নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
নতুন বাংলাদেশ।
আমজনতার বাংলাদেশ।
স্বৈরাচার মুক্ত বাংলাদেশ।
ত্রাণ নিতে নয়, বন্যার্তদের ত্রাণ দিতে
স্বতঃস্ফূর্ত জনতার ঢল নেমেছে টিএসসি প্রাংগনে! ❤️
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: জটিল ভাই, এই বন্যাকালে যদি হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে- এত দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং চাঁদাবাজি করে কয়েক হাজার কোটি টাকা দুই বহিন মিলে গাপুসগুপুস করে দিতো! ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতারা লালে লাল হয়ে যেতো। কর্মীরা দাবড়ে বেড়াতো নতুন মোটরসাইকেল!
২| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৬
নয়া পাঠক বলেছেন: আজ যদি তথাকথিত নির্বাচিত কোন এমপি মন্ত্রী থাকতো কেউ তাদের বিশ্বাস করে ১ টাকাও দিত না। এ বিস্ফোরণ গণ মানুষের, এ বিষয় আম-জনতার। তাই এ স্বতস্ফূর্ততা।
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭
জুল ভার্ন বলেছেন: আপনার সাথে একমত।
৩| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৯
ভুয়া মফিজ বলেছেন: পতিতা হাসিনার পতনের পরে প্রথম ভিজিবল সুফল জাতি দেখলো যে, আজ মানুষের পাশে মানুষ। পুরোটা জাতি আজকে ঐক্যবদ্ধ। এই অবস্থায় আওয়ামী দালালদের জ্বলুনি আরো বেড়ে গিয়েছে। তবে এরা চুপচাপ আছে, তলে তলে ষড়যন্ত্র করার ফন্দি আটছে। অতি নির্লজ্জ কয়েকটা ব্লগে সরব। তার মধ্যে একটা দেখেন ১০দিনেই উন্নয়নের রোডম্যাপ খুজছে।
আপনার তো প্রচুর অভিজ্ঞতা। প্রচুর দেখেছেন। বলেন তো এরা এতো নির্লজ্জ কিভাবে হয়? নেশা টেশা করে নাকি ডাইলখোর পতিতা হাসিনার মতো!!! এরা সবাই কি পতিত-পতিতা?
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭
জুল ভার্ন বলেছেন: ভুয়া মফিজ ভাই, আওয়ামী লীগের নিজস্ব একটা ভাষা আছে- সেটা হলো- উচ্চকণ্ঠ (চোরের মায়ের বড়ো গলা)! আওয়ামী লীগের নিজস্ব একটা একটা পেশা আছে- সেটা হলো চুরি ডাকাতি লুটপাট! আওয়ামী লীগের সবাই চোর না হলেও- আওয়ামী লীগ মানেই চোর। শেখ হাসিনা থেকে শুরু করে ওদের সবাই ডাইল খোর।
৪| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১:৫৯
মিথমেকার বলেছেন: এরই আগামির সোনালি প্রজন্ম! এরাই আগামীর বাংলাদেশ!
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৯
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
৫| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:০১
কামাল১৮ বলেছেন: একদিকে বন্যার ঢল আরেক দিকে মানুষের ঢল।
২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: প্রথমটা ক্ষতিকর, দ্বিতীয়টা মানব কল্যাণকর।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৯
জটিল ভাই বলেছেন:
স্যালুট বাংলাদেশ ♥