|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
স্বাধীনতা যুদ্ধের শহীদের তালিকা করি....
 
শহীদদের সম্মান কোনো সংখ্যা দিয়ে বিবেজ্য হতে পারে না। তবুও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বিষর্জন দিয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছিলাম তাদের সম্মানার্থেই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞাতার্থে তালিকা করা উচিৎ। 
আপসোস, স্বাধীনতার ৫৩ বছরেও রাষ্ট্র কিম্বা কোনো দলীয় সরকারও এই তালিকা করার কোনো উদ্যোগ নেয়নি। তাহলে ৫৩ বছর পরে কি সেই তালিকা করার সুযোগ আছে? 
আমি বলবো অবশ্যই আছে এবং সেই তালিকা করার দায়িত্ব আমাদের নাগরিক সমাজের। আবার নাগরিকদের মধ্যে যারা সোস্যাল মিডিয়ায় সক্রিয় তারাই অগ্রণী ভুমিকা রাখতে পারেন।
কিভাবেঃ একদা সামহোয়্যারইন ব্লগ যখন রমরমা ছিলো তখন শতশত ব্লগার এক্টিভ ছিলেন- তারা লিখতেন, মন্তব্য করতেন। সেইসব ব্লগারগণ এই দেশেরই গ্রামগঞ্জ এবং শহরের শিক্ষিত শ্রেণীর মানুষ। এখন যারা সোস্যাল মিডিয়ায় সক্রিয় তারা এদেশের প্রতিটি পরিবারের সদস্য বলা যায়। 
সোস্যাল মিডিয়ার এইসব বন্ধুরাই নাগরিক সাংবাদিক হিসাবে নিজনিজ এলাকার শহীদদের নাম, বাবা-মায়ের নামসহ পূর্ণ ঠিকানা এবং কোথায় কিভাবে শহীদ হয়েছিলেন- তা উল্লেখ করবেন। এব্যাপারে সাহায্য সহযোগিতা নিবেন স্থানীয় মুরব্বিদের, যারা স্বাধীনতা যুদ্ধের সময় অন্তত ১৪/১৫ বছর এবং ততর্ধ বয়সী ছিলেন। আবার দেশের উপজেলা, জেলা ছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্মৃতি সৌধ, নেনানিবাস, পুলিশ লাইন, সাবেক বি ডি আর- বর্তমান বিজিবি, আনসার একাডেমী, সুপ্রিম কোর্ট চত্তরে স্মৃতি স্তভে নিজ নিজ প্রতিষ্ঠানের শহীদের নাম ফলক আছে- সেখান থেকেও শহীদদের তালিকা সংগ্রহ করতে পারি।
চাইলে একই প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা, রাজাকারদের তালিকা করা সম্ভব। এব্যাপারে ব্লগ মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি। ব্লগ কতৃপক্ষ একটা ডাটাবেইজ তৈরী করে এই ব্লগে যারা মুক্তিযোদ্ধা আছেন, শিক্ষিত স্বজ্জন আছেন- তাদের নিয়ে একটা কমিটি করে তালিকা যাচাই-বাছাই এবং প্রাথমিক মূল্যায়ণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে পা্রেন। আমি আমার প্রস্তাবনা দিয়েছি। এই বিষয়ে ব্লগারদের মতামতের উপর ভিত্তি করে আরও বেশী অংশগ্রহন মূলক এবং বস্তুনিষ্ঠ করার সুযোগ আছে।
আসুন, এভাবেই আমরা আমাদের দেশমাতৃকা স্বাধীনতা যুদ্ধে শহীদদের তালিকা করে আমরাও স্বাধীনতা যুদ্ধে অবদান রাখি। 
ধন্যবাদ সবাইকে। 
উল্লেখ্য, এমন একটা পোস্ট ২০০৮ সালে আমি সামহোয়্যারইন ব্লগে লিখেছিলাম, এক শ্রেণীর গালিবাজ প্রতিক্রিয়াশীল ব্লগারদের বিরোধিতার মুখে কার্যকর করা সম্ভব হয়নি!
 ১৮ টি
    	১৮ টি    	 +৮/-০
    	+৮/-০  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৩০
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৩০
জুল ভার্ন বলেছেন: জ্বি, শুরু করুন- নিজ থেকেই। ইন শা আল্লাহ আমরা সফল হবো।
২|  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৫০
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৫০
জটিল ভাই বলেছেন: 
সুন্দর প্রস্তাবনা। কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা কেউ কি বাঁধবে?
  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৫৫
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৫৫
জুল ভার্ন বলেছেন: শুরু করতে হবে নিজ থেকেই।
৩|  ১৭ ই আগস্ট, ২০২৪  দুপুর ১২:১৫
১৭ ই আগস্ট, ২০২৪  দুপুর ১২:১৫
শেরজা তপন বলেছেন:  আহা ভাই আপনাকে দেখে বড় আরাম বোধ করছি। ওয়েলকামব্যাক।
 পরে আসছি
  ১৭ ই আগস্ট, ২০২৪  দুপুর ১২:৪৮
১৭ ই আগস্ট, ২০২৪  দুপুর ১২:৪৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪|  ১৮ ই আগস্ট, ২০২৪  রাত ১:৫৯
১৮ ই আগস্ট, ২০২৪  রাত ১:৫৯
কামাল১৮ বলেছেন: জীবিতদের তালিকাই ঠিক নাই মৃতদের তালিকা করে আর কি হবে।এখনতো মুক্তিযোদ্ধারাই বড় শত্রু।দেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হলো।আগের স্বাধীনতা বাদ।
  ১৮ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৩৩
১৮ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:৩৩
জুল ভার্ন বলেছেন: শ্রদ্ধেয় ভাই, আশা করি- আপনি বিবেক বর্জিত হয়ে কারোর পক্ষ অবলম্বন না করে সত্য উন্মোচণ করবেন। মুক্তিযোদ্ধারা কখনো শত্রু ছিলেন না, বরং সর্বজন শ্রদ্ধেয়ই ছিলেন। কিন্তু স্বৈরসরকার লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরী করে এবং অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের 'রাজাকার' বলে বিতর্কের বিষয় বানিয়েছে- এটাই স্বৈরশাসকদের একটা পরিকল্পনা।
অপটপিকঃ এই পোস্ট দেওয়ার পর একটা কমিটি করার জন্য কয়েকজন আমার সাথে কথা বলেছেন। আমি তাদেরকে বলেছি- সত্য প্রকাশ করতে- কামাল ভাই (আপনি), কর্ণেল খায়রুল আহসান ভাই, ডক্টর রমিত আজাদ, আহমেদ জিএস ভাই  সহ যারা সত্য জানেন- তাদের নিয়ে একটা কমিটি করা যেতে পারে।
৫|  ১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:২৬
১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:২৬
মিরোরডডল  বলেছেন: 
অনেকদিন পর জুল ভার্নকে দেখছি।
কেমন আছে জুল ভার্ন?
কেমন ছিলো?
  ২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৫
২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৫
জুল ভার্ন বলেছেন: অমাবস্যার চাঁদ কি দেখা যায়!  
আলহামদুলিল্লাহ। ভালো আছি, ভালো ছিলাম। 
৬|  ১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:০৬
১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:০৬
বাউন্ডেলে বলেছেন: শহীদের লিষ্ট করা সম্ভব নয়। কারন মুক্তিযোদ্ধাদের হাতে নিহত অনেক রাজাকার সন্তান বড় প্রভাবশালী দলগুলোতে শক্ত অবস্থান নিয়ে আছে। তাদের বাবাকে তারা শহীদ হিসেবে দাবী করে এবং চার ভাই থাকলে এক ভাই একেক দলে অবস্থান নিয়ে পারিবারিক দাপট সব সরকারের আমলেই অব্যাহত রাখতে পারে। শুধু তাই নয় তারা তাদের বাবা/দাদার নামের শহীদ উপাধি অফিসিয়ালভাবে লাগিয়ে রেখেছে। কোন সরকারের পক্ষেও এই উদ্যেগ সফল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।
  ২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৬
২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: অবশ্যই সম্ভব। মনে রাখবেন, আমাদের তরুণ সমাজই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাদের সহযোগিতা নিবেন।
তালিকা করার জন্য রাজাকারদের সাহায্য নিবেন কেনো! রাজাকারের সন্তানেরা যতই ক্ষমতাশালী হোক, আপনি অসংখ্য ভালো মানুষ পাবেন তাদের থেকেই সঠিক তথ্য নিবেন।
৭|  ১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:২৮
১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:২৮
রাসেল বলেছেন: ভালো উদ্যোগ হতে পারে। যদি অপরাধীদের শাস্তি না হয়, তবে শহীদের তালিকা দীর্ঘ হবে। দেশ ও দেশের জন্য কোনো উপকার হবে না। শহীদদের এবং তাদের পরিবারের আত্মত্যাগ সম্পূর্ণ বৃথা যাবে।
  ২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৭
২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৭
জুল ভার্ন বলেছেন: বাস্তবতার নিরিখে খুব সুন্দর কথা বলেছেন।
৮|  ১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:৩৯
১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৪:৩৯
বাউন্ডেলে বলেছেন: জুল ভার্ন বলেছেন: অবশ্যই সম্ভব। মনে রাখবেন, আমাদের তরুণ সমাজই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাদের সহযোগিতা নিবেন।
তালিকা করার জন্য রাজাকারদের সাহায্য নিবেন কেনো! রাজাকারের সন্তানেরা যতই ক্ষমতাশালী হোক, আপনি অসংখ্য ভালো মানুষ পাবেন তাদের থেকেই সঠিক তথ্য নিবেন। 
আমাদের এখানকার সমন্বয়ক বাহিনীর মধ্যে কয়েকজন রাজাকার দের বংশধর ও পুত্র। তারা শহীদদের বাড়ীতে লুটপাট চালিয়ে গরু-ছাগল দিয়ে কয়েকদিন ধরে পিকনিক করেছে।  
  ২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৯
২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৯
জুল ভার্ন বলেছেন: এরাই সমাজের জন্য সব চাইতে বিপদজনক!
৯|  ১৯ শে আগস্ট, ২০২৪  সকাল ১০:৫৬
১৯ শে আগস্ট, ২০২৪  সকাল ১০:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে আপনাকে দেখে অনেক ভাল লেগেছে।
নিয়মিত লিখবেন ভাইয়া।
  ২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৮
২২ শে আগস্ট, ২০২৪  সকাল ১১:০৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে নানাবিধ কারণে আমি ব্লগে নিয়মিত হতে পারছিনা- তবে ব্লগ ছেড়ে যাইনি এবং যাবো না।।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:২৯
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:২৯
আলামিন১০৪ বলেছেন: ব্লগ নির্ভর তালিকা রা করে, গ্রামে-গঞ্জে গিযে মুরব্বীদের সাথে কথা বলে তালিকা তৈরী করতে হবে