নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ব্রুড প্যারাসাইট!

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৫

ব্রুড প্যারাসাইট!

cocco

আমরা ছোট বেলা থেকে শুনে এসেছি কোকিল বাসা বাধেনা। এরা কাকের বাসায় ডিম পারে। কিন্তু কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন? এই প্রশ্নের উত্তরে অনেকেই মনগড়া উত্তর দেয়। কেউ আবার পৌরাণিক গল্প বানিয়ে বলে দেয়।

নিজে বাসা না বানিয়ে অন্য পাখির বাসায় ডিম পাড়ে এবং ঐ পাখির তত্ত্বাবধায়নে নিজের সন্তান বড় করে নেয় তাকে ব্রুড প্যারাসাইট পাখি বলে। ব্রুড প্যারাসাইট পাখি কখনোই নিজের সন্তানকে মমতা দিয়ে বড় করে না। ডিম কিম্বা সন্তানের দায়িত্ব সবসময় পোষক পাখির উপর ছেড়ে দেয়। ব্রুড প্যারাসাইট পাখি যে পাখির তত্ত্বাবধায়নে সন্তান বড় করিয়ে নেয় তাকে পোষক পাখি বলে।
আমাদের দেখা কোকিল হলো একটি ব্রুড প্যাসাইট পাখি। কোকিলের ডিমের সাথে কাকের ডিমের রং ও আকৃতিগত পার্থক্য আছে। কিন্তু কাক সেটা বুঝে ওঠার আগেই কোকিল কাকের ডিম বাসা থেকে ফেলে দেয়। সুযোগ বুঝে এরা যখন পোষক পাখির বাসায় ডিম পারে এবং গুণে গুণে নিজের ডিমের সংখ্যার সমান সংখ্যক পোষকের ডিম বাসা থেকে ফেলে দেয়। পোষক পাখি নিজের ডিমের সাথে ব্রুড প্যারাসাইট এর ডিমের পার্থক্য করতে পারে না। নিজের ডিম ভেবে অন্য পাখির ডিমে তা দেয় এবং বাচ্চা ফোটায়। এই প্যারাসাইট কোকিলের বাচ্চারা প্রাকৃতিক ভাবেই খাবার বেশি খাওয়ার জন্য দেহের আকৃতি কাকের বাচ্চার চেয়ে বড় হয়। সংগতই এদের শক্তি বেশি থাকে। এই শক্তি ও দেহের আকৃতি কাজে লাগিয়ে এরা কাকের বাচ্চাকে বাসা থেকে ঠেলে বাইরে ফেলে দেয়। ভাবা যায় কতটা অকৃতজ্ঞ যার খায় তারই সন্তানকে হত্যা করে। কাক কত বোকা যে কোকিলের বাচ্চা আহার যোগানোর জন্য সারাদিন খেটে মরে।

প্রথম দিকে ছানাদের গায়ে কোন পালক থাকে না তাই কাক বাবা-মা এদের চিনতে পারে না। কাকের বাসায় বাজ পাখি, সাপ হানা দিলে এই কোকিলের ছানারা একধরণের বাজে গন্ধ ছড়িয়ে দেয়, এই গন্ধ সহ্য করতে না পেরে শিকারি পলায়ন করে।
সহজ কথায়, ব্রুড প্যারাসাইট বলা হয় সেই সমস্ত প্রাণীদের যারা প্রজন্ম জন্ম দেয় ঠিকই তবে তারা বাচ্চা বড় করার দায়িত্ব দেয় অন্যের ঘাড়ে! এক কথায় এরা হচ্ছে পরজীবী। ব্রুড প্যারাসাইট ঠিক যার বাসায় তার ডিম ছেড়ে আসে চালাকি করে সেখান থেকে একটা ডিম সরিয়ে ফেলে এবং হুবুহু সেই হোস্ট বাসার ডিমগুলোকে অনুকরণ করে।

এতেই শেষ?
না, একদম না। বেঁচে থাকতে হলে প্রতিযোগী কমাতে হবে যেটা তাদের জীন পুলের অভিজ্ঞতায় বিদ্যমান। তাই বেশির ভাগ সময়ই জন্ম নিয়েই নীড়ের বাকি ডিমগুলোকে পিঠের সাহায্যে ফেলে দেয়! ব্যাস এই পরজীবী বাচ্চা হয়ে গেলো তাদের আশ্রিত বাবা মায়ের সন্তান!
এক অর্থে, প্রাকৃতিক নিয়মে আমরা মানুষেরাও একেকজন খুনী। মায়ের গর্ভেই আমাদের সাথে নিষিক্ত হওয়া লক্ষ-কোটি অন্য ভ্রুণকে হত্যা করে আমার, আপনার, আমাদের সবার জন্ম.... কাজেই আমরা স্পেশাল কিছুই না। আর দশটা প্রাণীর মতো ক্রুয়েল সারভাইভাল আমাদেরও।

তথ্যসুত্রঃ এনিমেল প্ল্যানেট চ্যানেলে দেখা 'ব্রুড প্যারাসাইট'- পর্ব ২৬ থেকে।
ইউটিউব থেকে ব্রুড প্যারাসাইট সিরিজের ভিডিও লিংক নিয়েছি।

মন্তব্য ২৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জোর যার মুল্লুক তার।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৮

জুল ভার্ন বলেছেন: সারভাইভাল অব দ্য ফিটেস্ট।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

অপু তানভীর বলেছেন: এই গল্প আমিও ছোট বেলা থেকে শুনে এসেছি । এই রকম ভিডিও দেখেছি আরো বেশি কিছু । আপনার দেওয়া ইউটিউবের ভিডিওটা আরো পরিস্কার ভাবে ফুটিয়ে তুলেছে লেখাটা ! সত্যিই প্রকৃতি সব সময়ই বৈচিত্রময় !

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১০

জুল ভার্ন বলেছেন: 'ব্রুড প্যারাসাইট' সিরিজের এনিমেল প্লানেট চ্যানেলে আমি পঞ্চাশটা পর্ব দেখেছি। ইউটিউবে এমন শতাধিক ভিডিউ আছে।

ধন্যবাদ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: প্রকৃতির খেয়াল !!!

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১২

জুল ভার্ন বলেছেন: সৃষ্টিকর্তা যাদেরকে যেভাবে বেঁচে থাকার শক্তি দিয়েছেন!

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৩

সোনালি কাবিন বলেছেন: কাক-কোকিলের এ বিষয়টা নতুন জানলাম । +

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১২

জুল ভার্ন বলেছেন: কোকিল কাকের বাসায় ডিম পারে- এটা তো না জানার কথা নয়!

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্লাস টু-তে বাংলা বইয়ে এ নিয়ে আমরা একটা আর্টিকেল পড়েছিলাম, আমার ধারণা আপনিও সেই বই পড়েছিলেন। যাই হোক, এ পোস্ট পড়ে তো হতভম্ব হয়ে গেলাম। কোকিলে পাখির এত বুদ্ধি! সে গুনে গুনে নিজের ডিমের সমান সংখ্যক ডিম বাসা থেকে ফেলে দেয়; বাচ্চাগুলোও দেখেন, তারাও কম যায় না। তবে আমার ধারণা, বাচ্চাগুলো নিজের প্রতিযোগী কমানোর জন্য না, নেচারালি নিজের থাকার জায়গাটা কম্ফোর্টেবল করার জন্যই বাকি ডিমগুলো ফেলে দেয়। হয়ত দু-একটা বাচ্চা-ভাইকেও কামড়াকামড়ি করে মেরে ফেলে বা ফেলে দেয়।

লাস্ট প্যারাটা নিয়ে আমিও আগে ভাবতাম। বাট এটাকে কোনো ক্রুয়েল অ্যাক্ট মনে করি নি কখনো। এটা একটা নেচারাল প্রসেস, শুধু মানুষের ক্ষেত্রেই না, প্রজননক্ষম সব প্রাণীর জন্যই - কোটি কোটি শুক্রাণু-ডিম্বাণুর মধ্য থেকে কেবল নিষিক্ত ডিম্বাণুটাই প্রাণীরূপে গড়ে উঠবে, বাকিগুলো ভেসে যাবে।

অনেক সুন্দর একটা পোস্ট পড়লাম সকালবেলা।

শুভেচ্ছা নিন জুল ভার্ন ভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৬

জুল ভার্ন বলেছেন: খুব ছেলে বেলায় কোকিল-কাকের বিষয়টা পড়েছিলাম, কিন্তু কোন ক্লাসে তা মনে নেই।

কোটি কোটি শুক্রাণুর মধ্যে মাত্র একজন মানুষের সৃষ্টি যা বিষ্ময়কর ব্যাপার। সে শুক্রাণুর জন্মের শুরু থেকে মায়ের গর্ভ হতে বের হওয়া, তারপর তিলে তিলে বড় হওয়া, জীবনযুদ্ধে প্রতিযোগিতার মাঝে টিকে থাকা এক বিশাল ব্যাপার, যা ভাবতেই গা শিউরে উঠে। এত বড় দায়িত্ব নিয়ে আমাদের আগমন, আমরা সত্যিই বিশাল ভাগ্যবান মানুষ জাতি। তাইতো আমাদের জন্ম হয়েছে পৃথিবীর দায়িত্ব নেয়ার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সোনা ভাই।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২১

মোহামমদ কামরুজজামান বলেছেন: এক দিকে তা মেনে নেয়া কষ্টকর যে উপকার করল তারই ক্ষতি।

আবার আরেক দিকে এতে কোকিলের কি দোষ? দোষ ত তার স্রষ্টার যে তাকে তৈরীই করেছে এভাবে পরজীবি কিংবা অন্যের উপর নির্ভরশীল করে।

সব সময় জেনে এসেছি পাখীর মধ্যে কাকই সবচয়ে চালাক-চতুর তবে এই লেখা পড়ার পরে মনে হচছে কাক কোকিলের তুলনায় নবীশ । তাকে কোকিলের নিকট থেকে অনেক কিছু শিখতে হবে। যদিও এসব জেনেটিকেলি ।

চমতকার লেখার জন্য ভাইজান ++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮

জুল ভার্ন বলেছেন: "ছায়াবাজি পুতুল রুপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ"!

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ব্রুড প্যারাসাইট পাখি অনেক গুলিই আছে। বাংলাদেশেও আছে বেশ কয়েকটি।
কয়েক বছর আগে একটি চমৎকার প্রতিবেদ দেখেছিলাম এমন একটি পাখির। পালক মা বাবার চেয়ে ছানার সাইজ অনেক বড়, তারপরও দিন রাত খেটে তারা খাবার জোগাড় করে যাচ্ছিলো।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৪

জুল ভার্ন বলেছেন: হ্যা বাংলাদেশে অনেক গুলো ব্রুড প্যারাসাইট পাখি আছে।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২১

সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন: কোকিল কাকের বাসায় ডিম পারে- এটা তো না জানার কথা নয়!

# আপনি যে সঠিক ব্যাখ্যা বা কারণটি বললেন , তার কথা বুঝিয়েছি

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৭

জুল ভার্ন বলেছেন: আচ্ছা বুঝতে পেরেছি। ধন্যবাদ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: অর্থবহ নীতি মূলক গল্পে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা জানবেন ভাইজান।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

জুল ভার্ন বলেছেন: গল্প নয় ভাইয়া, প্রাণীকুলের আংশিক কঠিন বাস্তবতা।
আপনার জন্যও নিরন্তর শুভ কামনা ❤️

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯

অপ্‌সরা বলেছেন: কোকিল দেখছি অংকেও ভালো। :|

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০

জুল ভার্ন বলেছেন: "মাস্টেরনির" সবকিছুতেই পরিক্ষার রেজাল্ট =p~

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০২

কামাল৮০ বলেছেন: শক্তি কেউ কাউকে দেয় না।তা অর্জন করতে হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৩২

জুল ভার্ন বলেছেন: ঈমানী শক্তি তথা আত্মবিশ্বাস হলো সব চাইতে বড়ো শক্তি - যা নিজেকেই অর্জন করতে হয়।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রকৃতিতে অনেক অদ্ভুত ব্যাপার আছে। কোকিলের কাকের বাসায় গিয়ে ডিম পারা এটাও বেশ অদ্ভুত লাগে। কোকিল এবং তার বাচ্চাদের অনেক বুদ্ধি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৩৩

জুল ভার্ন বলেছেন: সৃষ্টিকর্তা যাকে যেভাবে বেঁচে থাকার তৌফিক দেন.....

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: ঘুরে ফিরে "সারভাইভাল অব দ্য ফিটেস্ট" কথাটাই আসে।
কাককেও তো একটা চালাক পাখি বলে জানতাম, কিন্তু এখন তো দেখছি কোকিলের কাছে সে নস্যি!
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মন্তব্যটা যেমন চমৎকার, আপনার উত্তরটাও তার চেয়ে কম কিছু নয়। ১১ নং প্রতিমন্তব্যটাও চমৎকার।
পোস্টে প্লাস। + +

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৩১

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত। কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.