নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আমার ক্যামেরায় বাংলাদেশের নদী ও নৌকা....
লঞ্চে মুন্সীগঞ্জ অতিক্রম করার সময়।
নায়ারায়নগঞ্জ ধলেশ্বরী নিদীতে।
কিশোরগঞ্জ মিঠাইমন হাওরে।
কিশোরগঞ্জ মিঠাইমন হাওরে।
কক্সবাজার ইনানী সৈকতে।
নৌকার অবসর যাবপণ।
নৌকার মেরামতী চলছে....
চলন বিলে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
সাম্পান শুধু দেখেছি, কখনও সাম্পানে চড়া হয়নি।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৯
রানার ব্লগ বলেছেন: নদী ও নৌকা এই দুইয়ের সাথে আমার অসম্ভব প্রেম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৯
জুল ভার্ন বলেছেন: আমার নদী ভালো লাগে কিন্তু নৌকার প্রতি একধরণের খারাপ লাগা তৈরী হয়েছিল ছেলে বেলায়। নৌকায় আলকাতরা এবং মেটে তেল ব্যবহার করা হয় পানি রোধক এবং এন্টি ফাংগাল হিসেবে..... যার গন্ধ আমি সহ্য করতে পারিনা। এখন অবশ্য আলকাতরা এবং মেটে তেলের বদলে বিভিন্ন প্রকার পেইন্ট ব্যবহার করে।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
নদী ও নৌকার সাথে বাংলার জনপদ জড়িত। ছবিগুলো ভালো হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২
মাস্টারদা বলেছেন: "নাইয়া রে! নায়ের বাদাম তুইলা
কোন দূরে যাও বাইয়া?"
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৩
জুল ভার্ন বলেছেন: বাদাম তোলা/ পাল চোলা এখন দেখা যায়না বললেই চলে! বেশ কয়েকমাস আগে আরও একটা ছবি পোস্ট দিয়েছিলাম- সেখানে পাল তোলা একটা নৌকার ছবি তুলে দিয়েছিলাম।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১১
কামাল১৮ বলেছেন: একটা নৌকায় কোন লোক নাই।এর রহস্য কি?
আমাদের এলাকা হাওড় বাওড় আর ছোট ছোট খাল।স্বাধীনতার আগে এমন অনেক লোক ছিল যে জীবনে নৌকা দেখে নাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২২
জুল ভার্ন বলেছেন: ভাইজান, সম্ভবত ওই নৌকার নোংগর ছিড়ে ভেসে যাচ্ছিলো....
মুক্তিযুদ্ধের সময়, স্পেশালি ৯ নম্বর সেক্টরে নৌকাই ছিলো অন্যতম বাহন। আমি নিজেও নৌকা বেয়ে বিভিন্ন যায়গায় আর্মস এম্যুনেশন পৌঁছে দিয়েছি.....
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২
শূন্য সারমর্ম বলেছেন:
শেষের ছবিতে নিসঙ্গ নৌকা মনে হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৩
জুল ভার্ন বলেছেন: নোংগর ছেড়া নৌকা....
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৮
কামাল১৮ বলেছেন: আমি আমাদের এলাকায় বেড়ে উঠিনাই।আমি মুন্সিগঞ্জে ছিলাম।৭১ এর এপ্রিলে মুন্সিগঞ্জ থানা থেকে তিনটা রাইফেল নিয়ে তিন বন্ধু মুজিবর রহমান ঢালী সহ। যে কৃষক দলের সভাপতি ছিল,সোজা পেয়ারা বাগান চলে যাই।৭৪ পর্যন্ত বরিশালেই থাকি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৯
জুল ভার্ন বলেছেন: আমার দূর সম্পর্কের এক মামা বাতেন (কেমিস্ট) পেয়ারা বাগানে মুক্তিযুদ্ধ করেছেন....পরবর্তীতে সিরাজ শিকদারের পার্টির.... সক্রিয় কর্মী ছিলেন.... তার দলীয় নাম ছিলো কমরেড রতন সিং.....সিরাজ শিকদারের মৃত্যুর অনেক পর স্বাভাবিক জীবনে ফিরে এসে একটা বড়ো ঔষধ কোম্পানির উচ্চপদস্ত কর্মকর্তা হয়েছিলেন....
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪
শেরজা তপন বলেছেন: একটা ছইয়ালা বা গয়নার নৌকা মিস করছি!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: মুক্তিযুদ্ধের সময় গয়না নৌকায় ভ্রমনের অভিজ্ঞতা আছে।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ছবি গুলো আরও বড় হলে দেখতে বেশি সুন্দর লাগতো।
এবং প্রতিটা ছবির নিচে নদীর নাম ও লোকেশন লিখে দিলে ভালো হতো।
চলুন আপনি আর আমি একদিন ছবি তুলতে কোথাও যাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮
জুল ভার্ন বলেছেন: ছবিগুলো বড়োই ছিলো। লোকেশন লিখে দিলাম। সেল ফোন থেকে আপলোড হচ্ছিলোনা। তাই এডিট করে সাইজ ছোট করেছি।
খুব প্যারার মধ্যে আছি- বেঁচে থাকাই দায়! সৃজনশীল কোনো কিছুতেই মনোযোগ দিতে পারিনা।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫
রাফখাতা- অপু তানভীর বলেছেন: শেষ ছবিটা সব থেকে বেশি সুন্দর মনে হচ্ছে ।
২য় ছবির লোকেশন কোন জায়গা? পেছনের বিল্ডিং দেখে মনে হচ্ছে বুড়িগঙ্গা কিন্তু পানির রং দেখে আবার মনে হচ্ছে অন্য কোথাও।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: এডিট করে ছবির লোকেশন উল্লেখ করেছি। তোমার ধারণা অনেকটাই সঠিক। উল্লেখিত ছবিটা বুড়িংগয়ার শেষ প্রান্তে- যেখানে ধলেশ্বরীর শুরু...। বর্ষাকালের শেষের দিকের ছবি, তাই স্বচ্ছ পানি।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন: আহা, অপূর্ব । চমৎকার ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার হয়েছে ছবিগুলি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: বর্তমানে ব্লগে সক্রিয় যারা তাদের মধ্যে রাজীব নূর আর আপনি অত্যন্ত ভালো চিত্র গ্রাহক। আপনি যখন বলেছেন- ছবি ভালো হয়েছে- তখন আমারও ভালো লাগছে।
শুভ কামনা।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
নতুন নকিব বলেছেন:
চমৎকার।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ছবিগুলো বড়োই ছিলো। লোকেশন লিখে দিলাম। সেল ফোন থেকে আপলোড হচ্ছিলোনা। তাই এডিট করে সাইজ ছোট করেছি।
খুব প্যারার মধ্যে আছি- বেঁচে থাকাই দায়! সৃজনশীল কোনো কিছুতেই মনোযোগ দিতে পারিনা।
ধন্যবাদ।
শুনুন এখন আপনি শুধু পড়বেন আর লিখবেন। আপনি অনেক দেখেছেন। অনেক জেনেছেন। সেই অভিজ্ঞতা গুলো এবার আমাদের জন্য শুধু লিখবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫২
জুল ভার্ন বলেছেন: কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে..... আর কতোদিন তোমাদের মাঝে থাকতে পারবো জানিনা!
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৯
মিরোরডডল বলেছেন:
নদী ও নৌকা দুটোই অনেক ভালোলাগার।
ছবিগুলো সুন্দর।
যাহার লাগে কাঁন্দে পোড়ামন
মনের ব্যথা বোঝে না সে ভাবে না আপন
নদীর কূলে বাধলাম ঠিকানা
সেই ঠিকানায় থাকা হইলো না
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
জুল ভার্ন বলেছেন: এতো জানে নদী তবু কথা বলে না.....
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ফটো। সাম্পান মনে হয় সহজে ডোবে না এগুলির আকৃতির কারণে।