|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আত্মহত্যা (Suicide).....
ফরাসী মনোবিজ্ঞানী ও চিত্রশিল্পী এমিল দ্যুর্কেম এর লেখা "ল্য সুইসিদ’ (Le Suicide) গ্রন্থের ইংরেজি অনুবাদ 'Suicide' পড়লাম। তিনি তার বইয়ে আত্মহত্যা বিষয় নিয়ে মানুষের মনের চমৎকার কিছু মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন। 
আত্মহত্যা হল ইচ্ছাকৃত ভাবে নিজেকে হত্যা করার প্রক্রিয়া যার ফলাফল সম্পর্কে আত্ম-হত্যাকারী পূর্ব থেকেই সচেতন থাকে। মনোবিজ্ঞানী বিজ্ঞানী এমিল দ্যুর্কেম এর মতে- আত্মহত্যা মৃত্যু ঘটায় যেটা ইতিবাচক অথবা নেতিবাচক কাজ থেকে উদ্ভূত হয় এবং আত্মহত্যাকারী তার এই কাজের ফলাফল সম্পর্কে আগে থেকেই জ্ঞাত থাকে। এমিল দ্যুর্কেম এর মতে- সাধারণত চার রকম আত্মহত্যার প্রবনতা আছে যথাঃ ইগোসটিক আত্নহত্যা, অলট্রুসটিক আত্নহত্যা, এনোমিক আত্নহত্যা এবং ফেটালিস্টিক আত্নহত্যা।
ইগোসটিক আত্নহত্যাঃ
এই ধরনের আত্মহত্যা তাদের মধ্যেই বেশি দেখা যায় যাদের সাথে কমিউনিটি কিংবা পরিবারের সম্পর্ক খুবই দুর্বল। জীবনের অর্থহীনতা আত্মহত্যাকে প্রভাবিত করে। এই ধরনের আত্নহত্যাকারিদের সাথে সমাজের একাত্মতা খুবই কম থাকে এবং ব্যক্তিস্বাতন্ত্র্যটা প্রবল পরিমাণে বিদ্যমান থাকে। মূল্যবোধ, ঐতিহ্য, প্রথা এবং লক্ষ্যের সাথে সম্পর্ক শিথিল থাকে। সামাজিক সহযোগিতা এবং নির্দেশনার নেটওয়ার্ক খুবই দুর্বল থাকে। অবিবাহিত পুরুষদের মধ্যে এই ধরনের আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়।
অলট্রুসটিক আত্নহত্যাঃ
যারা দল বা কমিউনিটির লক্ষ্য এবং বিশ্বাস দ্বারা বেশি প্রভাবিত তাদের মধ্যেই এই আত্মহত্যা বেশি লক্ষণীয়। সমাজের সাথে এদের সম্পর্ক এতই নিবিড় থাকে যে- সামগ্রিক প্রয়োজন , ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। এখানে ব্যক্তি সমাজের বা সামগ্রিক প্রয়োজনে আত্মহত্যা করে।
এনোমিক আত্নহত্যাঃ
অর্থনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলার মধ্যে এনোমিক আত্মহত্যা বেশি দেখা যায়। নৈতিকতার মধ্যকার সংশয় এবং সামাজিক দিক নির্দেশনার অভাব মানুষকে এই ধরনের আত্মহত্যায় প্ররোচিত করে। সমাজের কোন জায়গায় তারা যোগ্য এবং তাদের চাহিদার সীমাবদ্ধতা সম্পর্কে অজ্ঞতা আত্মহত্যাকে প্রভাবিত করে।
ফেটালিস্টিক আত্নহত্যাঃ
যে সমাজে ব্যক্তি মানুষের উপর নিয়ন্ত্রণ বেশী, যাদের ভবিষ্যৎ বদ্ধ এবং যাদের আবেগ অনেক বেশী শৃঙ্খলা দ্বারা নিয়ন্ত্রিত তারা এই ধরনের আত্মহত্যা করে।
প্রতিবছর প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে প্রতি বছর সারা বিশ্বে যে সব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা ত্রয়োদশতম প্রধান কারণ। কিশোর-কিশোরী আর যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে, তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা নারীদের তুলনায় তিন থেকে চার গুণ।
চিকিৎসকগণ আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে বিবেচনা করে থাকেন। ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশেই আত্মহত্যার প্রচেষ্টাকে এক ধরনের অপরাধরূপে ঘোষণা করা হয়েছে। অনেক ধর্মেই আত্মহত্যাকে পাপ হিসেবে বিবেচনা করা হয়।
পরিশেষে বলা যায়, সামাজিক এবং অর্থনৈতিকভাবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এনোমিক আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তরুণ এবং তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যেহেতু সবচেয়ে বেশি, সেহেতু অনাকাঙ্ক্ষিত আত্মহত্যা প্রতিরোধ করার জন্য এদের আবেগ, অনুভূতির  প্রতি আমাদের অনেক বেশি সংবেদনশীল হতে হবে।
জগৎ সংসারে কিছু ব্যতিক্রম ছাড়া জীবন মানেই দুঃখ কষ্ট হতাশা। জীবন মানেই কি শুধু খেয়ে পড়ে বেঁচে থাকা? কিম্বা অন্যের উপর নির্ভরশীল হয়ে গলদ করণ করা??
পৃথিবীতে যদি পাঠালেই তুমি, অস্তিত্ব বজায় রাখা, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠা পাওয়ার সক্ষমতা যদি না-ই দিলে, জয়ী হওয়ার অমন ক্ষিধে কেন দিলে সর্বশক্তিমান?
মানুষের সারিতে নিজেকে দেখবার যোগ্যতা বা সাহস যদি না-ই দিলে অমন বোকার মতন ইচ্ছেটা কেন দিলে!
এইরকম ইচ্ছের জন্য-ই তো গদবাঁধা পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে রক্তাক্ত হতে হয়.......!!!
 ২০ টি
    	২০ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২১
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২১
জুল ভার্ন বলেছেন: রাইট।
২|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:৫০
১৮ ই সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: একই লেখা দুইবার পোস্ট হয়েছে।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৩
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৩
জুল ভার্ন বলেছেন: কাল সারাদিন মোবাইল ফোনে ছিলাম। মোবাইল ফোন থেকে যদিও পোস্ট দিতে পেরেছিলাম-কিন্তু পোস্ট দুইবার চলে আসায় আমার আর কিছুই করার ছিলোনা। কারন, মোবাইল ফোনে পোস্ট ড্রাফট/এডিট করার কোনো অপশন আসছিলোনা।
৩|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২১  দুপুর ২:৪১
১৮ ই সেপ্টেম্বর, ২০২১  দুপুর ২:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবী আসলে জয়ী হওয়ার জায়গা না। কেউ যদি মনে করে আমি পৃথিবীতে বিজয়ী তাহলে সে ধোঁকায় আছে। এই জীবনটা একটা স্বপ্নের মত। মৃত্যুর পরে স্বপ্ন ভেঙ্গে আসল জীবন শুরু হবে। 
যারা মনে করে আমি আমার যোগ্যতায় সফল, আসলে তারাও ভুল করছে। সকল মেধারও মালিক আল্লাহ। আল্লাহ কাউকে বাদশাহ বানান আবার কাউকে ফকির বানান। আমরা শুধু চেষ্টা করতে পারি।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৪
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৪
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর মন্তব্য।
৪|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৩৯
১৮ ই সেপ্টেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৩৯
জুন বলেছেন: হঠাৎ করেই আবেগের বশে অনেকে আত্মহত্যা করে। কিন্ত অনেকে ভাবনা চিন্তা করে ধীরে ধীরে এই সিদ্ধান্ত গ্রহন করে থাকে  যাতে আমার মনে হয় অনেক সাহস লাগে। আমার পরিচিত এক থাই ভদ্রলোক কিছুদিন আগে ধীরে সুস্থে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আত্মহত্যা করেছে । তার পরিবারের সদস্যদের এমন মানসিক অবস্থা যে আন্তর্জাতিক এক হসপিটাল থেকে ফ্রি কাউন্সেলিং করার জন্য তাদের নিয়মিত ডাক আসছে। খুবই মর্মান্তিক এই ঘটনাটি আমাদেরকেও হতবাক করেছে। 
+
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৬
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৬
জুল ভার্ন বলেছেন: আমার ধারনা আত্মহত্যা একটা নেশা-যা মৃত্যু দিয়েই শেষ হয়।
৫|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৪৬
১৮ ই সেপ্টেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৪৬
কামাল১৮ বলেছেন: হতাশা যখন চরম আঁকার ধারন করে,তখন আত্মহত্যাকেই সমাধান মনে করে।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৬
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৬
জুল ভার্ন বলেছেন: রাইট।
৬|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ৯:৩৭
১৮ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: প্রতিটা আত্মহত্যাই আসলে হত্যা।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৬
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৬
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
৭|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  ভোর ৪:৪৪
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  ভোর ৪:৪৪
নেওয়াজ আলি বলেছেন: আত্মহত্যা একটা নিকৃষ্ট পন্থা
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৭
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৭
জুল ভার্ন বলেছেন: মানুষ কতটা অসহায় হলেই সেই নিকৃষ্ট পন্থা অবলম্বন করে!
৮|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  ভোর ৫:১২
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  ভোর ৫:১২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রতিকূলতার সাথে যুদ্ধ করার মনোবল এবং বাস্তবকে মেনে নেয়ার মানসিকতা সবার মধ্যেই থাকা প্রয়োজন !
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৭
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:২৭
জুল ভার্ন বলেছেন: কিন্তু সেটা অনেকের জন্যই সহজ নয়।
৯|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১২:৪৭
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১২:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মতে যারা আত্নহত্যা করে এরা প্রচন্ড নির্বোধ।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:১৮
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:১৮
জুল ভার্ন বলেছেন: বাস্তবতাই বোধ-নির্বোধের নিয়ামক।
১০|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:১৫
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবনে চরম বিতৃষ্ণা এলে মানুষ এ কাজ করে যা মোটেও ঠিক না।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:১৯
১৯ শে সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:১৯
জুল ভার্ন বলেছেন: হয়তো নিতান্তই নিরুপায় হয়ে অমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:৪৬
১৮ ই সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: যারা আর জীবনে আর কোনো সমাধান খুঁজে পায় না তারাই এমনটা করে।
আসলে সব কিছুরই সমাধান আছে।
শুধু একটু ধৈর্য্য নিয়ে চিন্তা প্রয়োজন।