নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"ওরে মানুষ তুই বুঝলি নাকো কোথায় আছে মন- আজ এখানে, কাল ওখানে- ঘুরলি ত্রিভুবন....."

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৭

"ওরে মানুষ তুই বুঝলি নাকো কোথায় আছে মন- আজ এখানে, কাল ওখানে- ঘুরলি ত্রিভুবন.....

আমার মনে বিষাদ ভরা অদ্ভুত একটা সুখ আছে।
আমি আমার জীবনের গল্প, মানুষের জীবনের গল্প লিখতে পারি না কখনোই। জীবনের গতিপথ এতো জটিল, ভাঙাচোরা, এতো পরিবর্তনশীল, যে আমাকে নির্বাক করে দেয়।

বাউল যুগল।
এরা দুজনেই অন্ধ তবে বাউলনী যৎসামান্য দেখতে পায়। পান্থপথে সেই অন্ধ বাউল যুগল(যাদেরকে নিয়ে ১০/১২ বছর আগে ব্লগে এবং ফেসবুকেও লিখেছি)দেরকে পেলাম যথারীতি তাঁর স্ত্রীর কাঁধে ভর করে হেটে যাচ্ছে। এই বাউল দম্পতি আমার অনেক দিনের চেনা। কারোর আমন্ত্রণে বাড়িতে কিম্বা রাস্তার পাশে, দোকানের সামনে ছোট জটলায় গান শুনিয়ে দর্শক শ্রোতাদের কাছ থেকে যা পায় তাতেই ওদের জীবন চলে যায়। কদিন আগে টিএসসি এলাকায় গান গেয়ে ফিরেছেন।

আমি জিজ্ঞেস করি, "মাসী নতুন কোনো গান বেধেছেন?"
হ্যা বোধক উত্তর শুনে পান্থপথ সিগলানে পরিচিত টং দোকানে বসি.... অন্ধ বাউল দোতরা বাজিয়ে গান ধরে, স্ত্রী বাউলনী খুঞ্জুরার তালে তালে গানের স্যাংগাত ধরে। প্রায়বৃদ্ধ বাউলের জীবনমুখী গান আমার মন বিষাদে ঢেকে দিয়েছে- "ওরে মানুষ তুই বুঝলি নাকো কোথায় আছে মন- আজ এখানে, কাল ওখানে- ঘুরলি ত্রিভুবন"। (এই গান শিল্পী নিজেই লিখে সুর দিয়েছেন)।
দ্বিতীয় গানঃ "যারে ঘর দিলা সংসার দিলারে-তারে বৈরাগী মন কেনো দিলারে……"।

তৃতীয় গানঃ-
“দয়াল নানা রংগের মানুষ বানাইয়া কাউরে দিলা ধন-মান, কারো জীবনের সব কাইরা নিয়া করিলা গোলাম……
দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ- দয়াল সবই তোমার অবদান……” (এই গানটাও শিল্পী নিজেই লিখে সুর দিয়েছেন)।

অন্ধ বাউল ১০ বছর বয়সে গুটি বসন্ত রোগে চোখের দৃষ্টি হারিয়েছেন। শিল্পী লেখা পড়া শেখেননি। কয়েক দিন মাত্র স্কুলে গিয়েছিলেন-কিন্তু "ছারে মারে"- তাই আর স্কুলে যাওয়া হয়নাই। তবে তিনি অশিক্ষিত নন-জীবন বোধে স্বশিক্ষিত, সুশিক্ষিত একজন মানুষ। আমি জিজ্ঞেস করি, "গোসাঁই, ধর্মকর্ম করেন?"
বাউল উত্তর দেয়, "ঈশ্বর মানুষকে খাবার দেবেনা, কাজ দেবেনা, ঘর দেবেনা, চাকরি দেবেনা, চিকিৎসা দেবেনা কিন্তু ধার্মিক হওয়ার নির্দেশ দেবে- যা খেয়ে বাঁচা যায় না! গানই আমার ধর্মকর্ম।"

বাউলদের ধর্মকর্ম নাই। লোভ লালসা নাই, পাওয়া নাপাওয়ার বেদনা নাই! কী সুন্দর সাদামাটা জীবন! মুখের স্মীত হাসিটা কখনো ভুলবোনা......
আরও ভুলবোনা- "দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ"-এই উপলব্ধি!!!

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: একদিন আমি বাউল হবার উদ্দেশ্যে ঘর ছেড়ে ছিলাম। আমার আব্বা কান ধরে আমাকে বাসায় নিয়ে এসেছিলো। আব্বা আমাকে না বাসায় না আনলে আজ হয়তো আমি বড় বাউল হতাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০১

জুল ভার্ন বলেছেন: ওহ! বাবার কড়া শাসনের জন্যই আমরা একজন বাউলকে হারালাম!
ঘর আমিও ছেড়েছিলাম বেশ কয়েকবার :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

আমি সাজিদ বলেছেন: কতো গভীর গানের কথাগুলো! প্রথম দুটি গানের কথা মন ছুঁয়েছে। যদি ব্লগে গানগুলোর কথা আপলোড দিতেন ভালো লাগতো। ইউটিউবে আপ দিয়ে লিংক শেয়ার দিলেও আমরা দেখতে পেতাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

জুল ভার্ন বলেছেন: গানগুলো শুনেছি। রেকর্ড করিনি। তবে কিছু সময় ভিডিও করেছিলাম,কিন্তু ব্লগে আপলোড করতে পারনি।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫

জগতারন বলেছেন:
লোভ লালসা নাই, পাওয়া নাপাওয়ার বেদনা নাই! কী সুন্দর সাদামাটা জীবন! মুখের স্মীত হাসিটা কখনো ভুলবোনা......
আরও ভুলবোনা- "দয়াল তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ"-এই উপলব্ধি!!!



আজকে আপনার এই পোষ্টটি খুউব ভাল পাইলাম।
খুউব ভালো থাকিবেন, আশাকরি এমনি আরও পোষ্ট দিবেন।
ব্লগার
শাহাদাত হোসেন (সত্যের ছায়া ) কোথায় আছে জানেন ?
তিনি আপনার মতো এমনতর পোষ্ট দিতো !

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭

জুল ভার্ন বলেছেন: শাহাদাত হোসেন (সত্যের ছায়া ) সাহেবের কথা মনে নেই।

অনেক ধন্যবাদ ভাইয়া।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৫

নজসু বলেছেন:



কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই বাউলেরা সুন্দর সুন্দর সুর বাঁধেন।
এরা যদি প্রতিবন্ধী না হতেন কিংবা শেখার সুযোগ পেতেন তাহলে এরা আরও প্রতিভার অধিকারী হতেন।

ওরে মানুষ তুই বুঝলি নাকো কোথায় আছে মন-
আজ এখানে, কাল ওখানে- ঘুরলি ত্রিভুবন

লাইন দুটো অনেক অর্থবহ। তৈরি করা চাট্টিখানি কথা নয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

অক্পটে বলেছেন: আমরা একটি বিচিত্র পৃথিবীতে বাস করি। আমাদের হাত, পা, চোখ বিধাতার এই বিশ্বয়কর দানে আমরা যারা সমৃদ্ধ, আমরা যারা পৃথিবীর এই সৌন্দর্য ও মোহনীয়তা অবলোকন করি এর পরও আমাদের অভিযোগের শেষ নেই এটা নেই ওটা নেই। চারিদিকে লোভ লালসা আর পাপ। অথচ আপনার উল্যেখিত বাউল দম্পতি অন্ধ হলেও তাদের জীবনবোধ ও অভিজ্ঞতায় তারা আমাদের চেয়েও কতো এগিয়ে।

লেখার বিষয়বস্তুটি মন ছুঁয়ে গেল!


২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০০

ফয়সাল রকি বলেছেন: দ্বিতীয় গানের কথা দেখে কুমার বিশ্বজিতের কথা মনে পড়ে গেল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: হ্যা, ওনার এমন একটা গান শুনেছি।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৮

নেওয়াজ আলি বলেছেন: আচ্ছা বেশীর ভাগ বাউল গরিব কেন হয় :((

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: ধারনা করছি- ওরা বৈশয়ীক বিশয় নিয়ে ততটা উদ্গ্রীব নয়।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওহ! বাবার কড়া শাসনের জন্যই আমরা একজন বাউলকে হারালাম!
ঘর আমিও ছেড়েছিলাম বেশ কয়েকবার

একটা বিশেষ বয়সে ছেলেদের ''ঘরছাড়া''র রোগ হয়।

সুনীলের ''মনের মানুষ'' বইটা পড়ছেন? অথবা সিনেমাটা দেখেছেন?

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪

ইসিয়াক বলেছেন: আমার কাছে ঘরছাড়া বাউলদের পৃথিবীতে অন্যতম সুখী মানুষ মনে হয়।
নির্লোভ জীবন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: আমারও তেমন মনে হয়।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

মেহেদি_হাসান. বলেছেন: আপনার পোস্ট মন ছুয়ে গেলো। কি সুন্দর সহজ সরল জীবন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.