নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মার্ক্সের অবৈধ সন্তান.....

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১

মার্ক্সের অবৈধ সন্তান.....

শ্রেণি-সংগ্রামের তত্ত্বকথায় যিনি প্রবাদপুরুষ, তিনি বাড়ির পরিচারিকার কাছ থেকে ‘ফায়দা’ নেবেন, চরম শত্তুরেও তা মানতে চাইবে না। কিন্তু ইতিহাসের বড় একটা অংশ বলছে, ঘটনা কতকটা তা-ই। সময়টা ১৮৫০। মার্ক্সের স্ত্রী জেনি ফন ওয়েস্টফালেনের গর্ভে তখন চতুর্থ সন্তান। স্বামীর কাজের জন্য পয়সা জোগাড় করতে ক’দিনের জন্য তিনি ঘরের বাইরে। ঠিক তখনই অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন মার্ক্সের বাড়ির পরিচারিকা হেলেন ডেমুথ।


মার্ক্সের কুকীর্তি ধামাচাপা দিতে, কমরেডের মুখরক্ষায়, সর্বোপরি তাঁর সংসারটি টিকিয়ে রাখতে অগত্যা সেই নিষ্পাপ অবৈধ সন্তানের ছদ্মপিতার ভূমিকায় অবতীর্ণ হলেন মার্ক্সের চিরবিশ্বস্ত ‘জেনারেল’— ফ্রেডরিক এঙ্গেলস! ব্যাচেলর এঙ্গেলসের সুনাম ধার করেই তার নামকরণ হল: ফ্রেডরিক লিউইস ডেমুথ। ‘আউট অব সাইট’ রাখতে জন্মের পরই তাকে পাঠিয়ে দেওয়া হল মা হেলেন ডেমুথের থেকে দূরে, পালক পিতা-মাতার কাছে। সাময়িক ভাবে বিস্মৃতির অতলে ‘আউট অব মাইন্ড’ হয়ে রইল ‘ফ্রেডি’। জীবনকালে মার্ক্সকে আর এই কুকামের খোঁচা খেতে হয়নি।

কিশোরীবেলা থেকেই হেলেন ডেমুথ ছিলেন জেনির বাপের বাড়ির পরিচারিকা। তাঁর চিরসাথী। মার্ক্স-জেনি বিবাহের পর তাঁদের সংসারের দেখভাল করতে হেলেনকে পাঠান মার্ক্সের শাশুড়ি। মার্ক্স ও জেনির মৃত্যু পর্যন্ত তাঁদের সঙ্গেই ছিলেন হেলেন। সকলেরই অতি কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। তাঁকে আদর করে ডাকতেন ‘লেনচেন’, কেউ ডাকতেন ‘নিম’। ১৮৮৩ সালে মার্ক্সের মৃত্যুর পর এঙ্গেলসের গৃহ-পরিচর্যার দায়িত্ব নেন হেলেন। ১৮৯০ সালে ক্যান্সারে তাঁর মৃত্যু হয়। মার্ক্স পরিবারের এতটাই ঘনিষ্ঠ ছিলেন তিনি, তাঁকে লন্ডনের হাইগেট-এ মার্ক্স পরিবারের সঙ্গেই সমাহিত করা হয়।

কিন্তু হেলেন কি মার্ক্স বা এঙ্গেলসের পরিচারিকামাত্রই ছিলেন? হেলেনের মৃত্যুর পর এঙ্গেলস বিবৃতি দিয়ে তাঁর কাণ্ডজ্ঞান, চরিত্রের ঋজুতা, অন্যের জন্য অন্তহীন ভাবনা ও বিশ্বস্ততার তারিফ করছেন। এ-ও বলেছেন, শুধু ঘরোয়া অনুষ্ঠানগুলির ক্ষেত্রেই নয়, অর্থনীতি বিষয়ক লেখাগুলির ক্ষেত্রেও মার্ক্স বিশেষ ভাবে গুরুত্ব দিতেন হেলেনের মতামতকে। তা হলে কি পাশে থাকা এক মহিলার তুমুল বুদ্ধিবৃত্তিই মার্ক্সকে অবৈধ সম্পর্কের দিকে টেনে নিয়ে গিয়েছিল?

এই তত্ত্ব মানতে নারাজ ‘লভ অ্যান্ড ক্যাপিটাল: কার্ল অ্যান্ড জেনি মার্ক্স অ্যান্ড দ্য বার্থ অব আ রেভোলিউশন’-এর লেখক মেরি গ্যাব্রিয়েল। মার্ক্সের এ জীবনীতে তিনি খোলাখুলি লিখেছেন এই অবৈধ সম্পর্কের কথা। কিন্তু বেশ বছর কয়েক আগের এক সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল বলছেন, 'মার্ক্স-হেলেন শারীরিক মিলন কেন হয়েছিল, কী ভাবে হয়েছিল, তা আজও রহস্য। হয়তো তা কোনও ধারাবাহিক লম্বা সম্পর্ক ছিল না, ক্ষণিকের দুর্বলতার জেরে ঘটে থাকবে।'

মার্ক্সই যে ফ্রেডরিক ডেমুথের জন্মদাতা, এ কথা অবশ্য সংশয়াতীত ভাবে মেনে নিতে চান না অনেক ঐতিহাসিক। কারণ, চাক্ষুষ প্রমাণের অভাব। তবে, মার্ক্সের মৃত্যুর পর তাঁর ছোট মেয়ে ইলেয়ানর যে লেনচেন-পুত্র ফ্রেডির সন্ধান পেয়েছিলেন, তাঁকে পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়েছিলেন, তাঁর প্রতি অতীতের বঞ্চনার কারণে অনুতপ্তও হয়েছিলেন, তা প্রমাণিত। এমনকী, ফ্রেডিকে যে তিনি সৎভাইয়ের মর্যাদা দিয়েছিলেন, স্মৃতি খুঁড়ে সেই দাবি করেছেন জার্মান মার্ক্সবাদী তাত্ত্বিক ক্লারা জেটকিং। আর কথা যখন কাহিনিতে এসে মিশেছে, তখন ঠিক-ভুলে মেশা মানুষের মতোই রঙিন হয়ে উঠেছেন দেবপ্রতিম কার্ল মার্ক্স। সে লাল যতটা সংগ্রামের, ততটাই সংরাগের। লেখক অগাস্ট ফ্রান্জা তাঁর ‘অ্যারোজ অব লংগিং’ বইয়ে গানে-নাটকে দেখিয়েছেন হেলেন-মার্ক্স একান্ত সম্পর্ক। হেলেনের প্রস্তাবমত এক পারস্পরিক দীর্ঘ র‌্যাপিড ফায়ারের শেষে আবেগঘন মার্ক্স বলছেন, ‘নাউ ইট’স টাইম টু প্লে মাই গেম।’ তার পর, নাট্যকারের নির্দেশ... ‘শি স্টপস রেজিস্টিং। দে ফল ইনটু ইচ আদার্স আর্মস, অ্যাজ লাইট্স স্লোওলি ডিম। ব্ল্যাক আউট।’

(আনন্দ বাজার পত্রিকা থেকে)

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


আজও রহস্য ব্যাপারে বহু কিছু থাকবে,তবে যদি রাস্তাঘাটে আপানার সাথে মার্ক্সের দেখা হলে "অবৈধ সন্তান নিয়ে কথা বলবেন??? নাকি অন্য কিছু বলবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

জুল ভার্ন বলেছেন: প্রথম, রাস্তাঘাটে আমার- আপনার কারোর সাথেই মার্ক্সের দেখা হবার কোনো সম্ভাবনা নাই। =p~
দ্বিতীয়ত, কার সন্তান- সেটাও জানার ইচ্ছা নাই। আমি মার্ক্স সাহেবের দর্শন সম্পর্কেই আগ্রহী। =p~

ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

নতুন বলেছেন: আমাদের স্যার বলতেন ""তত্ব কথা সবাই ভালো কইতে পারে।"" :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০

জুল ভার্ন বলেছেন: রাইট। তত্ব বাস্তবায়ণ করা খুবই কঠিন বলেই অদ্যাবধি মার্ক্সবাদ প্রতিষ্ঠিত হয়নি বললেই চলে। অথচ, বিশ্বজুড়ে মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা করা লোকের অভাব নাই।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এরকম অনৈতিক কাজ প্রায় সবার ছিল যেমন নীটশেরও ছিল । এরা আবার এসব ধামাচাপা দিয়ে নিজের বাদ প্রচার করে গেছে মজার ব্যাপার হলো কী জানেন আপনি এদের এই বিষয়ে সমালোচনা কম পাবেন কারণ তাঁদের বাদের কারণে তারা এতটাই প্রচারিত হয়েছেন যে একেবারে এপোথিওসিস প্রক্রিয়ায় তারা সেইসব বাদীদের ইশ্বর হয়ে গেছেন আর কেউ কী তার প্রভুর কালো দিক প্রচার করে ???

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

জুল ভার্ন বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত। আসলে আমরা সবাই আদর্শবাদী ডাবল স্টান্ডার্ড লোক!

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার কাছে অজানা তথ্য।

মার্ক্সের সুনাম এতে বিন্দুমাত্র কমবে বলে মনে হয় না। :)

বরং, মানুষ অনুসন্ধান করবে- মার্ক্সকে কেন বাঁচাতে গেলেন ফ্রেডেরিক এঙ্গেলস? তিনি মার্ক্সের মধ্যে এমন কি দেখতে পেয়েছিলেন যে গুরুকে অপমান থেকে বাঁচাতে গিয়ে নিজে অপমানিত করলেন? মার্কস কীভাবে এমন শিষ্য তৈরী করতে পারলেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

জুল ভার্ন বলেছেন: ফ্রেডেরিক এঙ্গেলস সাহেব নিজের এঙ্গেল থেকে গুরু দক্ষিনা দিয়েছেন। অর্থাৎ চোরে চোরে মাসতুতো ভাই =p~

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইয়ে মানে শাইয়ান ভাই এঙ্গেলস কিন্তু মার্ক্সের গুরু মার্ক্স এঙ্গেলসের না !!

এছ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৭

জুল ভার্ন বলেছেন: একমত।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আবার মার্ক্স কিন্তু অন্যতম দেইবাদী রবেস্পিয়ারের অনুগামী ছিলেন !!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৭

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

কামাল১৮ বলেছেন: পৃথিবীর কোন সভ্যদেশের লোক সন্তানকে জারজ বলে না।সন্তান পবিত্র।যীশুর পিতৃপরিচয় নিয়ে কারো মাথা ব্যাথা নেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮

জুল ভার্ন বলেছেন: আমার পোস্টে কোথাও জারজ শব্দটা লিখেছি?

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৮

জ্যাক স্মিথ বলেছেন: তাদের কাছে এটা মোটেও অবৈধ না, বিয়ের আগেই সন্তান এখন পশ্চিমা বিশ্বে সাধারণ বিষয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। এটা ওদের সংস্কৃতি। এই তো সদ্য পদত্যাগ করা বিশ্বব্যাপী জনপ্রিয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সন্তানের জননী কিন্তু এখনো বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেননি।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৫

শেরজা তপন বলেছেন: নতুন বলেছেন: আমাদের স্যার বলতেন ""তত্ব কথা সবাই ভালো কইতে পারে।""
~সহমত
জ্যাক স্মিথ বলেছেন: তাদের কাছে এটা মোটেও অবৈধ না, বিয়ের আগেই সন্তান এখন পশ্চিমা বিশ্বে সাধারণ বিষয়।
বিবাহিত বউ বর্তমান থাকতে অন্য নারীর গর্ভে সন্তানের জন্মদান অবশ্যই অবৈধ। সেটা যেকোন সমাজেই অবৈধ। তবে একে জারজ বলা ঠিক হবে না। সে জন্য বাবাকেই কাঠগড়ায় দাড়াতে হবে। এটা যদি অতি সাধারণ /বৈধ হয়ে থাকে তবে বাবা কেন জীবিতকালে সেটা স্বীকার করলেন না?? আজ থেকে এক/দেড়শ বছর আগের পশ্চিমা সমাজ ব্যাবস্থা আর আজকের সমাজ ব্যাবস্থার অনেক পার্থক্য -এটাতো মানবেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

জুল ভার্ন বলেছেন: কবি নজরুলের ভাষায়- "অসতী মাতার পুত্র সে যদি জারজপুত্র হয়,অসত পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়।"

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: শেরজা তপন বলেছেন: বিবাহিত বউ বর্তমান থাকতে অন্য নারীর গর্ভে সন্তানের জন্মদান অবশ্যই অবৈধ। সেটা যেকোন সমাজেই অবৈধ।

অনেক বলদ এটা বুঝতে পারে না একজনের সাথে যখন আপনি বিবাহের সম্পর্কে কমিটেড তখন অন্য কোন নারী/পুরুষের সাথে শারীরিক সম্পর্কটা অবৈধ, অন্যায়, প্রতারণা । এটা সব দেশের বেলাতেই সত্য । আপনি যত আধুনিক রাষ্ট্রেই বাস করেন না কেন এটা প্রতারণা । অথচ এটাকেই এক উজবুক স্বাভাবিক করার চেষ্টা করছে, যেন কোন অন্যায় নয় । অবশ্য যে যেমন করে বড় হয়েছে তেমনই ভাববে এটাই স্বাভাবিক । একটা প্রশ্ন আমার মনে জেগেছে যে তার বাবা যদি বাড়ির কাজের বুয়ার সাথে ঠিক একই কাজ করতো এবং সেই কাজের বুয়ার সাথে একটা বাচ্চা হত তাহলে সে কি বলতে পারতো একজনের জীবনে অনেকেই আসতে পারে? হয়তো পারতো । কিংবা এমন হয়তো হয়েছেই ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

জুল ভার্ন বলেছেন: তারাই বিষয়টা বুঝতে কিম্বা মানতে চায়না- যাদের জন্ম পাট ক্ষেতে, আখ ক্ষেতে কিম্বা টয়লেটে....

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বউয়ের সাথে প্রতারনা করা কি অনৈতিক না? এত বড় পণ্ডিত ব্যক্তি এটা করেছেন বলেই এগুলি নিয়ে মানুষ আলাপ করছে। যদিও সাধারণ মানুষের ক্ষেত্রেও এটি একটা অন্যায় কাজ।

ঐ যুগে ঐ দেশে বিবাহ ছাড়া সম্পর্ককেও খারাপ চোখে দেখা হত। নেতাদেরকে অবশ্যই আদর্শবান হতে হবে। কোন কারণে ভুল করলে ক্ষমা চাইতে হবে এবং সেটার দায়িত্ব নিতে হবে। হাজার ভালো কাজ করেছে বলে খারাপ কাজ করার অধিকার কেউ অর্জন করে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: চমৎকার মন্তব্য। তারাই বিষয়টা বুঝতে কিম্বা মানতে চায়না- যাদের জন্ম পাট ক্ষেতে, আখ ক্ষেতে কিম্বা টয়লেটে....

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: মার্কসের ডাক নাম ছিল বুড়োনিক। বুড়োনিকের এই স্ক্যান্ডালটা আমিও অনেকদিন আগে পড়েছিলাম। আসলে সত্য ঘটনা তো কখনো চাপা থাকে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

জুল ভার্ন বলেছেন: কিন্তু সত্যকে স্বীকার করার বা স্বীকৃতি দেওয়ার সৎ সাহস মার্ক্স সাহেবেরও ছিলো না!

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সবাই অনৈতিক সম্পর্ক নিয়ে বলছেন । মার্কস তো এই দোষে দোষীই আবার সন্তানকে অস্বীকার করবার মত বৃহৎ দোষেও তো দোষী তিনি । ফুকোর তত্ত্বানুযায়ী এক সময় এমন সম্পর্ক নেহাত মন্দ বলে সকলের কাছে পরিগণিত ছিল না বলেও যদি মেনে নিই সন্তানকে অস্বীকার করা কবে থেকে কোন সমাজে গ্রহণযোগ্য হল ? মার্ক্সের বড় অপরাধ তো হলো হেলেন ও তার সন্তানকে স্বীকার না করা যে মার্ক্স নারীদের দুঃখ দুর্দশা নিয়ে আহ্ চুক চুক করেছেন সেই মার্ক্সের এমন কাজকে তো আমি মনে করি মহা অন্যায় ধরা উচিত !

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৮

জুল ভার্ন বলেছেন: আপনার বক্তব্য শতভাগ সমর্থন করি। যারা দর্শন প্রচার করে তাদের মনের উদারতা থাকতে হবে, সত্যকে স্বীকার করার সৎ সাহস থাকতে হবে। নাহলে তার দর্শন গ্রহণ করতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: পড়লাম।
চুপ থাকলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩১

জুল ভার্ন বলেছেন: নিরবতা হিরন্ময় =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.