুনতাম গরীব দেশের নাম উল্লেখ করতে গিয়ে লোকজন বলতো ৩টি দেশের নাম বাংলাদেশ, সিকিম,আর ভুটান। আমরা ভুটান হতে না পারলেও সিকিম অবশ্যই হয়েছি বা না হলেও হওয়ার পথে।
ভালো লাগা রইলো লেখায়।
+

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

জুল ভার্ন বলেছেন: স্বীকার করছি বজ্র ড্রাগন সম্পর্কে আমার জানা ছিলোনা। তবে ড্রাগনের দেশ হিসেবেই ভুটান পরিচিত। এবং ড্রাগন ওদের জাতীয় জীবনের বিভিন্ন বিষয় জড়িয়ে আছে।

আমাদেরকে একসময় "তলা বিহীন ঝুড়ি" বলা হতো, আমরা সেই অবস্থা বদলাতে পেরেছি, ভুটানও ওদের অবস্থান বদলাতে পেরেছে।

'ভালো লাগা রইলো লেখায়' এর আগের লাইনটা নিয়ে দ্বিমত করার সুযোগ নাই।

শুভ কামনা।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৯

জুল ভার্ন বলেছেন: @জুন, আপনার অনারে পোস্ট এডিট করে শিরোনাম এর আগে 'বজ্র' যোগ করে দিচ্ছি।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৭

শের শায়রী বলেছেন: খুব যাবার ইচ্ছে কিন্তু এখনো যাবার সৌভাগ্য হয়ে ওঠে নি সুখী মানুষদের দেশে।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩২

জুল ভার্ন বলেছেন: ভুটান ভালো লাগবে সেইসব ভ্রমণকারীদের যারা বিমূর্ত সৌন্দর্য উপভোগ করতে চায়।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৮

রেজওয়ান তানিম বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগল। আশা করি ভাল আছেন।

শুভকামনা.।.।.

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তানিম।

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মোতাব্বির কাগু বলেছেন: Bhutan carbon negetive

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.