|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
 বিনা ভোটে নির্বাচিত 'বিশ্বনেত্রী', 'রোল মডেল' হযরত হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়ে কিছু লেখার নাই। তবে তাঁর আইনী ক্যাডার আনিসুল হক, যিনি আইন ছাড়া কিছুই বুঝতেন না- তিনিই আইন অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ইতোমধ্যেই খাচাবন্দী হয়েছে। এবার অন্যদুই সন্ত্রাসী জোকার ওবায়দুল কাদের, হাসান মাহামুদ ধরা পরলেই- তিনটাকে ক্লাউন হিসেবে ফুটপাতে জোকের তেল, কৃমির বড়ি বিক্রি করা ক্যানভাসার অথবা যাত্রা দলের কাছে কিছু দিনের জন্য তুলে দেওয়ার অনুরোধ করছি। 
রাষ্ট্রীয় জোকার হিসেবে এতোদিন ওরা মানুষ হাসাতো, এখন ওদের দেখে মানুষ হাসবে!  
   
  
 ২৯ টি
    	২৯ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:৪৫
১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:৪৫
জুল ভার্ন বলেছেন: আমার বিরুদ্ধে চারটা ডিজিটাল নিরাপত্তা আইন মামলা এবং একডজন অগ্নী সংযোগ, বিশৃংখলা, আইন সৃংখলায় বিঘ্ন সৃষ্টি মামলা ছিলো। দুতিনটা ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় বেকসুর খালাস পেয়েছি। সব চাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- বিচারক লিখেছেন- "মিথ্যা মামলা দিয়ে শারিরীক নির্যাতন-নিপীড়ন, হয়রানী এবং আর্থিক ক্ষতির জন্য খালাশ প্রাপ্ত আসামী দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।"
পরবর্তী মামলার হিয়ারিং তারিখে অন্যসব মামলাও খারিজ হবে ইন শা আল্লাহ।
২|  ১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:১২
১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:১২
রানার ব্লগ বলেছেন: ফিরে এসেছেন দেখে ভালো লাগলো। আশাকরি আবার অন্তর্ধান হবেন না।
  ১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪১
১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪১
জুল ভার্ন বলেছেন: আমি বেহায়ার মতো নই।
৩|  ১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:২৪
১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
ফিরে এলেন জুল ভার্ন।
  ১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪২
১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪২
জুল ভার্ন বলেছেন: তোমার জন্য শুভ কামনা ❤️
৪|  ১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:৪৬
১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:৪৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: আইনি চোর তথা আইনি বাটপার আনিস এখন খাঁচায় ।
 কা কা কাদের তথা কাউয়া কাদেরের সাথে সাথে তথ্য সন্ত্রাসী হামা'ন কেও  খাঁচায় দেখার অপেক্ষায় ------------------
  ১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪৩
১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাটপারের সাগরেদ বলে কথা!
৫|  ১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৫:২৮
১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৫:২৮
মেঠোপথ২৩ বলেছেন: welcome back। সবগুলারে আদালতে দাড় করানোর আগে আয়নাঘরে রাখা হোক কিছুকাল।
  ১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪৪
১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: তাতে চোরের স্বভাব বদলাবে না। লুটপাট আর গণহত্যার দায়ে ওদের ফাঁসি হওয়া উচিত।
৬|  ১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৫:৩২
১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৫:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- অনেক অনেক দিন পরে আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো।
- আরো অনেকেরই শেষ পরিনতি দেখার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত হয়তো তেমন কিছুই হবে না। হয়তো কিছু দিন বা বছর জেলে থাকবে বা লুকিয়ে থাকবে দেশের বাইরে। তাপর বেঁচে থাকলে আবার বুক চিতিয়ে ফিরে আসবে।
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৩২
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৩২
জুল ভার্ন বলেছেন: ওদের আমজনতা গণপিটুনি দিয়ে মেরে ফেলবে- সেই জন্য সেনাবাহিনী শেল্টার দিয়েছে। অনেক বড়ো কিছু প্রত্যাশা নাই- তবুও একটা ধাক্কা খেয়ে যদি একটু সম্বিত ফেরে!
৭|  ১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৩৪
১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১০:৩৪
করুণাধারা বলেছেন: এই তিনটা ছাড়াও আরো আছে। ওয়াসার তাক্সিম, মিথ্যুক আরাফাত, পলক.. আরো অনেকগুলো সবগুলোকে খাঁচায় পছন্দ করে উন্মুক্ত জায়গায় রাখা উচিত। মানুষ গিয়ে থুথু দেবে!
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। আশাকরি নিয়মিত হবেন।
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৩৫
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: তালিকা অনেক লম্বাঃ শেখ হাসিনা,- ও: কাদের- আরাফাত- হাসান মাহামুদ- ইনু- শাজাহান খান- কামরুল ওরফে গমরুল- আহমদ আলী- বালেস্টার তাপস- সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী রফিকুল ইসলাম, নসরুল হামিদ বিপু, জাহাংগীর কবির নানক- মহিউদ্দিন খান আলমগীর- মোশাররফ হোসেন কাজল- খুরশিদ আলম- সাদ্দাম- সুভাস সিংহ- সোমা ইসলাম- নাইমুল ইসলাম- শ্যামল দত্ত- বিচোরপতি খায়রুল হক- কালাচোর মানিক- চৌধুরী আবদুল্লা আল মামুন- হারুন- বিপ্লব- আসাদুজ্জামান মিয়া- বেঞ্জির- শহিদুল হক- মহিউদ্দিন ফারুকী- শাবান মাহামুদ- মোজা বাবু- মঞ্জুরুল ইসলাম- দিপুমনি- তারানা- সাজু খাদেম- সিদ্দিকুর রহমান- বেদু- মাইজভান্ডারি..... দেশের সকল থানার ওসি, ইউএনও, এসি ল্যান্ড, এসপি, ডি আই জি রেঞ্জ, সব সচিব....
৮|  ১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১১:২১
১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১১:২১
কামাল১৮ বলেছেন: পালানোর কারন ব্যাখ্যা করে পোষ্ট দিবেন আসা করি।ফিরে আসাতে ভালো লাগছে।আমি আপনার লেখা নিয়মিত পড়ি।ফেসবুকে আপনার লেখা দেখেছি,কিন্তু আমি ফেসবুকে মন্তব্য করি না।
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৩৯
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: জীবনের নানান চড়াই উতরাইয়ে আপনি একজন অভিজ্ঞ মানুষ, সর্বপরি একজন বীর মুক্তিযোদ্ধা- অভিজ্ঞতার আলোকে এই বিষয়ে আপনিই ভালো বলতে পারবেন। শুভ কামনা।
৯|  ১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১১:৩১
১৪ ই আগস্ট, ২০২৪  রাত ১১:৩১
ভুয়া মফিজ বলেছেন: আপনাকে আবার দেখে ভালো লাগলো। নিয়মিত হন ভাইজান। 
একে একে সবকয়টা হারামজাদাকেই হিসাবে আনা হবে ইন শা আল্লাহ।
আর একটা কথা। ছাগলদেরকে যতো লাই দিবেন, এরা ততো মাথায় উঠবে, কাজেই নতুনভাবে স্বাধীন এই দেশে এদেরকে গোনা-গুনতিতে নেয়ার কোন মানে নাই। ব্লগিং চালিয়ে যাওয়াটাই আসল কথা। 
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪০
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: তেলাপোকা, ভাইরাস বেঁচে থাকবে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত।
ভালোবাসা অফুরান।
১০|  ১৫ ই আগস্ট, ২০২৪  রাত ২:৫১
১৫ ই আগস্ট, ২০২৪  রাত ২:৫১
রবিন_২০২০ বলেছেন: স্বাগতম। আবার আপনাকে ফিরে পেয়ে ভালো লাগলো।
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪০
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১|  ১৫ ই আগস্ট, ২০২৪  দুপুর ১:২৩
১৫ ই আগস্ট, ২০২৪  দুপুর ১:২৩
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: 
ওয়েলকাম ব্যাক জুল ভার্ন !
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪০
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১২|  ১৫ ই আগস্ট, ২০২৪  দুপুর ২:০১
১৫ ই আগস্ট, ২০২৪  দুপুর ২:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের এমন ভাবে শাস্তি নিশ্চিত করতে হবে যেন এরা আর কোনদিন রাজনীতির নাম মুখে না নেই এবং অন্যরাও শিক্ষা গ্রহণ করে।
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪২
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।
১৩|  ১৫ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:৩৮
১৫ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:৩৮
ধুলো মেঘ বলেছেন: এদের পাশাপাশি আমি চাই জি এম কাদের এবং রওশন এরশাদের খুব লজ্জাজনক পরিণতি।
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪২
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: একমত।
১৪|  ১৫ ই আগস্ট, ২০২৪  রাত ৮:১০
১৫ ই আগস্ট, ২০২৪  রাত ৮:১০
জটিল ভাই বলেছেন: 
হাহাহাহাহা....... অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে অনেক ভালো লাগছে প্রিয় ভাই ♥♥♥
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪২
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৫|  ০২ রা সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৪৫
০২ রা সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৪৫
রাজীব বলেছেন: মতপ্রকাশের স্বাধীনতা আবার ফিরে এলো। নতুন করে আবার স্বাগতম জানাই।
  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:০৩
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১১:০৩
জুল ভার্ন বলেছেন: রাজীব, তোমাকে খুব মিস করেছি। তোমার জন্য শুভ কামনা।
তোমার ০১৯----৯৪৮ নম্বর কি ঠিক আছে?
১৬|  ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৪২
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:৪২
রাজীব বলেছেন: ঠিক আছে।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১০:৩১
০৭ ই সেপ্টেম্বর, ২০২৪  সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:১৭
১৪ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:১৭
রাসেল বলেছেন: ব্লগে সুস্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আশা করি আবার আপনি আমাদেরকে ব্লগে মূল্যবান লেখা দেবেন।