নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

I T....

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮

IT....

Stephen King এর গল্প অবলম্বনে হলিউড মুভি IT এর দ্বিতীয় পর্ব দেখলাম।


ভয় খুব পরিচিত শব্দ। আমার আপনার মনের ঘরেই বসত করে ভয়। কারোও বেশী কারো কম। কত রকম ভয় হয় - একা হয়ে যাওয়ার ভয়, একা থাকার ভয়, চাকরি হারাবার ভয়, বসের গালি খাওয়ার ভয়, সন্তানের খারাপ রেজাল্টের ভয়, স্বামী/ স্ত্রীর কাছে ছোট হওয়ার ভয়, অশান্তির ভয়, অসুখের ভয়, অত্যাচারী কে ভয়, খুনি/গুণ্ডা দের ভয়, অন্ধকারকে ভয়, ভূতের ভয়, সর্বোপরি মৃত্যুভয়।

সম্পূর্ণ নির্ভয় মানুষ কি হয়? সামনাসামনি দেখিনি। কিন্তু মুভিটা দেখতে দেখতে খবরের কাগজে 'লাশ' হয়ে যাওয়া কয়েকটা নাম চোখে পড়ে- বিশ্বজিৎ, নুরু,জনী, আবরার- এঁরা নিশ্চই সেই বিরল মৃত্যুভয় জয় করা মানুষ।

কিন্তু পরিস্থিতি কখনো মানুষ কে ভয় জয় করতে শেখায়। বোধয় তা অত্যন্ত ভালোবাসা থেকে আসে। ভালোবাসা যেকোনো কিছুর প্রতি- নিজের প্রতি, স্ত্রী সন্তান, মা বা কিম্বা দেশের প্রতি। তখন আপনি আমি একাকী কিম্বা জোট বেঁধে রুখে দাঁড়াই ভয়ের সামনে, চেঁচিয়ে বলি "আমি ভয় পাইনা তোমাকে, চালাও গুলি"।

'যখনই আমি, আপনি, আমরা রুখে দাঁড়াবো তখন ভয় নিজেই আমাকে-আপনাকে ভয় পেতে শুরু করবে। ভয় ভয়পায় সত্যকে, ভয় পায় সঙ্ঘবদ্ধ প্রতিবাদকে। একমাত্র উপায়- এখন মুখোমুখি যুদ্ধ, একপক্ষের হার একপক্ষের জিত। ভয় নিজেই ভয়ে দিশেহারা হয়ে একের পর ভুল করে ফেলে। তারপর নির্ভীক কে খুন করে বা তার হাতে খুন হয়ে হেরে যায়। মোদ্দা কথা ভয় কে ভয় না পেয়ে রুখে দাঁড়ালে ভয় হার মানবেই মানবে'- এগুলো আমার কথা নয়, আলোচ্য মুভির বক্তব্য।

হরর ফিল্মের মূল আকর্ষণ হলো তার ব্যাকগ্রাউন্ড স্কোর বা সাউন্ড ইফেক্ট। শুনলেই বুকের ভিতর ছমছমে ভাব, গা শিরশিরানি শুরু হয়। সাথে যদি ঝকঝকে সিনেমাটোগ্রাফি হয় তাহলে তো কথাই নেই। সিনেমাটির টেকনিকাল জিনিসপত্র নিয়ে আলোচনা করার জ্ঞান আমার নাঅ, আমার কাছে মূল আকর্ষণ গল্প ও তার ভিতরে লুকিয়ে থাকা গল্পটি। শিশুদের মন অনেক নমনীয় হয় বলেই বোধয় তারা খুব সহজে কঠিন কিছু কাজ করে ফেলতে পারে, যা এই সিনেমা দেখে নিশ্চিত হয়েছি।

একটা কথা না বললেই না, ছোট বেলায় আমি আপনি যে পরিবেশে শিক্ষা পেয়ে বড় হই তার থেকে নির্ধারিত হয় আমরা কতটা ভিতু হবো? কম বেশী না খুব বেশী? যত বেশী কণ্ঠ রোধ করা হবে ভয় তত বাড়বে, একসময় চাপ বাড়তে বাড়তে তা ফেটে যাবে। বেরিয়ে আসবে হয় আপাদমস্তক নির্ভীক এক যোদ্ধা। না হয় চাপ নিতে নিতে ন্যুব্জ হয়ে চরম ভীতু এক সরীসৃপ।

শুরু থেকে ভুতুড়ে সিনেমা মনে হলেও আসলে এ একটি ভয়কে জয় করে কিছু শপথ নেওয়ার গল্প। জানতে চাইলে অবশ্যই দেখুন - Jessica Chastain. James McAvoy. Bill Hader. Isaiah Mustafa. Jay Ryan. James Ransone. Andy Bean অভিনীত হরর-থ্রীলার মুভি IT.

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮

ST COVER SONG বলেছেন: thanks

০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের আছে গুম হবার ভয়, অতি সাধারণ মত প্রকাশেও সাতান্ন বত্রিশ ধারার ভয়!!!!

মুভি আর দেখবো কি ভায়া - পুরো বাংলাদেশটাই যেন এক হরর মুভি স্পট হয়ে আছে :((

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০১

জুল ভার্ন বলেছেন: সর্বনিম্ন ৭ বছর, সর্বোচ্চ ১৪ বছর, ১ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর জেল দন্ড।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম টা ভালোই লেগেছিল। আমার মনে হয় এগুলো পৃথিবীতে আছে।

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

জুল ভার্ন বলেছেন: অবশ্যই আছে, দেশে দেশে আছে। চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: লিংক দেন।
ইউটিউবে কি আছে??

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

জুল ভার্ন বলেছেন: আমি হোম থিয়েটারে দেখেছি। তবে I T move লিখে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি লিংক কপি করতে চেষ্টা করেও অজ্ঞাত কারণে পেস্ট করতে পারলাম না।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
We all float down here.

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪

জুল ভার্ন বলেছেন:
Drama cinema is an image of our society

৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪২

শের শায়রী বলেছেন: ভাই আমি হরর মুভির পোকা কিন্তু কেন যেন এই "ইট" ছবিটা ভয় দিতে পারে নাই, আমার ভালো লাগে দ্যা একসরসিষ্ট, দ্য কনজুরিং টাইপের মুভি B-))

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৯

জুল ভার্ন বলেছেন: এই ছবিটা যতনা হরর তার থেকে অনেক বেশী সামাজিক মানবিক মূল্যবোধের মেসেজ প্রধান। সত্যি বলতে হরর ছবি আমার ভালো লাগেনা। তারপরও দেখি যখন অন্য কিছু হাতের কাছে পাইনা।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

নুরহোসেন নুর বলেছেন: গুম চিন্তাটা মাথায় এলে আমার গুম হওয়ার ভয় গলা চেপে ধরে,
চমৎকার কিছু কঠিন উদাহরন সহজ করে লিখেছেন ভাল লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.