নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

এই অবক্ষয়ের শেষ কোথায়....

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১৩

এই অবক্ষয়ের শেষ কোথায়....

মানুষের মানষিক, মানবিক প্রবৃত্তি ক্রমশ করোনা ভাইরাসের মতো চরিত্র বদল করছে। বছর কয়েক আগেও মানুষের মনোজগতে এত হিংস্র, এতো কুৎসিত ছিল না। অন্তরে আলো ছিল, বিশ্বাসের একটা পরিধি ছিল। পরিসীমা ছিল। সেই সীমানা সচরাচর কেউ টপকাতো না। কেউ টপকালে তার ওপরে আছড়ে পড়তো মানুষের নিন্দার চাবুক। মানুষ তখন নিন্দাকে ভয় পেতো। শুভ পথে হেঁটে যাওয়ার ঝোঁক ছিল মানুষের। যৌনতা না, পারস্পরিক শ্রদ্ধা, সম্মানই ছিল দুটো মানুষের কাছে যাওয়ার সেতু বন্ধন।

কোথায় হারিয়ে গেল সেই সব দিন! আগে পারস্পরিক সম্পর্কের আয়ু ছিল কত লম্বা! এক জীবনে তা শেষ হত না। আজকাল সব সম্পর্কই বড়ো স্বল্পায়ু। দু'জন দু'জনকে জেনে বুঝে ওঠার আগেই সম্পর্ক শেষ।

আগে ছিল মনের চর্চা। আর আজকাল শরীরের। এখন যৌনতা দিয়েই শুরু হয় সম্পর্ক। একসময় সেই যৌনতা এক থেকে একাধিক জনের দিকে গড়িয়ে যায়। আর মৃত চুলের মতো খসে পড়ে যায় পুরনো সম্পর্ক।

মানুষের প্রবৃত্তির এই যে চরিত্রবদল-এর মূলে রয়েছে আমাদেরই প্রশ্রয়। অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করতে ভুলে গেছি আমরা। আমাদের চারপাশে যা কিছু ঘটছে - তাতেই আমরা সম্মতি জানাচ্ছি। ফলে অবাধে বেড়ে উঠছে মানুষের মনের আগাছা। সাফ করার লোক নেই। অধিকাংশই তো অপপ্রবৃত্তিতে আক্রান্ত। কে কার নোংরা পরিষ্কার করব?

আমরা কি আমাদের সেই স্বর্ণময় দিনকে আবার ফিরিয়ে আনতে পারি না? সেই রোমান্টিক অনুভূতি! সেই চোখে চোখে মুগ্ধতা!
সেই সারল্য ...
পবিত্রতা ...
শিহরণ ...

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইন্টারনেটের কারনে বিশ্বাসের পরিধি অনেক বেড়েগাছে ।আগের যায়গায় আর ফিরে যাবার উপায় নেই।

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বর্ণময় দিনগুলোতে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভবিষ্যৎ জগৎ সাইফাই মুভিগুলোর মতোই হবে বলে মনে হচ্ছে - প্রচন্ড গতিময়, প্রযুক্তি নির্ভর, ম্যাটেরিয়ালিস্টিক ও কোনো প্রকার আবেগ-অনুভূতিহীন |

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

জুল ভার্ন বলেছেন: েই জন্যই তো বলা হয়-"বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ"!

৩| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: আমি যখন ছোট তখন দেশে নেট ছিল না। ডিশ ছিলো না। মোভাইল ফোন ছিলো না। বিকেলে মাঠে খেলতে যেতাম। সন্ধ্যায় পড়তে বসতাম। সেই সময়টাই সুন্দর ছিলো।

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: আহ! সেই সুন্দর দিনগুলো!

৪| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে সময়কে চেপে ধরা হয়েছে যার কারণে এখন আর আগের সোনালি ক্ষণ মনে হয় না নতুন নতুন ভাবনা সৃষ্টি হচ্ছে
যাহা ব্যাজ্যিণ করণ----খুবি সুন্দর লেখেছেন অনেক শুভেচ্ছা রইল

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,





এই অবক্ষয়ের শেষ হবে মানবতা ধ্বংসে। যদিও মানবতা এখন করোনাক্রান্ত হয়ে ধুঁকছে, কোভিড ভাইরাসের মতোই ক্ষনেক্ষনে রূপ বদলাচ্ছে। মরতে আর বেশী দিন বাকী নেই!

সেই সরলতা, সেই শিহরণ, সেই পবিত্রতা এখন তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক অনেক দুরের রূপকথার দেশে...........

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: অল্প কথায় খুব সুন্দর করে বলেছেন।

ধন্যবাদ।

৬| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবক্ষয় দিন দিন বেড়েই চলবে কারণ নতুন নতুন উপকরতো প্রস্তুত নৈতিকতা ধ্বংসের জন্য।

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৪

জুল ভার্ন বলেছেন: একমত।

৭| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আহ! সেই সুন্দর দিনগুলো!

তবে এখন জীবন অনেক সহজ হয়েছে। কিন্তু এই প্রজন্ম বেলাইনে চলে গিয়েছে।

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৫

জুল ভার্ন বলেছেন: যায় দিন ভালো, আসে দিন খারাপ।

৮| ০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের "স্বর্ণময় দিন" কখন ছিলো?

০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫২

জুল ভার্ন বলেছেন: অবশ্যই ছিলো, তবে সেটা এখন ইতিহাস!

৯| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: জাতির উপর বড় কোন আঘাত না আসলে এই অবক্ষয়ের শেষ নেই। '৭১ একটা আঘাত এসেছিল জাতি একতাবদ্ধ হয়েছিল। তবে বড় আঘাত না আসুক এই কামনা করছি।

০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

জুল ভার্ন বলেছেন: ধ্বংশের মাঝেই নতুনের সৃষ্টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.