নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রসংশা আর হাততালির মোহ......
মানুষের কতগুলো বেসিক চাওয়া আছে- তার মধ্যে সব চাইতে সস্তা চাহিদার হাততালি অন্যতম। মানুষ তার শত অপকর্মের পরও লোক দেখানো যেকোন কর্মের জন্য অপরের কাছ থেকে প্রত্যাশা করে প্রশংসা, সাধুবাদ। বলাবাহুল্য, এই সাধুবাদের সমবেত ধ্বনির আকাঙ্ক্ষা কখনও কখনও এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে মানুষ শুভাশুভ জ্ঞানটুকুও হারিয়ে ফেলে। জোরজবরদস্তি প্রসংশা, সম্মান আদায় করতেও পিছপা হয়না।
পৃথিবীতে সব চেয়ে বড় লোভ বোধহয় খ্যাতির লোভ। আমি যেমন কাজই করি, লোকে আমাকে ভাল বলবে, বিশেষ দৃষ্টিতে দেখবে আমাকে, আমার গায়ে সর্বদা একটা 'বিশিষ্ট' ট্যাগ থাকবে- নইলে তো বাঁচাই বৃথা। সুতরাং মানুষ নিজের কর্মের ওপর থেকে নিজের দৃষ্টি, নিজের প্রতি নিজের মূল্যায়নকে উপেক্ষা করে পরের মূল্যায়ন ভিক্ষা করতে থাকে। কে কখন আমাকে একটু ভালো বলবে, একটু প্রশংসা করবে- সেই লক্ষ্যেই দিন কাটে আমাদের।
নিজের সবচেয়ে বড় বিচারক যে নিজে এই সরল সত্যটুকু আমরা স্মরণে রাখি না। আর এখান থেকেই ঢুকে পড়ে যাবতীয় স্তুতিকার চাটুকারগণ। তারা আমাদের নামায় অথবা ওঠায়। বিনিময়ে কতরকমের যে সন্তুষ্টি তথা বিনোদন দিতে হয় তাদের! একটু হাততালি পাওয়ার জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ বিবেককেও বিসর্জন দিতে কুন্ঠা করে না মানুষ। হায় রে হাততালি!
তবে হ্যাঁ, সত্যিকার গুণী বা প্রতিভাধরদের তো ভাড়া করা তালিয়াবাদক দরকার হয় না! তার ঢাকটি মহাকাল ঠিক বাজিয়ে দেয়।
০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩
জটিল ভাই বলেছেন:
এসবই শুধু পুনরাবৃত্ত হবে। ফায়দা কি কিছু হবে আদৌ?
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪
জুল ভার্ন বলেছেন: ঐ যে একটা প্রবাদ আছে- "রাজাবাড়ি কেত্তন, কেডি ভোকে প্রত্থম"!
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৩
নয়ন বড়ুয়া বলেছেন: কথা সত্য...
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন