নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সব চাইতে রোমান্টিক দৃশ্য.......

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৯:৪৪

সব চাইতে রোমান্টিক দৃশ্য.......

সুনীল গংগোপধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল-"আপনার কাছে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কি?"

উনি বলেছিলেন- "রবিবারের সকালে এক সুন্দরী মহিলা কোমরে আঁচল জড়িয়ে রান্নাঘরে গুনগুন করে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে আমার জন্য কচি পাঁঠার ঝোল রাঁধছেন। মাঝে মাঝে আঁচল দিয়ে মুখ মুছছেন। ঘাম-তেলে তার মুখটা দুগ্গা প্রতিমার মতো চকচক করছে! সারা বাড়ি মাংসের গন্ধে ম-ম করছে! আমি এক কাপ চা হাতে সেই দৃশ্য দেখছি!"

এবার আমি বলি, আমার চোখে সব চাইতে রোমান্টিক দৃশ্য কি, যা আমাকে মুগ্ধ করেছিলো সেই কৈশোর উত্তীর্ণ বয়সে-

ছাদের কাপড় শুকোতে দেওয়া কোনো কিশোরীর মুখে চুলের ক্লিপ কামড়ে ধরে চুলে খোঁপা বাঁধার দৃশ্য।


আপনি ইচ্ছে করলে আপনার চোখে সবচাইতে রোমান্টিক দৃশ্য কি তা বলতে পারেন.....

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজ কাপুর আর নার্গিসের 'শ্রী ৪২০' সিনেমার একটা রোমান্টিক দৃশ্য;

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি, চমৎকার দৃশ্য!

২| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:






বিচিত্র কারণে হেমা মালিনি। হয়তো সময় সুযোগ হলে কোনো একদিন লিখবো।


০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৪

জুল ভার্ন বলেছেন: অপেক্ষায় থাকবো।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গোধূলীতে খুব উচুঁ স্থানে দাঁড়িয়ে দিগন্তরেখার দিকে তাকিয়ে এক তরুণীর কাঁধছোঁয়া চুল বাতাসে বিপ্লব তুলছে ।

এই দৃশ্যটাই আমার কাছে সবচেয়ে রোমান্টিক !!

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:৫৩

শেরজা তপন বলেছেন: এর একখানা আমার 'আলকাশ' উপন্যাসে লেখা আছে; ফের বলতে কিঞ্চিৎ লজ্জা পাচ্ছি :``>>

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮

জুল ভার্ন বলেছেন: আমার সৌভাগ্য হয়নি আপনার 'আলকাশ' উপন্যাস পড়ার। চেষ্টা করবো সংগ্রহ করে পড়তে। লজ্জায় যা বলতে পারেননি তা জানতে মনটা আকুপাকু করছে!

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


ছাদের কাপড় শুকোতে দেওয়া কোনো কিশোরীর মুখে চুলের ক্লিপ কামড়ে ধরে চুলে খোঁপা বাঁধার দৃশ্য।

+
আনমনা হয়ে কোনো মেয়ের নখ কামড়ানির দৃশ্য।

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: হ্যা আনমনে মেয়েদের নখ কামড়ানির দৃশ্য খুব সুন্দর!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১১:৩৬

শার্দূল ২২ বলেছেন: শাড়ি পড়া কোন নারীর ঢিলে ঢালা খোপা যা মাথা নাড়ার সাথে সাথে ঘাড়ের এপাশ ওপাশ হয়।

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার!

৭| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুনীল গাঙ্গুলী বরাবরই ঠোঁট কাটা স্পষ্টবাদী।

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩০

জুল ভার্ন বলেছেন: আমার অন্যতম প্রিয় লেখক।

৮| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবচাইতে রোমান্টিক দৃশ্য? এভাবে কোনোদিন গুনে রাখি নি। জীবনে অনেক রোমান্টিক দৃশ্যই চোখে পড়েছে। আপনি যে দৃশ্যের কথা বললেন, ওটা তো চরম রোমান্টিক দৃশ্য একটা। মনে হচ্ছে এখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি :)

রোমান্টিক দৃশ্য কী না, তবে দৃশ্য - যা আমার চোখে লেগে আছে।

স্কুল থেকে বিদায় নেয়ার দিন ক্লাসের মেয়েরা শাড়ি পরে এসেছে। আমাদের ক্লাসে এমন সুন্দরী একটা মেয়ে ছিল, যাকে এখনো মনে হয় ওর চাইতে কোনো সুন্দরী মেয়ে আর নাই। কিন্তু দৃশ্যটা তার না। অন্য একটা মেয়ে। এমনিতেই সে আকর্ষণীয়া। মেয়েরা এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে কলকল করছিল। আর ঐ মেয়েটার দিকে আমার চোখ যায় (সে আমার দিকে তাকায় নি), ওকে যে-রকম সুন্দর দেখাচ্ছিল, তারপর মেয়েটাকে অনেক দেখেছি, কিন্তু ওরকম আর মনে হয় নি।

আমি ঘরে বসে পড়ছিলাম। পাশের বাড়ির একটা মেয়ে, আমার চাইতে ৫/৭ বছরের ছোটো। আমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তাকিয়ে একটা হাসি দিল। ভুবনমোহিনী শব্দটা এত ইউজ করি, আসলে ঐ হাসিটার কোনো উপমাই হয় না।

শ্বশুর বাড়িতে। আমি একটা খাটের উপর আধশোয়া হয়ে বই পড়ছি। অন্য রুমে একটা মেয়ে তাক থেকে একটা স্যুটকেস নামাচ্ছে। আমার চোখ বরাবর এ কাজটা হচ্ছে। মেয়েটা যে অঙ্গভঙ্গি করে স্যুটকেসটা নামালো, তা আমার চোখে আজও লেগে আছে। মেয়েটা আর কে হবে? আমার বউ :)

আরেকটা সুন্দর দৃশ্য দেখেছিলাম। আর লিখলাম না। কারো ইচ্ছে থাকলে যাবেন এই লিংকে - ত্রিকাল - ২ নাম্বারটা দেখুন

তবে সবচাইতে রোমান্টিক দৃশ্যগুলো আমি এখানেই দেখেছি

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: একজন পার্ফেক্ট কবি মনের বহুবিধ সৌন্দর্য পিয়াসী মনের যথার্থতা প্রকাশ পেয়েছে। শেষ দৃশ্যটায় চমকে দিয়েছেন!

৯| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
সময়, পরিস্থিতি, মনের অবস্থা, পরিবেশের সাথে সাথে প্রতি মুহুর্তেই এই চিত্র বদলায় আমার কাছে।

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: তা অবশ্যই ঠিক।

১০| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৭

মিরোরডডল বলেছেন:



সেন্সর করতে হবে নাকি এজ ইট ইজ শেয়ার করা যাবে?

একটা করে বলা মুশকিল, ভালোলাগার রোম্যান্টিক দৃশ্য অনেক আছে ।




০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪১

জুল ভার্ন বলেছেন: নো সেন্সরশিপ... অকপটে বলা/লেখা যারা যারযার ভালো লাগার দৃশ্য, সবাই দেখতে পারবেন।

১১| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৫

মিরোরডডল বলেছেন:




প্রিয় একটি মুভি ক্লিপ ।



বুঝতেই পারছে সেটা আর দিলাম না…… :)

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:০৯

জুল ভার্ন বলেছেন: অসাধারণ!

১২| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৩

জুল ভার্ন বলেছেন: ....হয়তো, সব একদিন ঝরে যাবে, কিছুই থাকবে না, নিশ্চিহ্ন হবে সবকিছু। শুধু ব্যথাকুসুম রয়ে যাবে। যাকে কেউ কেউ ভালোবাসা বলে। এই রোমান্টিক দৃশ্য থেকে যায়....

১৩| ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: একজন বাবা তার ছোট কন্যাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। কন্যা তার বাবার হাত ধরে হাঁটছে।
এই দৃশ্যটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। মনোরম।

০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪১

জুল ভার্ন বলেছেন: একজন পিতার কাছে খুব সুন্দর দৃশ্য। ❤️

১৪| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

মিরোরডডল বলেছেন:




আজ ফিফথ অক্টোবর প্রিয় কেইট উইন্সলেটের জন্মদিন ।
তার এই রোম্যান্টিক মোমেন্টটাইতো শেয়ার করা হলোনা ।
এ মুভিটা যে কতবার দেখেছি !
আরও অনেকগুলো সুন্দর দৃশ্য আছে ।




০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪২

জুল ভার্ন বলেছেন: আমার অন্যতম প্রিয় অভিনেত্রী।

১৫| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: আজ থেকে বছর দশেক আগে আমেরিকার একটি বিমানবন্দরে এক তরুণ যুগলের একটি রোমান্টিক দৃশ্য চোখে পড়েছিল, যা আপনার পোস্ট পড়ে মনে পড়ছে। ওরা বিমানবন্দরে এসেছিল একে অপরকে বিদায় জানাতে। কে কাকে বিদায় জানাচ্ছিল তা আজ মনে নেই। ওরা উভয়ে ক্ষণে ক্ষণে একে অপরকে আলিঙ্গণ করে হাল্কা চুম্বন বিনিময় করছিল, কিন্তু সেটা তেমন কিছু নয়। ওসব দেশে ওটাই প্রচলিত রীতি। আমার যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে ওরা দুজনেই ফুঁপিয়ে কাঁদছিল, আর চুম্বনের ফাঁকে ফাঁকে একে অপরের অশ্রু মুছিয়ে দিচ্ছিল, নিবিড় আলিঙ্গণে একে অপরকে জড়িয়ে রেখে উষ্ণতা ও আদর ভাগাভাগি করে নিচ্ছিল। সেই অনন্ত প্রেমের মুহূর্তটাই আমার দেখা মতে "সব চাইতে রোমান্টিক দৃশ্য......."

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩

জুল ভার্ন বলেছেন: মনে হচ্ছে আপনার বয়ানে আমিই সেই দৃশ্যটা দেখছি....
দেশে বিদেশে অমন অনেক দৃশ্য দেখেছি- যা একান্তই পারস্পরিক পবিত্র সম্পর্কের বহিঃপ্রকাশ।

১৬| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: আমার আরেকটা প্রিয় দৃশ্য আছে।
একজন ক্ষুধার্থ মানুষ আরাম করে বসে তৃপ্তি নিয়ে খাচ্ছে।

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৬

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর মানবিক দৃশ্য!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.