|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সামহোয়্যারইন ব্লগে আমার জুলভার্ন আইডি'র বয়স ১৫ বছর ৬ মাস। আমার প্রথম আইডি বাবুয়া' লিখেছি ২ বছর ৫ মাস। সব মিলিয়ে সামহোয়্যারইন ব্লগে যুক্ত আছি প্রায় ১৮ বছর। এই ১৮ বছরের মধ্যে ২০১০ সালের এপ্রিল থেকে ২০১৮ সালে পর্যন্ত মাত্র ৫ টি পোস্ট লিখেছিলাম। ব্লগের পুরনো বন্ধু স্বজনরা প্রায় সবাই আমার লেখালেখি সম্পর্কে জানেন- আমি বিএনপি সমর্থক, কিন্তু কখনওই রাষ্ট্র, সরকার কিম্বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে একটা পোস্ট লিখিনি। তবে, বিএনপির পক্ষে লিখেছি, মন্তব্য করেছি।
অন্যদিকে, জুলভার্ন এবং Humayun Kabir নামের দুইটি ফেসবুক আইডিতে সক্রিয় ২০১০/২০২১ সাল থেকে। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত জুলভার্ন আইডি তে প্রায় ৪ হাজার ফ্রেন্ড এবং ৪৬ হাজার প্লাস ফলোয়ার এবং Humayun Kabir আইডিতে ২ হাজার প্লাস ফ্রেন্ড এবং ১৫ হাজার প্লাস ফলোয়ার ছিলেন। ফেসবুকেও ওপেন সিক্রেট ছিলো আমার রাজনৈতিক অবস্থান। এখানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে তথ্য প্রমাণ সূত্র উল্লেখ করে লিখেছি, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি, অশ্লীল নোংরা ভাষায় কিছু লিখিনি।
২০১৮ সালের ২৭ অক্টোবর আমাকে গুম করা হয়। ১১ দিন পর গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করে। চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা ছাড়াও অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। তারপর রিমান্ড, জেলে কেটেছে আরও ছয় মাস। ঠিক আমার মতোই মিথ্যা উদ্ভট ঘটনা সাজিয়ে ৫ হাজার ৮ শতাধিক ডিজিটাল নিরাপত্তা আইন /সাইবার ক্রাইম এ্যাক্ট মামলা দিয়েছে বিএনপি পরিবারের ৮ হাজার জনের বিরুদ্ধে। প্রায় দেড় লাখ মামলায় প্রায় দেড় কোটি বিএনপি নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গায়েবী মামলায় ফাঁসিয়ে ধ্বংস করে দিয়েছে তাদের জীবন এবং পরিবার। 
আমার গুম নিয়ে আজ একটা রিপোর্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক আবু সুফিয়ান। কেউ আগ্রহী হলে পড়ে দেখতে পারেন- ভয়াবহতার একটা উদাহরণ! https://banglaoutlook.org/investigation/238094
 ২৪ টি
    	২৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ৯:০৪
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ৯:০৪
জুল ভার্ন বলেছেন: আমি গুম হবার আগে ব্লগার শের শায়েরী / নষ্ট শয়তান এবং ব্লগার ব্লগার আরজান ইভান, ফেসবুক এক্টিভিস্ট ওয়াসীম ইফতেখার, ফসিউল আলম এবং রাজন গুম এবং গ্রেফতার হয়- আমরা সবাই পরস্পরের পরিচিত এবং একই মতাদর্শে বিশ্বাসী.... বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকার বিরোধীদের যে তালিকা করেছিল তাতে আমদের নাম ছিলো। ওরা আমাকে অনেক দিন যাবত ফলো করছিলো....আমি যখন উবার নিয়ে বাসা থেকে সদরঘাট যাচ্ছিলাম তখন ভিন্ন পরিচয় দিয়ে একজন সেল ফোনে কথা বলতেছিলো.... মূলত ওরা আমার অবস্থান/ লোকেশন ট্রাক করছিলো- এই বিষয় নিয়ে আমার লেখা দ্যা আনটোল্ড স্টোরি বইয়ের পান্ডুলিপি থেকে কয়েক পর্বের ধারাবাহিক প্রকাশ করবো।
২|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:০৩
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:০৩
কালো যাদুকর বলেছেন: এত কিছুর পরও যে লিখছেন এটাই অনেক বড় ব্যাপার।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪০
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: অভ্যাস যায়না মরলে!
৩|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:০৩
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফেসিস্ট হাসিনা হাজার হাজার মানুষের জীবন নরকে পরিনত করেছিল কিন্তু উচ্ছিষ্টভোগীরা তা বিশ্বাস করতে চায় না।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৩
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: যাদের জন্মই হয়েছে অবিশ্বাসের আস্তানায় তারা সত্য ন্যায় কখনও বিশ্বাস করবেনা। ওরা দানবের উচ্ছিষ্ট ভোগী জুনিয়র দানব।
৪|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১০
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনাকে নেক হায়াতে বাঁচিয়ে রাখুন। সত্যের পথে থাকুন এই দোয়া করি।
তবে আমি বিম্পি আম্লীগ দুই দলকেই পছন্দ না  বাংলাদেশের কোন দলই পছন্দ না। যদি ন্যায় পরায়ণ , মানবিক, সত্যের পক্ষে রাজনৈতিক দলগুলো থাকতো হয়তো দেশটা সুন্দর হতো। আমাদের দেশের মানুষ স্বার্থপর, কেহই দেশের জন্য কিছু করে না নিজের স্বার্থের জন্য করে।
 বাংলাদেশের কোন দলই পছন্দ না। যদি ন্যায় পরায়ণ , মানবিক, সত্যের পক্ষে রাজনৈতিক দলগুলো থাকতো হয়তো দেশটা সুন্দর হতো। আমাদের দেশের মানুষ স্বার্থপর, কেহই দেশের জন্য কিছু করে না নিজের স্বার্থের জন্য করে।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৪
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: যেকারোই পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাই বলে সত্য আর মিথ্যা না বোঝার মতো বেকুব কোনো মানুষ হতে পারে!
৫|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৬
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার দেওয়া লিঙ্ক পড়লাম; বলার কোন ভাষা নেই শুধু একটা কথাই বলবো ব্লগে যারা এখনো গণহত্যাকারী হাসিনার জন্য ঘেউ ঘেউ করছে সেইসব হায়েনারা যেন পড়ে এবং এখানে মন্তব্য করে। 
হায়েনাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকলাম।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৮
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: ওই বেজন্মা কীট গুলো ন্যায় নীতি বহির্ভূত.... এক ভাকু কে দেখলাম- ৩১০৮ জন পুলিশ হত্যার "চালাইয়া দেন" মার্কা সূত্র নিয়ে পোস্ট দিয়েছে এবং সেখানে আরও কিছু অর্বাচীন সমর্থন জানিয়ে মন্তব্য করেছে!
৬|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৭
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৪৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
 অনেক অনেক অভিনন্দন! 
২৫ বছর পূর্তি হোক। 
ভালো থাকুন। 
আপনি তো সরকারী উচ্চপদে চাকরি করতেন তাই না। 
  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৫৩
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১০:৫৩
জুল ভার্ন বলেছেন: না ভাই, আমি কখনও সরকারি চাকুরিজীবী ছিলাম না। পোস্টের লিংক পড়লে আমার সম্পর্কে জানতে পারবেন।
৭|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:২৭
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:২৭
ডার্ক  ম্যান বলেছেন: প্রায় দেড় লাখ মামলায় প্রায় দেড় কোটি বিএনপি নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গায়েবী মামলায় ফাঁসিয়ে ধ্বংস করে দিয়েছে তাদের জীবন এবং পরিবার।  
সব মামলা কি মিথ্যা । আপনার বা কিছু মানুষের টা হয়তো মিথ্যা হতে পারে। 
মনে হচ্ছে এদেশে কখনো গ্রেনেড হামলা হয় নি। পেট্রোল বোমা দিয়ে ক্ষমতার জন্য মানুষ খুন করে নি ৭১ এর পরাজিত শক্তি ও তাদের দোসররা। 
  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:৪১
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: ৯৫% মামলাই মিথ্যা। বিএনপির নেতা কর্মী সমর্থকরা যখন রাস্তায় বের হতে পারতোনা তখন তারা কুভাবে অগ্নিসংযোগ, ভাংচুর করবো? প্রত্যেকটা বোমাবাজি, অগ্নিসংযোগ এর পেছনে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন জড়িত।
৮|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:৩৩
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ১১:৩৩
ডার্ক  ম্যান বলেছেন: মিথ্যা মামলা এখনো থেমে নাই 
view this link
হিমাগারে অভিযান চালিয়ে এখন আসামি
গত ১৮ ও ১৯ জুলাই যাত্রাবাড়ীর কাজলায় মো. সাকিব হাসান (২২) ও জাহাঙ্গীর আলম (৫০) নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের আসামি করা হয়। মামলা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আবু বক্কর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তাঁর পেছনে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ।
অনুসন্ধানে জানা যায়, ২০২০ সালে ঢাকা জেলা প্রশাসকের সই জালিয়াতি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে মাতুয়াইলে হিমাগার (কোল্ড স্টোরেজ) চালু করেছিলেন নবী উল্লাহর জামাতা সিরাজউদ্দৌলা। এ ঘটনায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মোশারফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলার সাক্ষী হন জেলা প্রশাসনের কর্মচারী নজরুল ইসলাম ও জাফর সিকদার। হিমাগারটিতে অভিযান পরিচালনা করেছিলেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। অভিযানে সিরাজউদ্দৌলাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
জালিয়াতির বিষয়টি ঢাকা জেলা প্রশাসনকে জানিয়েছিল পরিবেশ অধিদপ্তর। তখন পরিবেশ অধিদপ্তরে কর্মরত ছিলেন উপপরিচালক ইলিয়াস মাহমুদ ও সহকারী পরিচালক মোক্তাদির হাসান। নবী উল্লাহর আরেক মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ হাসান পাটোয়ারীর। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। 
সাকিব ও জাহাঙ্গীর হত্যা মামলার এজাহার বিশ্লেষণে দেখা যায়, সিরাজউদ্দৌলার হিমাগারে অভিযান পরিচালনা করা ও মামলায় সাক্ষী হওয়া জেলা প্রশাসনের কর্মী এবং হিমাগারটিকে ছাড়পত্র না দেওয়া পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করা হয়েছে। সঙ্গে আসামি করা হয় মাসুদ হাসান পাটওয়ারীকেও।
এই সরকারি কর্মকর্তাদের দাবি, ব্যক্তিগত আক্রোশে তাঁদের আসামি করা হয়েছে। নিজের অনুসারী আবু বক্করকে দিয়ে কাজটি করিয়েছেন নবী উল্লাহ।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ হাসান পাটওয়ারী প্রথম আলোকে জানান, হিমাগারের ঘটনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। ওই ঘটনার এক বছর পর অর্থাৎ ২০২১ সালে তিনি পরিবেশ অধিদপ্তরে যোগ দেন। তাঁকে ফাঁসানো হয়েছে নবী উল্লাহর মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে।
তবে নবী উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মামলা সম্পর্কে আমি জানি না। এগুলো জিগাইয়েন না। যাগো নামে মামলা হইছে, তারা আমাগো নামে বিভিন্ন অপপ্রচার করতাছে।’
মামলা দুটির বাদী আবু বক্করের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি দুই মামলায় কতজনকে আসামি করেছেন? জবাব না দিয়ে তিনি ক্ষুব্ধকণ্ঠে বলেন, ‘মাঠে আন্দোলন-সংগ্রাম করেছি, তখন কোথায় ছিলেন?’
  ১৬ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১:৪০
১৬ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১:৪০
জুল ভার্ন বলেছেন: এগুলো অন্যায়। এর জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯|  ১৬ ই অক্টোবর, ২০২৪  দুপুর ২:২৫
১৬ ই অক্টোবর, ২০২৪  দুপুর ২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- কেউ কেউ তো আপনাকে সামু থেকেও গুম করে দিতে চায় মনে হয়। শুভকানা রইলো আপনার জন্য।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৩:৪৯
১৬ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৩:৪৯
জুল ভার্ন বলেছেন: জ্বি..... তবে "রাখে আল্লাহ মারে কে"!
১০|  ১৬ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৫:২৩
১৬ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৫:২৩
ঢাবিয়ান বলেছেন: আমার ব্লগিং লাইফে আমি আপনাকে ও শের শায়রীকে দেখেছি। আপনারা দুইজনেই ব্লগের বিশাল সম্পদ । আপনাদের শক্তিশালী কলম স্বৈরাচারের শত্রু হয়ে দাড়িয়েছিল। আপনার গুম, গ্রেফতার, হয়রানি নিয়ে আপনি বই লিখছেন জেনে ভাল লাগল। আগামী বইমেলা নানা ভাবেই স্মরনীয় এক বইমেলা হবে আশা করছি।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৫:৩৮
১৬ ই অক্টোবর, ২০২৪  বিকাল ৫:৩৮
জুল ভার্ন বলেছেন: শোভন এবং ইভান দুজনেই ভালো লেখক, অনেক পড়াশোনা করে। শোভন ভালো অরগানাইজার। Z force এর প্রতিষ্ঠাতাদের অন্যতম। আমাদের সাথে আরও দুইজন ব্লগার ছিলেন- ধীবর এবং জাতির নানা।
আমি বই লিখেছি লেখক স্বীকৃতির জন্য নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার কুকামের ইতিহাস তুলে ধারার জন্য।
১১|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সন্ধ্যা  ৬:২৯
১৬ ই অক্টোবর, ২০২৪  সন্ধ্যা  ৬:২৯
মায়াস্পর্শ বলেছেন: না জানি কখন আবার কে এসে বলে আপনাকে গুম করা দেশের জন্য মঙ্গলজনক ছিলো। 
আপনাদের মতো যোদ্ধাদেরকে স্যালুট দিতে হয়। প্রেরণা পাই অনেক। সৃষ্টিকর্তা ভালো রাখুক আপনাকে এবং আপনার পরিবারকে।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  সন্ধ্যা  ৬:৫২
১৬ ই অক্টোবর, ২০২৪  সন্ধ্যা  ৬:৫২
জুল ভার্ন বলেছেন: সেটা অনেক আগেই বলেছিল.....জেল থেকে বের হয়ে যখন মানসিক ভাবে বিদ্ধস্ত...দীর্ঘদিন হাসপাতালে কাটিয়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে ব্লগে ফিরে এলাম তখন তিনজন প্রবাসী ব্লগার সহ অনেকেই ব্যাংগাত্মক করে, উপহাস করে অসৌজন্যমূলক মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছিলেন- "আপনাকে আবারও গ্রেফতার করা উচিৎ"!
১২|  ১৬ ই অক্টোবর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৬
১৬ ই অক্টোবর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৬
আজব লিংকন বলেছেন: প্রশাসন প্রশাসনের বিরুদ্ধে এখন কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করবে কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? 
কারণ পুরোনা আমলাদের সবাইতো এখনো বহাল তবিয়তে চাকুরীরত অবস্থায় রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত, আপনার সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত হয়েছে।
  ১৬ ই অক্টোবর, ২০২৪  রাত ৮:৫৩
১৬ ই অক্টোবর, ২০২৪  রাত ৮:৫৩
জুল ভার্ন বলেছেন: শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া সিস্টেম চলমান- কাজেই ভালো কিছুর আশা করি না। তারপরও আইনের আশ্রয় চেয়েছি।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ৮:৫০
১৬ ই অক্টোবর, ২০২৪  সকাল ৮:৫০
ডার্ক ম্যান বলেছেন: বাংলা আউটলুকে আপনার গুমের রিপোর্ট পড়লাম। একটা বিষয়ে খটকা লাগলো, আপনি যে ঐ স্টিমারে পিরোজপুর যাচ্ছেন সেটা নিরাপত্তা বাহিনীর লোকেরা কেমনে জানলো। আপনার পরিচিত কেউ যদি ওদেরকে এই ইনফো না দেয় তাহলে তাদের পক্ষে জানা অসম্ভব