নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বিএনপি মহাসচিব এর প্রতি খোলা চিঠি.....

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৫

বিএনপি মহাসচিব এর প্রতি খোলা চিঠি.....

শ্রদ্ধেয় ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।

আচ্ছালামুয়ালাইকুম।
নিঃসংক চিত্তে বলছি- বর্তমান বিএনপি তে ম্যাডাম জিয়ার পর আপনিই আমার আস্থাভাজন প্রিয় নেতা। দলের প্রতি, জিয়া পরিবারের প্রতি আপনার নিঃশর্ত আস্থা ও সম্মান, অকুণ্ঠ দরদ, ভালোবাসা সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের প্রতি আপনার সহানুভূতির জন্য আপনার প্রতি লক্ষ কোটি বিএনপি সমর্থকদের মতো আমিও আপ্লুত। কিন্তু "ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই"- আপনার এই বক্তব্যে অত্যন্ত হতাশ!

বিশ্বব্যাপী ফ্যাসিস্ট রাজনৈতিক দল রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার অনেক উদাহরণ আছে। সেইসব নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট রাজনৈতিক দলের চাইতেও জঘন্য ফ্যাসিস্ট রাজনৈতিক দল এবং সরকার ছিলো আওয়ামী লীগ, তাদের নিষিদ্ধ করা মানবতার দাবী হওয়া উচিত- সেখানে আপনার এহেন উদারতা মানবতার অবমাননা বলেই মনে করি।

তিনদিন আগে ইন্ডিয়ান হাইকমিশনারের সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ শেষে আপনি বলেছিলেন- "ইন্ডিয়ার সাথে বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে"- তারই ধার বাহিকতায় যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি বিএনপির কোটি কোটি কর্মী সমর্থকদের মনোভাব বুঝতে ব্যার্থ হয়েছেন, বাংলাদেশের ৮৫% জনগণের প্রত্যাশা বুঝতে পারেননি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী সমর্থক হিসেবে আশা করি আপনি আমার বক্তব্য এবং মনোভাব আমলে নিবেন।

বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৪

নতুন বলেছেন: জয় অবশ্যই বিএনপির সাথে আলোচনা করবে কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায় এবং তখন আয়ামীলীগের রাজনিতি সহজ হবে।

দেশ লুটেপুটে খাওয়াই সবার ধান্দা তাই আয়ামীলীগ আর বিএনপি মিলেই এই সরকারের বিরুদ্ধে লাগবে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২২

জুল ভার্ন বলেছেন: কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না!

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২২

জুল ভার্ন বলেছেন: কিছুই ঠিক নাই!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ যদি দেশে ফিরে রাজনীতি করতে না পারে তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ভাবে এত দিন রাজনীতি করছে? জামায়াতের সহযোগিতার কারণে একাত্তর সালে পাইক্যা দের হাতে বেশি মানুষ মারা গেছে। এসবের জন্য ক্ষমা চাওয়া তো দূর বরং একেক সময় গল্প বানায়। সে হিসাবে জামাত কে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া উচিত ছিলো না৷তাহলে ব্যালেন্স হবে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৫

জুল ভার্ন বলেছেন: জামাতীদের সহায়তায় পাইক্যারা দেশের মানুষ হত্যা করেছিলো। আর আওয়ামী লীগ নিজেরাই ক্ষমতায় এসে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৫

ঢাবিয়ান বলেছেন: আপনাদের মর্মাহত হতে হবে যদি বিএনপির উপড় আস্থা রাখেন। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে নিজ চোখে আপনাদের দেখতে হবে যে কিভাবে টাকার বিনিময়ে মামলা বিক্রি হয়।

বিগত সরকারের আমলে গুম, খুনের স্বীকার হয়েছেন আপনারা , আপনাদের কোণ শীর্ষ নেতা হয়নি। কেন হয়নি ? কারন তারা টাকা দিয়ে সব ম্যনেজ করেছে। তাই ক্ষমতায় এসে তারাও একই কাজ করবে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩২

জুল ভার্ন বলেছেন: ম্যাডাম জিয়া, তারেক রহমান এবং জিয়া পরিবার ছাড়াও দলের মহাসচিব ছাড়াও বিএনপির সকল সিনিয়র নেতারাও নির্যাতনের শিকার হয়েছে। এক লাখ ২৫ হাজার মিথ্যা / গায়েবী মামলায় দেড় কোটি বিএনপি নেতা কর্মী সমর্থক হয়রানির শিকার হয়েছে। হাজার হাজার নেতা কর্মী সমর্থক প্রাণ দিয়েছে.... তারপরও মহাসচিব সাহেবের এমন উদারতার মাজেজা বুঝতে পারছি না।
তবে হ্যা, আগামী এক বছরের মধ্যেই রাজনৈতিক নতুন পোলারাইজেশন হবে.....জামায়াতে ইসলাম ছাড়া অন্য বড়ো দলগুলো বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে.....

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যা চাচ্ছেন সেইটা ঠিক আছে। তবে বিএনপি নেতৃত্বে সমস্যা আছে। ফখরুলকে যা বলায় তিনি সেটাই বলেন।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৩

জুল ভার্ন বলেছেন: অপেক্ষা করতে হবে.....

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

কামাল১৮ বলেছেন: ফখরুলের সব থেকে বড় ভুল হল জনগনের উপর আস্থা না রেখে, জিয়া পরিবারের উপর আস্থা রাখা।জিয়া পরিবার তাকে ক্ষমতায় আনতে পারবেনা জনগন তাকে ক্ষমতায় আনবে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

জুল ভার্ন বলেছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথেষ্ট যোগ্য লোক। ওবায়দুল কাদের এর মতো ফটকাবাজ ফালতু নয়।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৯:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আওয়ামীলীগ না শেখ, পরিবারকে নিষিদ্ধ করতে হবে, ওরাই মূলত এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে।

০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। তবে যারাই আওয়ামী লীগের খাতায় নাম লেখায় তারাই শেখ পরিবারের মতো দুর্নীতিবাজ, হিংস্র হায়েনা হয়ে যায়। উদাহরণঃ দিপু মনি, আসাদুজ্জামান নুর, সাবের হোসেন চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, সুরঞ্জ সেনগুপ্ত, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সুবিদ আলী ভুইয়া, ডক্টর আবদুর রাজ্জাক সহ অনেকেই। এদের অনেকেই আছি ব্যক্তিগত ভাবে চিনতাম ভালো মানুষ হিসেবে। আওয়ামী খাতায় একবার না লেখালে সে আর মানুষ থাকেনা, দাবব হয়ে যায়।

৮| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২২

নদীকান্ত বলেছেন: উনি তো ব্লগ পড়েন না। উনি আপনাদের চেয়ে ভালো বুঝে।
উনি ওবায়দুল কাদেরের চেয়ে বেটার। তবে উনার মেয়ের জামাই এত ফাউল কেন বুঝতে পারলাম না। পাবলিকলি বলা যায় না এমন শব্দ বেশি ব্যবহার করেন ২/৩ টা ভিডিও দেখে মনে হল।

০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: আপনি আপনার ওস্তাদের মতোই একটা সীমাবদ্ধতায় আটকে আছেন!- কোনো জাতীয় নেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি লেখা মানেই তারা পড়বেন সেজন্য নয়, এটা জনমত সৃষ্টির একটা তরিকা বা প্রচেষ্টা।

৯| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৮

হাবিব ইমরান বলেছেন:

উনি গান্ধী হতে চাচ্ছেন।
ওনার গান্ধীবাদ ১৬ বছরের জালিম হাসিনা ওয়াজেদকে মুক্তির নিঃশ্বাস এনে দিয়েছে। এরকম গান্ধী দিয়ে সুশাসন নিশ্চিত সম্ভব নয়। সসম্মানে সরে যাওয়া উচিত। এই লোকটা হলো মেরুদণ্ডহীন রাজনীতিবিদ। এই লোকের কারণেই হাসিনা ৩ টা ইলেকশনকে সিলেকশনে রূপান্তর করেছিলো। নির্বাচন হাইজ্যাক হওয়ার দায় এর কাঁধেও তুলে দেয়া উচিত। তার চেয়ে হাসিনা আরও ভালো রাজনীতি বুঝে।

০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: 'এই লোকটার কারণে নয়, আওয়ামী লীগের প্রভু ইন্ডিয়ার প্রত্যাশা সমর্থন আর দেশেত সরকারি চাকুরিজীবী, প্রশাসন এবং পুলিশ র‍্যাবের নির্বিচার হত্যা, মামলা তথা বন্দুকের জোড়ে।

১০| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:০২

আজব লিংকন বলেছেন: নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশী।

০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

১১| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১১

নদীকান্ত বলেছেন: : আপনি আপনার ওস্তাদের মতোই একটা সীমাবদ্ধতায় আটকে আছেন!- কোনো জাতীয় নেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি লেখা মানেই তারা পড়বেন সেজন্য নয়, এটা জনমত সৃষ্টির একটা তরিকা বা প্রচেষ্টা

ব্লগ কি জনমত সৃষ্টির ভাল উপায়

০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: ইতরামো করতে আমার পোস্টে আসবেন না, আপনি আপনার ওস্তাদেরটা চুষেন গিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.