|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
যদি এমন হয়..... 
একদিন সকালবেলা উঠে দেখলেন, ফেসবুক নেই! বন্ধুদের ফোন করার জন্য সেলফোন হাতে নিয়ে দেখলেন ফোনেও নেটওয়ার্ক নেই! 
ইতিউতি করে টিভি অন করে দেখলেন ব্রেকিং নিউজ... "ফেসবুক কতৃপক্ষ চিরদিনের জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছে"! "এখন থেকে আর সেলফোন সার্ভিস থাকবেনা"!!
কী করবেন তখন? 
ঢাকার রাস্তায় মিছিল করলেন "জাকারবার্গের ফাঁসি চাই".....কিন্তু ফেসবুক আর ফিরে এলো না।
তাহলে কবিতা, গদ্য, প্রবন্ধ, প্রতিবাদ, মিছিল, সেফুদা, রোদ্দুর রায়, সেলফি, খিস্তি খেউড়, তাহেরি হুজুর, উগ্র হিন্দুত্ব, মোদির ভাই, কাউয়া, লুংগী গামছা বেচা, চিনি দিয়ে বানানো সুন্দরবনের খাটি মধু, যাত্রাবাড়ীতে তৈরী যশোরের জামতলার রসগোল্লা, ইলিশ পাংগাস, পাঁচমিশালি, শুটকি বেচা সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে!
ভাবতেই পারছি না। 
এই যে এত বিরতিহীন বিতর্ক, কাব্য, সংস্কৃতি, অকারণ গালাগালি খিস্তি, ভালোবাসা, আপু, বুন্নু, দাদাভাই, শুভ সকাল, পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়ার ছবি, সকালের গোলাপ, রাতের আকাশ...  এসব কোথায় যাবে? 
...... সবাইকে চলে যেতে হবে আগের যুগে। 
লেখা লিখে জমিয়ে রাখা, পত্রিকা -লিটল ম্যাগাজিনে পাঠিয়ে  মাসের পর মাস অপেক্ষা, বই বেরোলে মুখে মুখে মানুষের কাছে যতটা ছড়ায়, পাঠকের উপর ভরসা রাখা, ফেসবুকে যার পাঁচ হাজার বন্ধু আর হাজার হাজার ফলোয়ার্স ছিলো তিনি খুঁজে খুঁজেও পনেরোজন বন্ধু পাচ্ছেন না! 
অথবা, এমন একটা পৃথিবী এলো, যেখানে গুগল পর্যন্ত নেই। হতেই তো পারে, গুগল বা ফেসবুক তো আর মহাকাল নয়। অবিনশ্বর নয়। মুছে যেতেই পারে! সেদিন?
কী আর করা! 
সকাল বেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে হাটে, বাজারে যেয়ে দেখেশুনে দরদাম করে কেনা.... 
আহ কী সুন্দর অনুভূতি!
(বছর দুই আগে ফেসবুকে লিখেছিলাম....)
 ১৮ টি
    	১৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৪
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: সময়ের বেড়াজ্বালে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত থাকবো এবং আজ হবে আগামী দিনের ইতিহাস পাঠ্য।
২|  ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:২৯
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:২৯
আমি সাজিদ বলেছেন: চমৎকার। আমি বেশী খুশি হবো।
  ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৫
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: আমিও। ফেসবুক, ব্লগ, প্রযুক্তি আমার জীবন থেকে সকল সুন্দর কেড়ে নিয়েছে ------
৩|  ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৬
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৩৬
নজসু বলেছেন: 
যদি এমন হয়
ফেসবুক না রয়।
সম্ভবতঃ কিছু সংখ্যক লোক অতি শোকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে। 
মরুকগ্গে ওরা। আমরা আসক্তিহীন কিছু মানুষ অন্ততঃ  সুন্দর অনুভূতিটা ফিরে পাবো।
  ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৫
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: একমত।
৪|  ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৭
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৪৭
রানার ব্লগ বলেছেন: খারাপ লাগবে না, অধিকাংশ ইয়াং জেনারেশানের ও কিছু খচ্চর টাইপ মানুষের নির্বুদ্ধি সুলভ আচরন দেখতে পাব না বলে স্বস্তি অনুভব করবো। 
ফেইসবুক খুলে বিভিন্ন সিক্রেট সার্ভিস প্রভাইডারদের যন্ত্রনাদায়ক বিজ্ঞাপনের সম্মুখীন হবো না। 
তবে বর্তমান টিন এজদের মধ্যে হতাশা ও মানুষিক অবসাদের মাত্রা তিব্র ভাবে বেড়ে যাবে।
  ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৫৬
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: একমত।
৫|  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১২:০০
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১২:০০
নেওয়াজ আলি বলেছেন: এমন হলে বিবাহিত লোক মেজাজ খিট্ে হবে বউ পিটাবে
  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩৩
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩৩
জুল ভার্ন বলেছেন: হা হা হা!
ব্যাখ্যা করেন। 
৬|  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১২:৪৬
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১২:৪৬
নজসু বলেছেন: 
  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩৬
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩৬
জুল ভার্ন বলেছেন:  
 
৭|  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩০
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: একসময় তো ফেসবুক ছিলো না। মোবাইল ছিলো না। আবার সেই সময়ে ফিরে গেলে মন্দ হবে না। তবে সামু থাকতে হবে।
  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩৪
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৩৪
জুল ভার্ন বলেছেন: সবই থাকবে, যোগ হবে নতুন নতুন প্রযুক্তি- থাকবোনা আমারা।
৮|  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৫৭
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ১:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে.... আজকের দিনে ভার্চুয়াল জগতটাই যেন আমাদের প্রত্যেকের নিজ নিজ সত্ত্বা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা এসবকে বাদ বাদ দেওয়াটা কল্পনাই করতে পারিনা। শুধু দু'বছর কেন আগামী বহুদিন এটাই এক প্রকার শাশ্বত বাণী হয়ে দাঁড়িয়েছে। 
শুভেচ্ছা জানবেন ভাইজান।
  ১৫ ই মার্চ, ২০২১  দুপুর ২:০৮
১৫ ই মার্চ, ২০২১  দুপুর ২:০৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৯|  ১৫ ই মার্চ, ২০২১  রাত ৯:০৭
১৫ ই মার্চ, ২০২১  রাত ৯:০৭
ভুয়া মফিজ বলেছেন: আমি ফেবুতে থেকেও নেই। কাজেই এর থাকা, না থাকাতে আমার কিছুই যায় আসে না। গত তিন বছরে তিনবার লগইন করেছি কিনা সন্দেহ আছে! 
  ১৬ ই মার্চ, ২০২১  সকাল ৯:৪৫
১৬ ই মার্চ, ২০২১  সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: নানাবিধ সীমাবদ্ধতায় আমি ফেসবুক এডিক্টেড 
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:২৩
১৫ ই মার্চ, ২০২১  সকাল ১০:২৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একদিন অবশ্যই এগুলো বন্ধহয়ে যাবে,কিন্তু বিনিময়ে আসবে আরো উন্নত কিছু।