নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অসৎ কাজ অন্যদের ঠকায় নিজেও ঠকে....

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৯

অসৎ কাজ অন্যদের ঠকায় নিজেও ঠকে...

(১) মিষ্টি বিক্রেতা মনে করে,আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভেজাল করলে আমার কোন সমস্যা নাই।

(২) বেকারির মালিক মনে করে,আমিতো বিস্কুট খাই না। তাই পঁচা ডিম-ময়দা দিয়ে বানালে আমার কোন সমস্যা নাই।

(৩) ফল বিক্রেতা মনে করে,আমিতো ফল খাই না। তাই কেমিকেল মিশালে আমার কোন সমস্যা নাই।

(৪) মাছ বিক্রেতা মনে করে,আমিতো ফরমালিনযুক্ত মাছ খাই না। তাই ফরমালিন মিশালে আমার কোন সমস্যা নাই।

দিনের শেষে-
(১) মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

(২) বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

(৩) ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

(৪) মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

--সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে;
অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।
আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে,
ক্ষতি করছে তা ভাবতেও পারেনা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অথচ সব হা'রামীই ঠকে যায় দিন শেষে।

২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮

জুল ভার্ন বলেছেন: কিন্তু সকল ভোগান্তি সাধারণ মানুষের।

২| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

মেহবুবা বলেছেন: এই রকম আমারও মনে হয়, অথচ সজ্জন কেমন সয়ংক্রিয়ভাবে জয়ী হয় যেখানে প্রয়োজন।

২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

জুল ভার্ন বলেছেন: কিন্তু প্রাথমিক কিম্বা দীর্ঘমেয়াদী যন্ত্রণা থেকে যায় সারাজীবন।

৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

শূন্য সারমর্ম বলেছেন:


চালাকের আসল ডেফিনিশন কি?

২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫

জুল ভার্ন বলেছেন: চালাকের ডেফিনিশন তর্ক এবং বিতর্কিত..... তবে চালাক বলতে বোঝায় যে ব্যক্তি পরিস্থিতি বুঝে তার সুবিধার্থে ব্যবহার করতে পারে। চালাক ব্যক্তিরা সাধারণত পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে ধারণা রাখে এবং সেই অনুযায়ী নিজেদের পরিস্থিতি মতো ব্যবহার করতে পারে।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬

শেরজা তপন বলেছেন: একথা আমরা সবাই বলাবলি করি -আসলে ভেজালের মাঝেই আমাদের সবার বসবাস, কেউ ভেজাল মুক্ত নয়।

২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬

জুল ভার্ন বলেছেন: এবং আমরা এখন ভেজাল প্রুপ!

৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৬

আজব লিংকন বলেছেন: বর্তমান সমাজের প্রতিছবি।।
আমার করা একটা অন্যায় আর দশটা অন্যায় হয়ে আমার কাছে ফিরে আসে।।
লেখাটা ভাল লেগেছে ভাইজান।।

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৮

জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.