নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
টাইগার্স ক্রিকেটারদের নিয়ে আমার তেমন কিছু বলার নাই তবে আন্তর্জাতিক ক্রিকেটাংগনের কয়েক জন মহারথীদের বক্তব্য তুলে ধরলামঃ
Sports Background:
বাংলাদেশের শেষ দুই ম্যাচে ধারভাষ্যকারদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। এর মধ্যে কয়েকজনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম।
শেন ওয়াটসনঃ
আমি কয়েক বছর আগে বাংলাদেশে বিপিএল খেলতে গিয়েছিলাম। সেখানকার উইকেট দেখে বিস্মিত হয়েছিলাম। তখনই বুঝেছিলাম এই উইকেটে খেলে বাংলাদেশ বড় আসরগুলোতে ভালো করতে পারবে না। সমস্যা হচ্ছে, বাংলাদেশ খেলেই মাত্র দুইটা স্টেডিয়ামে এবং তাদের বেশিরভাগ ম্যাচ হয় ঢাকাতে। ঢাকার আন্ডারপ্রিপেয়ার্ড উইকেটে খেলে আর যা ই হোক টি২০ তে ভালো করা সম্ভব না।
ডেল স্টেইনঃ
**সুপার টুয়েল্ভের বারোটা দলের মধ্যে একমাত্র বাংলাদেশকেই মনে হয়েছে তার কোনো লক্ষ্য, উদ্দেশ্য ছাড়াই খেলছে। মানে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সবকিছু। কোনো ইন্টেনশনই দেখছি না তাদের মধ্যে। **
সাইমন ডুলঃ
[*সাউথ আফ্রিকার সাথে ম্যাচটায় একটা স্ট্যাট দেখানো হয়েছিলো যে টি২০ বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলা ৫ জনের মধ্যে ২ জনই বাংলাদেশের সাকিব ও মুশফিক, তখন তিনি এই কথাগুলো বলেন*] মুশফিক টানা ৩৩ ম্যাচ টি২০ বিশ্বকাপে খেলেছে! অন্যান্য দেশের যারা টানা এত ম্যাচ খেলে তাদের মধ্যে একটা কমন জিনিস খেয়াল করেছি- সেটা হলো তারা নিজে দায়িত্ব নিয়ে দলকে জেতাতে পারতো। কিন্তু এমন কোনো গুণ মুশফিক বা রিয়াদের মধ্যে দেখছি না। আমি অবাক হই তারা প্রতি বিশ্বকাপে দলে জায়গা পেয়ে যাচ্ছে কিভাবে!
মার্ক নিকোলাসঃ
বাংলাদেশ টি২০ বিশ্বকাপে সব মিলিয়ে ৭টি ম্যাচ জিতেছে, যার মধ্যে মাত্র একটি জয় শক্তিশালী দলের বিপক্ষে, সেটাও প্রথম বিশ্বকাপে...... বাংলাদেশের অভিজ্ঞ প্লেয়াররা এতগুলো ম্যাচ বিশ্বকাপে খেলেছে, বিশ্বকাপে তাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো হওয়ার কথা ছিলো। কিন্তু তাদের পারফরম্যান্সেও কোনো উন্নতি নেই। ২০১৬ সালের মুশফিকের পারফরম্যান্স আর ২০২১ সালে মুশফিকের পারফরম্যান্সের মধ্যে পার্থক্য কোথায়? উন্নতির কার্ভটা কোন জায়গায়? মুশফিকের এই বাজে অবস্থার কারণ কি আতহার? [*আতহার আলী খান এমন এক স্টুপিড উত্তর দিয়েছিলেন যেটা লেখার রুচি নেই*]
মুরালি কার্তিকঃ
বলতে খারাপ লাগছে - আমি যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তখন তারা যে এপ্রোচে খেলতো এখনও একই এপ্রোচে খেলে। প্রাণহীন ক্রিকেট একদম। নামিবিয়া, স্কটল্যান্ড বাংলাদেশের চেয়ে কম্পিটিটিভ ক্রিকেট খেলছে এখন।
এছাড়া নাসের হুসাইন, ইয়ান বিশপরাও অনেক সমালোচনা করেছিলেন কয়েকজন বললেন। তবে প্রথম তিন ম্যাচের ধারাভাষ্য ফলো করা হয়নি আমার।
যা ই হোক, শেষ দুই ম্যাচে ধারাভাষ্যকারদের এই কথাগুলো ভালো লেগেছে আমার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
~স্পোর্টস ব্যাকগ্রাউন্ড
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: এই সমালোচনা আমাদের বিসিসিবি কত্তারা গায়ে মাখেন না। বররং বিরক্ত হয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ক্ষতিকর এলিমেন্টা গদা খামাসু কে বিসিবি টেকনিক্যাল ডাইরেক্টর বানিয়ে সবার মাথার উপর বসিয়ে দিয়েছে।
২| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খেলাধুলা নিয়ে আমার অগ্রহ বরাবরই কম।কোন দল নয় কোন দেশ নয় যে ভালো খেলে এবং খেলায় মানবিক ব্যবহার করে তাকেই আমি সমর্থন করি।
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৪
জুল ভার্ন বলেছেন: আমি অবশ্যই বাংলাদেশ দলের সাপোর্টার তবে যারাই ভালো খেলবে তাদের সমঝদার!
৩| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৬
সোহানী বলেছেন: মেজাজ খারাপ করে খেলাই দেখি নাই এবার..........
(পোস্টটা দুবার এসেছে!)
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৬
জুল ভার্ন বলেছেন: মোবাইল থেকে পোস্ট করলে এমন নানাবিধ সমস্যা হয়। মোবাইল থেকে কোনো পোস্ট এডিট কিম্বা ডিলিট করার সুযোগ নাই।
৪| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা আমাদের দেশে অফ করে দেওয়া উচিত।
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
জুল ভার্ন বলেছেন: কোনো ক্ষতি হবেনা বরং মুষ্টিমেয় কয়েকজন সুবিধাবাদীর হাত থেকে দেশ রক্ষা পাবে।
৫| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৪১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই সকল ক্রিকেট মহারথীদের পর্যবেক্ষণ আমার কাছে অনেক যুক্তিযুক্ত ও বাস্তবধর্মী বলেই মনে হলো। বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে আমূল পরিবর্তন ও শুদ্ধি অভিযান প্রয়োজন হয়ে পড়েছে।
বাংলাদেশের ক্রিকেট দলের উন্নতির গ্রাফ আমাকে ঈশপের খরগোশ ও কচ্ছপের কাহিনীর কোথায় স্মরণ করিয়ে দেয়।
বাংলাদেশের ক্রিকেট ঈশপের গল্পের খরগোশের মতো তিড়িংবিড়িং করে ছুটে গিয়ে একজায়গায় স্থির হয়ে পড়েছে বা ঘুমিয়েই পড়েছে, আর আফগানিস্তান, স্কটল্যান্ড, নামিবিয়া ও অন্যান্য দ্বিতীয় সারির দেশগুলো আন্তর্জাতিক ক্রিকেটে স্থান পাওয়ার পর ধীরে ধীরে উন্নতি করে চলেছে এবং আমার মনে হয় এরা ভবিষ্যতে আরো উন্নতি করবে |
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৮
জুল ভার্ন বলেছেন: বাংলাদেরশ ক্রিকেটে অগ্রগতি হচ্ছে গানিতিক পদ্ধতিতে অন্যদিকে অন্যান্য দেশের ক্রিকেটে উন্নতি হচ্ছে জ্যামিতিক হারে।
৬| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫
বিটপি বলেছেন: বাংলাদেশের ক্রিকেটে উন্নতি হলে ভারতের কোন ব্যবসায়িক সম্ভাবনা নেই - তাই বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্রিকেটের অবস্থা খারাপ হচ্ছে। ভারত এখন নজর দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নয়নে। কারণ সে দেশের জাতীয় দলে খেলা ১৫ জনের মধ্যে ১১ জনই ভারতীয়।
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৯
জুল ভার্ন বলেছেন: বিশ্বকে মেধায় নেতৃত্ব দিচ্ছে ভারতীয়ারা -যা অস্বীকার করার উপায় নাই।
৭| ০৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৩
রানার ব্লগ বলেছেন: পুর বিশ্বকাপ জুড়ে আমার মনে হয়েছে বাংলাদেশের খেলা দেখছি না দেখছি হিন্দী সিনেমার কমেডি সিন !!!!
০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
জুল ভার্ন বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সমালোচনা সমুহ বিশ্লেষণ ক'রে আমাদের উচিত নিজেদের সংশোধনের চেষ্টা করা।