নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ফ্যাসিস্ট শেখ হাসিনার কালো থাবা থেকে মুক্তি....

১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৩

আলহামদুলিল্লাহ।
এক এক করে আইনী প্রক্রিয়ায় সবগুলো মামলা থেকে মুক্ত।
আগেই তিনটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে খালাস পেয়েছিলাম। অবশিষ্ট একটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা/ সাইবার ক্রাইম এ্যাক্ট মামলা থেকে আজ মুক্ত হলাম!

২০১৮ সালের ২৭ অক্টোবর থেকে আমি ঘুমাইনি।
আজ হতে ৩০৯ বছর ঘুমাবো আমি।
পৃথিবী, তোমার ভোর হলে আমায় ডেকে দিও,
জুলভার্ণের ৮০ দিনে বিশ্বভ্রমণ অথবা
মায়াকোভস্কির শেষ ৮ সেকেন্ডের পর আমায় জাগিও।
জতুগৃহে ১৪ বছরের বনবাস শেষে পৃথিবী দেখছি-
প্রগতির প্রো-গতিতে সবে মাত্র একপ্রহর,
দ্বিপ্রহর কেটে গেলে ভৈরবীতে সুর সাধব আবার
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
স্রোতস্বিনী ক্ষীরনদী ক্ষীণকায় খাল দেখছি-
খালের পাঁজরে অক্সিজেনের চাষ,
নদী তার স্রোত ফিরে পেলে বাতাসে পাল ওড়াব;
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
ছয়টি বছর আমি ঘুমাইনি।
অন্তত তিন মাস পর,
অথবা তিন দিন...
ভীষণ ক্লান্ত আমি।
ভীষণ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭

অপু তানভীর বলেছেন: অভিনন্দন !:#P

১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ অপু।

২| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: অভিনন্দন

১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮

রবিন.হুড বলেছেন: না ঘুমিয়ে জেগে থাকুন। ভালো থাকুন। দেশের জন্য কিছু করুন।

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৩

জুল ভার্ন বলেছেন: নিজের বেকুবি প্রমাণ করতে এমন মন্তব্যই যথেষ্ট। আমাকে উপদেশ দিতে হবে না, আপনি দেশের জন্য কি করেছেন- সেটা বলেন

৪| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: অভিনন্দন।ভালো থাকুন। সুস্থ থাকুন।

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ রাজীব।

৫| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮

ঢাবিয়ান বলেছেন: আলহামদুলিল্লাহ খুব ভাল খবর। ‘কণ্ঠরোধী’ সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তে ভুক্তভোগীদের স্বস্তি

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

মেঘনা বলেছেন: ঘুমাইওনা আর বেহুলা জায়গা দেখ রে.....

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

জুল ভার্ন বলেছেন: বোকার সাইনবোর্ড লাগে না, মন্তব্যতেই প্রমাণিত হয়।

৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আলহামদুলিল্লাহ। অভিনন্দন।

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সোনা ভাই ❤️

৮| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

রিফাত হোসেন বলেছেন: ভুল করে থাকলে স্বীকার করে নিলে গ্রহন করতে সমস্যা দেখছিনা। সম্ভবত উনাকে নিরপেক্ষ কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ কাজে লাগাতে পারলেই হল।

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

জুল ভার্ন বলেছেন: এই মন্তব্য কোন প্রেক্ষিতে!!!

৯| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮

কামাল১৮ বলেছেন: জামাতের দৃষ্টিতে সে অবশ্যই ফ্যাসিষ্ট।যথার্থই বলেছেন।একনায়ক ছিলো তার পতন দরকার ছিলো গনতন্ত্রের বিকাশের জন।বর্তমান সরকারের আচরণ তার থেকেও বড় একনায়ক সুলভ।

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৪

জুল ভার্ন বলেছেন: লুটেরা, খুনী হাসিনার উচ্ছিষ্ট ভোগী দোসরদের চোখে হাসিনা ফ্যাসিস্ট না। যারা মুক্তিযুদ্ধের নামে ডাকাতি লুটপাট করছে, স্বাধীনতার পর যারা ডাকাতি করেছে, খুনখারাবি করে দেশ ছেড়েছে, যাদের আত্মসম্মানবোধ নাই, যারা পরজীবি তাদের চোখে হাসিনা ফ্যাসিস্ট নয়। আপনি নন, আপনার মন্তব্যের শেষের বাক্যটিই আপনার পরিচয় প্রকাশ করেছেন।

১০| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৮

জটিল ভাই বলেছেন:
আপনার এই মুক্তিতে যেনো কিছু পোড়া গন্ধ পাচ্ছি =p~

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: ফ্যাসিস্ট শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগীদের মর্মবেদনার দুর্গন্ধ!

১১| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫১

অধীতি বলেছেন: শীতের দীঘল রাতে লম্বা ঘুম দিবেন। কুয়াশা ঘেরা ভোরে প্রশস্ত মনে হাটবেন আর গাইবেন মুক্তির গান।

১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া ❤️

১২| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২৯

চারাগাছ বলেছেন:
"চলো ঘুমোতে যাই, প্রিয় আমার,
ওঠা যাবে আবার একশো বছর পরে।…"

অভিনন্দন জূল ভার্ন।

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার জন্য শুভকামনা নিরন্তর।

১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৪| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাইয়া

খুব ভালো লাগলো সু সংবাদের জন্য

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ আপু

তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগীরা খুব কষ্ট পেয়েছে

১৫| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দলকানারা কষ্ট পাক। কষ্ট পেতে পেতে নিঃস্ব হউক

১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

জুল ভার্ন বলেছেন: ওরা মানুষের ভালো দেখতে অভ্যস্ত নয়, এখন হাহুতাশ করছে।

১৬| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

জ্যাকেল বলেছেন: বর্তমানে ডঃ মুঃ ইউনুস স্যারের যে সরকার ব্যবস্থা প্রতিষ্টিত হয়েছে এখানে জনগণের ম্যান্ডেট আছে। তথাকথিত কুত্তা বিল্লির (২০১৪), রাতের (২০১৮), ডামি (২০২৪) নির্বাচনের চেয়েও মহৎ ছিল ৩৬ জুলাইর গণরায়।

ফ্যাসিস্ট হাসিনার সহচররাই কেবল বলবে এই সরকার স্বৈরাচার।

স্বৈরাচারি হাসিনা গলা চিপে ধরে রেখেছিল ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত, ইহার উৎকৃষ্ট একটা রেকর্ড কান্ডারি ভাইসাহেব, আপনে।

ইনকিলাব জিন্দাবাদ!

জয় বাংলা শ্লোগান আওয়ামীরা হাইজেক করেছিল সিপিবি থেকে। এটা মোটেও ইসলামপ্রিয় জনসাধারণের শ্লগান নহে। জয় শ্রীরাম এর অনুকরণে ইহারা জয় বাংলা করেছে এবং ইহা কোলকাতার এলিট (সামন্ত যাহারা রক্ত চুষে নিয়ে যাইত পুর্ব বাংলার) সমাজের লেজ।
ঐ লেন্জা ধারণ করে উদিচী, পচা আলু, ডাইল স্টার এটসেটরা।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০১

জুল ভার্ন বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত। লুটেরা, খুনী হাসিনার উচ্ছিষ্ট ভোগী দোসরদের চোখে হাসিনা ফ্যাসিস্ট না। যারা মুক্তিযুদ্ধের নামে ডাকাতি লুটপাট করছে, স্বাধীনতার পর যারা ডাকাতি করেছে, খুনখারাবি করে দেশ ছেড়েছে, যাদের আত্মসম্মানবোধ নাই, যারা পরজীবি তাদের চোখে হাসিনা ফ্যাসিস্ট নয়।

১৭| ১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: এবার আনন্দে দিন কাটান, মামলার ঝামেলা আর থালো না, একবার বিদেশ ঘুরে আসুন। মামলার নথি অনলাইন থেকেও বিমুভ করে নিয়েন!

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৭

জুল ভার্ন বলেছেন: যদিও জব্দ করা পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সেটা এখনো ফেরত পাইনি। নতুন পাসপোর্ট করে আগে ওমরাহ করবো ইন শা আল্লাহ। মামলার রায়ের সার্টিফাইড কপির জন্য আজ আবেদন করেছি। জব্দ করা ল্যাপটপ, ফোন ফেরত পেতে হাইকোর্টে রিট করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.