নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি"....শিল্পী হায়দার হোসাইনের এই গানের কথা দিয়েই বাস্তবতা তুলে ধরতে হচ্ছে!
স্বৈরাচারী শাসক শেখ হাসিনা নির্লজ্জভাবে তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিয়ম বিরোধী, আইন বিরোধী সকল কুকাম করেছে। প্রশাসনে পদ খালি খালি না থাকার পরেও মেধাবীদের বাদ দিয়ে পদ লেহী অযোগ্য, দুর্নীতিপরায়ণ, দলীয় ক্যাডারদের প্রমোশন দিয়ে মাথা ভাড়ী প্রশাসন প্রশাসন তৈরী করেছে। সকল বাহিনী প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রধান থেকে শুরু করে সাংবিধানিক সংস্থার শীর্ষ পদে যাদেরকে বসিয়েছে- তাদের বেশীরভাগেরই সেইসব সংস্থার তৃতীয় গ্রেডের অফিসার হবার যোগ্যতাও নাই।
ছাত্রজনতার গণ আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে সেই স্বৈরশাসকের রেখে যাওয়া দুর্নীতিবাজ চর্ব্য, চোষ্য, লেহ্য পেয়দের নিয়েই প্রশাসন চলছে, এমনকি কয়েকজন উপদেষ্টাও স্বৈরশাসকের দোসর ছিলো। আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত পুলিশ বাহিনীর কতিপয় অফিসার পালিয়ে যাওয়ায় সেইসব যায়গায় যাদেরকে বসিয়েছে- তাদের রেকর্ডও তেমন স্বচ্ছ নয়। পুলিশ বাহিনীর চালিকাশক্তি থানার ওসি, জেলার এসপি এবং ডি আই জি রেঞ্জ....এদের অনেকেই এক স্থান থেকে অন্য স্থানে বদলী করা হয়েছে- তাতে কি তাদের স্বভাবের পরিবর্তন হবে? প্রশাসনের সূতিকাগার ইউএনও রা বহাল তবিয়তে আছে। পরিবর্তন হয়নি এসি ল্যান্ড, সাবরেজিস্টার কারোর।
যেহেতু আমাদের গোয়েন্দা বাহিনী সেই স্বৈরাচারেরই রেখে যাওয়া সেট আপ, তাই তারা বর্তমান প্রশাসনকে সঠিক তথ্য দিবে না। পুলিশের অন্তত শ'দেড়েক গুরুত্বপূর্ন অফিসার এখনো পালিয়ে আছে- ওদের হাতে থানা থেকে লুট হয়ে যাওয়া সকল অস্র গোলাবারুদ আছে। শেখ হাসিনার আমলে লীগের গুণ্ডা বাহিনীর হাতে ৫০ হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং লক্ষ লক্ষ অবৈধ অস্র ওদের হাতে আছে- যারা লুকিয়ে থাকলেও অপকর্ম করতে সক্রিয়। ওরা যেকোনো সময়ে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটিয়ে দেশটাকে অন্ধকার করে দিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ওয়াসার পানিতে বিষ মিশিয়ে বড়ো রকম ধ্বংশাত্মক কাজ করতে পারে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বড় পাম্পগুলো ক্ষতি করতে পারে। যভাবে মেট্রোরেল, সেতু ভবন, দূর্যোগ ব্যবস্থাপনা ভবন ধ্বংশ করেছিলো তেমনি ভাবে ট্রেন দুর্ঘটনা ঘটানোর সমুহ সম্ভাবনা আছে। সী পোর্ট অচল করে দিতে পারে।
পিলখানায় বিডিআর ম্যাচাকারে যারা সরাসরি জড়িত ছিলো- তারা অনেকেই এখন মেজর থেকে মেজর জেনারেল হয়ে চাকরি করছে। কেউ কেউ লে: জেনারেল, জেনারেল হয়েছে, এমনকি সেনা প্রধান হয়েছে! র্যাব পুলিশের যেসব অফিসার আমাদেরকে গুম করে শারীরিক নির্যাতন নিপীড়ন করে চিরদিনের জন্য পংগু করে দিয়েছে- তারাও বহাল তবিয়তে আছে। আমাকে যারা গুম করে শারীরিক নির্যাতন করেছে- ততকালীন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার এখন এসপি এবং এডিশনাল ডি আইজি হবার সিরিয়ালে, আমাকে শারিরীক নির্যাতন করে পংগু করে দেওয়া দুই এস আই এখন ওসি, সিও সাহেব এখন ডি আই জি!
অন্যদিকে, আমরা নির্যাতিত নিপীড়িত আমজনতা যে তিমিরে ছিলাম- সেখানেই আছি।
হয়তো আমৃত্যু এভাবেই চলবে.....
আমাদের ভরসা- হাসবুনাল্লাহু ওয়া নি মাল ওয়াকিল, নি মাল মাওলা ওয়া নি মান নাসির
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ছড়াকবি।
২| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৫
ডার্ক ম্যান বলেছেন: আপনার কাছে তো যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে। আপনি এগুলো সরকারকে সরবরাহ করুন। দেশ ও জাতি বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪০
জুল ভার্ন বলেছেন: আপনাদের মতো ইন্ডিয়ান প্রশিক্ষিত পেইড গোয়েন্দা আমি নই।
৩| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৮
কিরকুট বলেছেন: আপনার উচিৎ মক্কায় গিয়ে জমজম পানি দিয়া গোসল করে আসা ! আপনি যা বলেন বা ভাবেন উহা কোন কাজের না । সোনাদার মাথা তো বিগড়াইছেই সেই সাথে পাল্লা দিয়ে আপনারটাও গেছে ।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৩
জুল ভার্ন বলেছেন: আমি কি করবো সেই নসিহত আপনার করতে হবে না। আপনি চাইলে গংগাস্নান করে আপনারটা ঠিক রাইখেন।
৪| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৬
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আমি কি করবো সেই নসিহত আপনার করতে হবে না। আপনি চাইলে গংগাস্নান করে আপনারটা ঠিক রাইখেন।
বললাম না আপনার মাথায় সমস্যা জনিত সমস্যা হচ্ছে । আপনি বিনা রিসার্চে আমাকে গঙ্গা স্নানে যেতে বললেন ? ভুলভাল কথা বলা দেখছি আপনাদের দুই জনার কমন অভ্যাস !!!
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৩
জুল ভার্ন বলেছেন: অনেক গবেষণা করেছেন। অন্যত্র যেয়ে করবেন।
৫| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৫
ডার্ক ম্যান বলেছেন: লেখক বলেছেন: আপনাদের মতো ইন্ডিয়ান প্রশিক্ষিত পেইড গোয়েন্দা আমি নই।
আপনি কিভাবে শিওর হলেন। আমি ইন্ডিয়ান প্রশিক্ষিত পেইড গোয়েন্দা।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৫
জুল ভার্ন বলেছেন: আপনি যেভাবে আমার 'গোয়েন্দা তথ্য আছে' বলেছেন- সেভাবে।
৬| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫
ডার্ক ম্যান বলেছেন: শেখ হাসিনার আমলে লীগের গুণ্ডা বাহিনীর হাতে ৫০ হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র ওদের হাতে আছে- যারা লুকিয়ে থাকলেও অপকর্ম করতে সক্রিয়। ওরা যেকোনো সময়ে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটিয়ে দেশটাকে অন্ধকার করে দিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ওয়াসার পানিতে বিষ মিশিয়ে বড়ো রকম ধ্বংশাত্মক কাজ করতে পারে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বড় পাম্পগুলো ক্ষতি করতে পারে। যভাবে মেট্রোরেল, সেতু ভবন, দূর্যোগ ব্যবস্থাপনা ভবন ধ্বংশ করেছিলো তেমনি ভাবে ট্রেন দুর্ঘটনা ঘটানোর সমুহ সম্ভাবনা আছে। সী পোর্ট অচল করে দিতে পারে।
আপনি যেভাবে স্পেসিফিক ইনফো দিয়েছেন। আমি তো সেভাবে কিছু বলি নি।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৯
জুল ভার্ন বলেছেন: স্পেসিফিক ইনফো নয়, guess & the reality......
৭| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৭
ডার্ক ম্যান বলেছেন: হুম
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১১
জুল ভার্ন বলেছেন: হুম হলো এমন একটা অভব্যক্তি- যা দ্বারা হ্যা/না সবই বোঝায়!
৮| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
ডার্ক ম্যান বলেছেন: আপনি তো আমার চেয়ে অনেক বেশি জানেন। আপনার কাছে একটা প্রশ্ন।
আমাদের গোয়েন্দাদেরা সবসময় আগাম তথ্য পেতে কেন ব্যর্থ হয়? তাদের দক্ষতার ঘাটতি নাকি সব জেনেও চুপ করে থাকা।
২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: প্রথমের স্বীকার করে নিচ্ছি- আপনার চাইতে আমি বেশী জানি, এটা সত্য না। জানার পরিধি বিভিন্ন রকম। অর্থাৎ আপনি/ আমি যা জানি/জানেন- তা কম বেশী সবাই জানেন, কেউ কেউ নির্দিষ্ট বিষয়ে বেশী জানেন।
আমাদের গোয়েন্দাদের দলীয় করণ এবং পেশাদারিত্বে অভাবই- তাদের ব্যার্থতা। আপনি মনে করে দেখুন- গত ১৫ বছরে যতো অঘটন ঘটেছে তার তদন্তের আগেই সরকার প্রধান এবং সংশ্লিষ্ট বাহিনী প্রধান ঘোষণা দিয়েছে- "এটা বিএনপি- জামাতের কাজ"! সাথে সাথেই গ্রেপ্তার অভিযান চালিয়ে গণগ্রেপ্তার করে হাড্ডিমাংশ আলাদা করে ফেলে জেলে প্রেরণ। অনির্দিষ্ট কালের জন্য জামিন নিষিদ্ধ! যেখানে সরকার প্রধান, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান- ঘোষণা দেন- "বিএনপি জামাত দায়ী", সেখানে তদন্তের জন্য নিয়োজিত একজন এস আই/ এ এস আই কিভাবে তদন্ত করে সত্য উন্মোচণ করবে!
অন্যদিকে, কেউ অসত সুবিধা নিলে সুবিধা দাতাও অসত সুবিধা নিতে সচেষ্ট থাকবে- এটাই স্বাভাবিক। এভাবেই সরকারের নির্দেশ/ ইচ্ছা মতো মতো কাজ করতে গিয়ে যথাযথ কতৃপক্ষ পেশাদারিত্ব হারিয়ে অসত কাজে লিপ্ত হয়- যার উদারহণঃ বেনজির, আসাদুজ্জামান, হারুন গং।
৯| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩
হাসান মাহবুব বলেছেন: আপনার গুম এবং নির্যাতনের কাহিনীটা এবার বিশদ লিখুন।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৫
জুল ভার্ন বলেছেন: লিখলে কি হবে- যার যার দলীয় দৃষ্টিভংগী বদলাবে? আওয়াওমী লীগের সমর্থকরা এখনো বিশ্বাস করে- আওয়ামী লীগ কোনো খারাপ কাজ করেনি।
১০| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২
ডার্ক ম্যান বলেছেন: গত ১৫ বছর ধরে দলীয়করণ বেশি ঘটেছে, এর আগে কি ঘটে নি?
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে শাসক দলের নেতারা অনেক বয়ান দিয়ে থাকেন।
পুলিশ মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করেছে, নির্যাতন করেছে। এটা সব আমলেই ঘটে। প্রায় ১৬ বছর কোন দল টানা ক্ষমতা থাকায় এগুলো চোখে বেশি পড়েছে।
বাংলাদেশে রাজনীতি করতে হলে মামলা খেতে হবে, জেলে যেতে হবে। আবার একথাও সত্য, বিএনপি-জামায়াতের কোন কোন কর্মী নাশকতার সাথে জড়িত ছিল।
৫ আগস্ট চট্টগ্রামে জামায়াত-শিবিরের লোকজন থানা জ্বালিয়েছে আবার বিএনপির কোন কোন নেতা থানায় গিয়ে কিছু পুলিশের জীবনও বাঁচিয়েছেন।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭
জুল ভার্ন বলেছেন: যেকোনো রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা অনেক অন্যায় সুবিধা ভোগ করে, যা অস্বীকার করার জো নাই। তবে গত ১৬ বছরে সকল সাংবিধানিক সংস্থা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেভাবে দলীয় করণ করা হয়েছে এবং জনগনের মৌলিক নুন্যতম অধিকার হরণ করা হয়েছে সেটা চরম ফ্যাসিবাদীতা ছাড়া আর কিছুই না।
১১| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০
রাসেল বলেছেন: যে দেশে রাজনীতি/ সরকারি উচ্চপদ অর্থ উপার্জনের(অবৈধ) একটি মাধ্যম, সে দেশের মঙ্গল আশা করা যায় না। তারপরও মঙ্গল কামনা করছি।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৬
জুল ভার্ন বলেছেন: গণবিপ্লবে স্বৈরাচার সরকারের পতনের পর যতটা আশাবাদী হয়েছিলাম- তা ক্ষমতা লোভী রাজনীতিবিদদের কারণে অপূরণীয় থেকে যাবে। এদেশের আমজনতার ভাগ্যের পরিবর্তন হবে না।
১২| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৭
ঢাবিয়ান বলেছেন: আপনাকে কোণ আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল , সেই ইতিহাস জানতে চাই।
সবাই এখন মনে প্রানে চাচ্ছে দ্রুত বিচার প্রক্রিয়া চালু হয়ে কয়েকটাকে ঝুলিয়ে দেয়া হোক। তানাহলে স্বৈরাচারের দোসররা আপনি যেমনটা অনুমান করেছেন , তেমন কোন জঙ্গী তৎপরতা ঘটানো অস্বাভাবিক কিছু নয়। এদেরকে থামানো সম্ভব কেবল কঠিন বিচারের মুখোমুখি করে।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২
জুল ভার্ন বলেছেন: আমার বিরুদ্ধে মোট মামলা ছিলো ১৬ টা। যার মধ্যে অংগ্নিসংযোগ-জ্বালাও পোড়াও, রাষ্ট্রীয় কাজে বাঁধা প্রদান ১২ টা- যা থেকে মুক্তি পেয়েছি। জ্বালাও-পোড়াও মামলার মধ্যে একদিনেই তিনটা মামলায় ফাঁসিয়েছিলো- যথাক্রমে যাত্রাবাড়ি থানা, উত্তরা পশ্চিম থানা, দারুস সালাম থানা। যেখানে উল্লেখ করেছে- সকাল এগারোটা নাগাদ কয়েকশত লোক নিয়ে আমি অগ্নিসংযোগ করছি।পুলিশ বাঁধা দিতে গেলে- আমি পুলিশের উপর হামলা করি......তিনটা মামলার ভাষ্যই হুবহু এক এবং সময়ও সকাল এগারোটা নাগাদ আমাকে দেখেছে- অগ্নিসংযোগ করতে। একটা মামলা আসামী আছেন দুইজন- যারা ২০১২ সালে মারা গেছেন। চারজন আসামি আছেন- যারা ১০ বছর যাবত প্রবাসী!
চারটা ডিজিটাল নিরাপত্তা আইন মামলার তিনটা থেকে মুক্তি পেয়েছি। আর একটা ডিজিটাল নিরাপত্তা আইন মামলার হিয়ারিং আছে আগামী মাসের তৃতীয় সপ্তাহে। আশা করি ঐদিন এই মামলা থেকেও মুক্তি পাবো।
আমাকে গুম-নির্যাতন করে মিথ্যা মামলায় হয়রানীর জন্য মামলা করার জন্য গত চারদিন যাবত তিন থানায় দৌড়াদৌড়ি করে মামলা করতে পারিনি। অন্যদিকে কোর্টে মামলা করতে টাকার দরকার।
আমার গুম-নির্যাতন, উপর্যুপরি গ্রেপ্তার-জেল ডিটেনশন জেলবাস নিয়ে লিখেছি- "দ্যা আন টোল্ড স্টোরি"......যার পান্ডুলিপি একটা প্রকাশনা প্রতিষ্ঠান নিয়েছে। তাই সব নয়, কয়েকটা পর্ব সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়র করবো।
১৩| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১২
ঢাবিয়ান বলেছেন: ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি মোহাম্ম১০০ নিক সম্পর্কে। সবাই এসে প্রতিবাদ জানান।
ব্লগ মডারেটর যদি অনুপস্থিত থাকেন, তবে আমার মনে হয় অন্য কারো ওপড় দ্বায়িত্ব অর্পন করে যেতে পারেন। কলম সন্ত্রাস ভয়ঙ্কর সন্ত্রাস। এদের প্রতিহত করা ব্লগ কতৃপক্ষের অন্যতম একটা দ্বায়িত্ব।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইজান।
১৪| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৩
কিরকুট বলেছেন: মোহাম্ম১০০ বলেছেন: আপনার পরিবারের নরীদের জন্য আফসোস হচ্ছে হয়তো লীগের কেউ এসে বিচি সহ ডুকিয়ে দিব. পরে বলবেন ইন্ডিয়ান কেউ এই কাজ করছে।
ইতরামির অভ্যাস কবে যাবে ?
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯
জুল ভার্ন বলেছেন: ওকে প্রশ্ন না করে- সম্ভব হলে রিপোর্ট করেন।
১৫| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৮
রাসেল বলেছেন: আমার সর্বোচ্চ ঘৃনা জানাইতেছি, যারা এই ধরনের মন্তব্য (মন্তব্য নং ১৩) করতে পারে। এই মন্তব্যের মাধমে সে নিজের মান প্রকাশ করলো ।
@মডারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি ।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৬
তানজীল ইসলাম বলেছেন: আপনার গানের লাইন দেখে, প্রয়াত আইয়ুব বাচ্চুর একটা গান মনে পড়লো (প্রতিবেশীদের ব্যাপারে আমার এমনটাই মনে হয়):
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৭| ২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০১
কামাল১৮ বলেছেন: লোকের বদল না নীতির বদল চাই।
২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: একমত।
১৮| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩
নীল আকাশ বলেছেন: মোহাম্ম১০০ বলেছেন:??? রিপোর্ট করতে এসে দেখি সেই ব্লগ পেজ স্থগিত করা হয়েছে।
এইসব মাল্টি নিক আগে যারা বানাতো এটাও তারাই বানিয়েছে।
ব্লগে আজকাল আসা হয় না। তবে মাঝে মাঝে আসলে খুনি হাসিনার ব্লগে অকৃত্রিম দালালদের ভোল পালটানো দেখলে হাসি আর থামাতে পারি না। এই পোস্টেও কয়েকটাকে দেখলাম। এরা এখন সাধু সাজছে। এদের পাছায় লাথি দিয়ে বের করে দিন। এরাই এতদিন ছিল স্বৈরাচারের দোসর আর সমর্থক।
২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: ওদের পয়দা কোথায় তা সবাই জানেন, বোঝেন!
১৯| ২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৮
শেরজা তপন বলেছেন: আইন রক্ষাবাহিনী কতৃক ১৬ বছরের গুম ও হত্যার তদন্তের জন্য যে বিচারবিভাগীয় কমিটি করল সেটার ব্যাপারে আপনার বক্তব্য
কি?
আমি আশা করছি এখানে আপনার সাক্ষ্যও নেয়া হবে।
২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২
জুল ভার্ন বলেছেন: গুম হওয়া ব্যাক্তিদের সম্পর্কে জানতে মাননীয় বিচারপতির নেতৃত্বে যে কমিটি করা হয়েছে- তারা কি গুম থেকে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়েই জানবেন, না কি আমরা যারা গুম হয়ে আয়নাঘর খেটে বেঁচবর্তে ফিরেছি- তাদের কথাও শুনবেন, তেমন কোনো দিকনির্দেশনা পাচ্ছি না। আমার মতো পদ পদবীহীন কর্মী সমর্থক গুম আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসাদের বিষয়ে কিছু বলছেনা!
২০| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৬
বাংলাদেশ টাইমস বলেছেন: ভাল লাগলো
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২১| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৫
মোস্তফা সোহেল বলেছেন: আশা করি দোষীদের একে একে সবার বিচার হবে।
এই সরকার যদি দোষীদের বিচার না করতে পারে তবে এটা তাদের বড় ব্যর্থতা হবে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: দোষীরাও একখন নির্দোশীদের সাথে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রেই তারাই এখনও কলকাঠি নাড়ছে!
২২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১০
করুণাধারা বলেছেন: "স্বৈরাচারী কথাটা এরশাদকে বলা হতো। এখন হাসিনাকে স্বৈরাচারী বলতে হলে এরশাদকে বলতে হবে খুব ভালো গণতান্ত্রিক।"
একটা টকশোতে এই কথা শুনেছিলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
জুল ভার্ন বলেছেন: স্বৈরাচার হিসবে যদি মার্ক দেওয়া হয়- তাহলে এরশাদ পাবেন- ২৫ নম্বর। শেখ হাসিনা পাবেন- ১০০ নম্বর! এরশাদ আমলে গুম কালচার ছিলো না। আমি এরশাদ বিরোধী আন্দোলনেও গ্রেপ্তার হয়েছিলাম- কোনো প্রকার শারিরিক নির্যাতনের শিকার হইনি। তার বিরুদ্ধে নয় বছর আন্দোলন সংগ্রামে সাকুল্যে ৫০ জন মানুষ নিহত হয়নি।
শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসন কালে হাজার হাজার গুম-খুন হয়েছে। শুধুমাত্র ১ জুলাই ২০২৪ থেকে ৬ আগষ্ট ২০২৪ পর্যন্ত হাজার হাজার ছাত্রজনতাকে নির্মম ভাবে হত্যা করেছে, কয়েক হাজার মানুষ মানুষ আহত। এবখনও ৪ হাজার মানুষ নিখোঁজ। এমন কোনো আওয়ামী লীগ নেতা নাই- যে হাজার কোটি টাকা অবৈধ আয় করেনি।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন জুল ভার্ন দা
ভাল থাকবেন---------------