![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সুখ......
সুখ একটি আপেক্ষিক বিষয় এটা নিয়ে তাত্বিক ব্যাখ্যা দেওতার জ্ঞান আমার নেই। আসলে সুখের নির্দিষ্ট কোন ফর্মুলা নেই, এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। অনেক কষ্টে দিন যাপন করেও কেউ কেউ সুখী হতে পারে, কিছু কষ্টের মাঝেও সুখ লুকায়িত থাকে। তাই বলবো কিসে আপনার সুখ তা নিজেকেই আবিষ্কার করতে হবে।
আপনি নিজে সুখ বলতে যা বুঝেন আপনার কাছে সেটাই সুখ। সুখ বলতে আমি বুঝি সুস্থ স্বাভাবিক, স্বাধীনচেতা একজন মানুষের নিজ ইচ্ছেমত জীবন ধারণ করার সক্ষমতাকে। সুখ এবং স্বাধীনতা এ দুটি বিষয় পরস্পর যুক্ত। স্বাধীনতা ছাড়া প্রকৃত সুখ অসম্ভব। যে যত বেশী স্বাধীন সে তত বেশি সুখি।
Manners, Morals, Respect, Character, Common sense, Trust, Patience, Class, Love- এই বিষয়গুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি নিজে নিজে যতই সুখী হউন না কেন মানুষের কাছ থেকে কিন্তু শ্রদ্ধা, ভালবাসা অর্জন করতে ব্যর্থ হবেন। সেজন্য কখনোই Meaningless happiness এর পিছনে ছুঁটা যাবে না। Meaningless happiness এমন এক বিষয় যা কেবল একজন ব্যক্তিকেই সুখী করতে পারে।
পাগল, ভবঘুরে অথবা অর্থ বিত্ত সম্পন্ন বদমেজাজী ও অহংকারী কোন ব্যক্তি, এদেরকে কিন্তু কেউ-ই ভাল চোখে দেখে না বা এরা মানুষের ভালবাসা অর্জন করতে সক্ষম হয় না। তবুও কেউ যদি সবকিছুকেই অর্থ, বিত্তের মাপকাঠিতে বিচার করতে চান তাহলে কিছু বলার নেই।
আমরা যতই বলি "কে কি বললো, এসব দেখার টাইম আমার নেই"- কিন্তু দিন শেষে মানুষ সামাজিক জীব, কে কি বললো তা দেখার যথেষ্ট কারণ রয়েছে। মোদ্দা কথা, সবকিছুর মধ্যে ব্যলেন্স রাখাটা জরুরী।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬
জুল ভার্ন বলেছেন: আমার মতে সুখ হচ্ছে সাময়িক অনুভূতি। যেমন- কেউ আপনার পিঠ চুলকে দিলো, সেলুনে মেসাজ করলেন কিম্বা শারিরীক মিলন তথা যৌন সম্পর্ক...যা কেনা যায়, দেওয়া যায় এবং পাওয়া যায়!
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২২
প্রগতি বিশ্বাস বলেছেন: সুখ বলতে এক ধরনের মানসিক ও আবেগীয় অবস্থাকে বোঝায় যা তৃপ্তি, শান্তি, আনন্দ এবং সন্তুষ্টি দ্বারা চিহ্নিত হয়। এটি একটি ইতিবাচক মানসিক অবস্থা যা ব্যক্তির জীবনের অভিজ্ঞতা, অর্জন, সম্পর্ক এবং স্ব-উপলব্ধির সঙ্গে জড়িত। সুখের অনুভূতি একেক জনের কাছে একেকভাবে প্রকাশিত হতে পারে, যেমন কেউ সুখী বোধ করতে পারে প্রিয়জনের সান্নিধ্যে, কেউ কাজের সাফল্যে, আবার কেউ কেউ নিজেদের অভ্যন্তরীণ শান্তির মাধ্যমে সুখ অনুভব করতে পারেন।
সুখ একটি জটিল এবং ব্যক্তিগত অনুভূতি, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে, যেমন শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত অর্জন, এবং মানসিক ও আধ্যাত্মিক পরিপূর্ণতা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: বর্তমানে আমার সুখ নাইক্কা....। সর্দি কাশি জ্বর
খেতে পারি না, হইলো কিছু
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: প্রায় একই অবস্থা আমারও। গলা/টনসিল ব্যাথায় ভুগছি কয়েকদিন যাবত, সেই সংগে ঘুমাতে গেলেই অন্তত ২০/৩০ মিনিট খুকখুক কাশি!
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার সুখ কোথায় অবস্থান করছে? কারও থিউরীতে আটকে আছে?
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুখ বিষয়টি আসলে মনের প্রশান্তি যেটা অনেকাংশেই অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করেনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: মানবজীবনে অর্থনৈতিক বিষয়ের সাথে সব কিছুই জড়িত।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২
জটিল ভাই বলেছেন:
সুখ আমার মতোই জটিল। সবাই সুখ খুঁজে। কিন্তু একজন আরেকজনের সুখ দেখতে পারেনা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: আমি যতটা না সুখের প্রত্যাশী তার চাইতে ঢেড় বেশী স্বস্তি পেতে চাই।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুখ একটি আপেক্ষিক জিনিস।
- স্বাধীনতাতে সব সময় সুখ থাকে না। খাঁচার কিছু কিছু পাখিকে স্বাধীনতা দিলে সেটি তার জন্য মৃত্যদণ্ডের শামিল হয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: অবশ্যই সুখ একটি আপেক্ষিক বিষয় এটা নিয়ে তাত্বিক ব্যাখ্যা দেওতার জ্ঞান আমার নেই। আসলে সুখের নির্দিষ্ট কোন ফর্মুলা নেই, এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। অনেক কষ্টে দিন যাপন করেও কেউ কেউ সুখী হতে পারে, কিছু কষ্টের মাঝেও সুখ লুকায়িত থাকে। তাই বলবো কিসে আপনার সুখ তা নিজেকেই আবিষ্কার করতে হবে।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুখ জিনিষটা আসলে বায়বিয়।
এটি ক্ষেত্র আনুজায়ী পরিবর্তন শীল। যেমন - কেউ সকালে ঘুম থেকে উঠেই খবর পেলো আজ অফিস এ যেতে হবে না তাকে, তাই এতেই সে সুখ অনুভব করে। আসলে সুখ হলো খুবই তুচ্ছ একটি ব্যাপার। আসলে সত্যি বলতে যখনই নিছক কোনো কিছুর সন্ধান করা হয়, তখনই সুখের খোঁজ করা হয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: সেই বায়বীয় সুখের জন্যই আমাদের প্রাণন্তকর অবস্থা! বয়স এবং সময়ের সাথেও সুখের ভিন্নতা রয়েছে। যেমন ধরুন, ছেলে বেলায় স্কুলের অংক হোমওয়ার্ক করা হতোনা। ভয়ে ভয়ে ক্লাসে যেতাম। অজানা শঙ্কায় বুক কাঁপে ডঙ্কায়। কখন পড়ে বেতের বাড়ি। কিন্তু কিছুক্ষন পরেই জানতে পারলাম- অংকের টিচার আজকে আসেননি, আহ সে এক স্বস্তির অনুভূতি!
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩১
কিরকুট বলেছেন: সুখী হতে হলে আপনাকে অনেক কিছু ছাড়তে হবে । আপনি তা পারবেন না ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি স্থান কাল পাত্রভেদে সর্বত্র মানিয়ে নিতে অভ্যস্থ।
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪০
নতুন বলেছেন: লেখক বলেছেন: আমার মতে সুখ হচ্ছে সাময়িক অনুভূতি। যেমন- কেউ আপনার পিঠ চুলকে দিলো, সেলুনে মেসাজ করলেন কিম্বা শারিরীক মিলন তথা যৌন সম্পর্ক...যা কেনা যায়, দেওয়া যায় এবং পাওয়া যায়!
অবশ্যই সাময়িক অনুভুতি। মানুষের জীবনে কস্ট থাকতে হবে সুখ বুঝতে।
খুব ছোটো ছোটো বিষয়েও মানুষ সুখী হতে পারে যদি সঠিক মাইড সেট থাকে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: সুখের চাইতে আমার কাছে স্বস্তি এবং শান্তি বেশী গুরুত্বপূর্ণ। কেউ অবৈধ আয়ের টাকা দিয়ে সুখ কেনার চেষ্টায় অনেক বড় বাড়ি গাড়ি এবং অঢেল সম্পদ কিনেছেন, সুখে আছেন, কিন্তু মনে শান্তি এবং স্বস্তি কোনটাই না থাকতে পারে। যেমন এখন অনেকেই ধরা খাচ্ছে!
আমার কম আছে, কিন্তু যা কিছু আছে তাতে অনৈতিকতার কিছু নাই। আমি স্বস্তিতে আছি, শান্তিতে আছি- এটাই কাছে শ্রেয়।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৯
নতুন বলেছেন: আমার কম আছে, কিন্তু যা কিছু আছে তাতে অনৈতিকতার কিছু নাই। আমি স্বস্তিতে আছি, শান্তিতে আছি- এটাই কাছে শ্রেয়।
যার মনে স্বস্তি নাই তিনি সুখী না।
মানুষ অন্যায় করলে তার মনে ঠিকই জানে যে ঠিক কাজ করেনাই, সে স্বস্তিতে থাকেনা।
আত্ন তৃপ্তি, নিজের যা আছে তাতেই সন্তুস্টি যার নাই সে কখনোই সুখী হতে পারেনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: একমত।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২০
নতুন বলেছেন: সুখ অনুভুতিরা মানুষের ব্যক্তিগত ভাবনায় সৃস্টি হয়।
সুখ কেনা যায় না, দেওয়া যায় না, পাওয়া যায়না।
আমার মনে হয় মানুষের ব্যক্তিগত ফিলোসফি দিয়েই একজন মানুষ সুখ অনুভব করতে পারে।