নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কে আমি?.....
Jean-Paul Charles Aymard Sartre (আমরা সংক্ষেপে বলি- জ্যা পল সাত্রে) নাম ভুলে যাওয়া একটা উপন্যাসে পড়েছিলাম, জার্মানীর অর্ধ অধিকৃত ফরাসীদের নিয়ে।
'হিটলারের সৈন্যরা প্যারিস দখল করে নিয়েছে। কয়েকশো মাইল দূরে একদল ফরাসী সৈন্য দিনের পর দিন অপেক্ষা করছে বিজেতাদের হাতে বন্দী হবার জন্য। তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব গেছে হারিয়ে। তাদের স্বদেশ নেই, তাদের নেই জাতীয় স্বকীয়তা, তারা আর মানুষ নয়, শুধু পরাজিত সৈনিক।এমন এক যুদ্ধে পরাজিত, যে যুদ্ধ তারা বাধায় নি। যে যুদ্ধ ঘোষণা করার সময় তাদের মতামত নেওয়ার প্রশ্ন জাগেনি কারুর মনে। যে যুদ্ধ জিতবার সুযোগ কিম্বা শত্রুকে মারবার সুযোগ পর্যন্ত তারা পায়নি।'-
এই পর্যন্ত সাত্রের লেখা।
আজকের এই আমি।
আমার মনে হয় তেমনি একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি। আমার মনে হয় আমি সেই রকম
একজন পরাজিত সৈনিক। আমার চারিদিকে কেবল প্রশ্নের বূহ্য - কে আমি?
কি আমি?
কোথায় আমি?
কেন আমি?
কার জন্য আমি?
যুদ্ধ মানেই তো ক্ষয়, ধ্বংস, হাহাকার, যণ্ত্রণা।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৬
জুল ভার্ন বলেছেন: আমি মূলত এই পোস্টে যুদ্ধের জয়-পরাজয়ের, বীরত্বের কথা বলিনি, আমি বলতে চেয়েছি- যুদ্ধত্তোর ভয়াবহ উপলব্ধির কথা!
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩
শেরজা তপন বলেছেন: কেন এমন মনে হচ্ছে?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২২
জুল ভার্ন বলেছেন: বর্তমান অবস্থায় এটাই প্রমাণিত হচ্ছে- গত ষোল বছর স্বৈরশাসকের বিরুদ্ধে যাদের টিকিটিও দেখা যায়নি তারাই এখন সামনের কাতারে। আর যারা সকল প্রতিকূলতার মধ্যেই ফ্রন্ট লাইনে ছিলো, তারাদের স্থান এখন ব্যাকবেঞ্চেও নাই। এমন অবস্থা হয়েছিলো- ৭১ সালে আমাদের মুক্তি যুদ্ধের পরেও, "সিক্সিন ডিভিশন" চলে আসে ফ্রন্ট লাইনে, যাদের কোনো অস্তিত্বই ছিল না মহান স্বাধীনতা যুদ্ধে।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৮
ঢাবিয়ান বলেছেন: জুলাই-অগাস্ট বিপ্লবে নিহত ও পঙ্গুত্ব বরন করা বাচ্চাগুলোর কথা মনে হলে আমারো মাঝে মাঝে এমন মনে হয়। কি বিড়াট মূল্য দিয়েছে এই প্রজন্মের বাচ্চাগুলো , ভাবতেও গেলেও ওলট পালট হয়ে যায় চিন্তাশক্তি। আমরা যেন কোনদিন ভুলে না যাই এই বাচ্চাগুলোর আত্মত্যাগের কথা।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৮
জুল ভার্ন বলেছেন: ভিকটিম যারা যেকোনো ভাবে পাদপ্রদীপে এসেছে- তারাই সব (জো জিতা ওহি সিকান্দার)! নিহত-আহত অজস্র বিপ্লবী এবং সাধারণ মানুষের আর্তনাদ শোনার কেউ নাই!
নিজ অভিজ্ঞতায় একটা উদাহরণ দেই, একটা মহান উদ্দেশ্য নিয়ে সরকার 'গুম কমিশন' নিয়োগ দিয়েছে- যে খানে আজ আমার সাক্ষাতের দিন ধার্য্য ছিলো। সেখানে গিয়ে দেখি- যারা গ্রেপ্তার, নির্যাতিত হয়েছিলো- তারাও গুম হিসেবে তালিকাভুক্তি করছে মহা সমারোহে, তারাই উচ্চকিত কণ্ঠ! সেখানে প্রকৃত গুমের শিকার যারা হয়েছিলো- তাদের কণ্ঠ স্তব্ধ!
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫২
রাসেল পাটোয়ারী বলেছেন: বড় ভয়ানক দিনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
জুল ভার্ন বলেছেন: সত্যি বলতে দ্রুতই রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
আপনি কি আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করেছেন?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭
জুল ভার্ন বলেছেন: ওয়ালাইকুম আচ্ছালাম।
হ্যা।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৩
জটিল ভাই বলেছেন:
আমি কে? এই প্রশ্নে আপনার লিখা পড়েও একটি উত্তরই আসছে, "রাজাকার!"
রাজাকার মানে দোষী। পরিবারে, সমাজে, দেশে, এই আামার দিন শেষে একটাই পরিচয়। "আমি দোষী"
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫৯
জুল ভার্ন বলেছেন:
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩
ধুলো মেঘ বলেছেন: ফরাসীরা শিল্প সাহিত্য ও বিপ্লবের জন্য বিখ্যাত। কিন্তু যুদ্ধে তারা একেবেরেই ম্যারম্যারা। নেপোলিয়ন বোনাপার্ট বা জোয়ান অব আর্ক ছাড়া আর কেউ কোনদিন তাদেরকে কোন যুদ্ধে জেতাতে পেরেছে বলে শুনিনি। তাদের ইতিহাস কেবল আত্মরক্ষা আর পরাজয়ের ইতিহাস।