নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আমরা এখনো হাজার বছর পিছিয়ে......
ইতিহাসে পড়েছি, সং চীনের সরকারী পরীক্ষার কথা। বিভিন্ন সরকারী পদে নিয়োগ হত পরীক্ষার মাধ্যমে, মেধার ভিত্তিতে। পরীক্ষা এমন ভাবে নেওয়া হত, যাতে সমাজের উচ্চবর্গের অভিজাতদের সঙ্গে সাধারণ পরিবার থেকে আসা প্রার্থীরাও পাল্লা দিতে পারে। খুব স্বাভাবিক ভাবেই, তা সত্ত্বেও সমাজের উচ্চবর্গের পরীক্ষার্থীদেরই উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাধান্য থাকত। কিন্তু এ সত্ত্বেও, সং সাম্রাজ্যের শাসনতন্ত্রের একেবারে কেন্দ্রে স্রেফ মেধার জোরে অনেক সময় উঠে যেত নিম্নবর্গ থেকে আসা ছাত্ররা। পরীক্ষা নেওয়া হত নিয়মিত এবং যথাসম্ভব দুর্নীতিমুক্ত ভাবে। পরীক্ষায় দুর্নীতি হয়েছে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ বলে গণ্য হত, যার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। অনেক সময় সম্রাট স্বয়ং পরীক্ষার তদারকি করতেন।
এখানে একটা বিষয় আছে। এই এক্সাম দিয়ে চাকরির ব্যাপারটা চীনে ইন্সটিটিশানালাইজড হয়েছিল মোটামুটি তাং আমলে (কিন্তু সং-দের মতো সাধারণের জন্য ওরা এক্সাম উন্মুক্ত করেনি)। তো এই তাং এরায় সাম্রাজ্ঞী উ জেতিয়ান-এর শাসনকাল ও সেই সময়ে ইম্পিরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক কি হয়েছিল, আগ্রহ থাকলে চিনের শিক্ষা ও চাকরির ইতিহাস পড়ে দেখতে পারেন।
এরপর হাজার বছর অতিক্রান্ত। একটা আদি মধ্যযুগের সামন্ততান্ত্রিক সাম্রাজ্য যা করতে পারত, আমার স্বাধীন বাংলাদেশ একবিংশ শতকের সরকার সেটা করতে পারছে না বরং অযোগ্যদের সর্বস্তরে পদায়ন করছে।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
জুল ভার্ন বলেছেন: সব দিক থেকেই চিন সত্যিকারের বিস্ময়!
২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
জেনারেশন৭১ বলেছেন:
আপনি নিজে, এর থেকে বেশী পেছনে আছেন।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
জুল ভার্ন বলেছেন: বেহায়াটা নতুন নামে গাধামি শুরু করেছে!
৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০০
মেহবুবা বলেছেন: চীন এবং চীনের চিন্তাভাবনা তো অনেকদূর! মালয়েশিয়ার কিছুটা নিতে পারলেও হোত! ওসব বাদ দিন্। প্রত্যাশা করতে ভয় পাই আজকাল।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮
জুল ভার্ন বলেছেন: চিন-মালেশিয়া বহুত দূরস্থ.... নেপাল ভুটানের চাইতেও আমাদের জাতীয়তাবোধ নিম্নে! আসলে আমাদের জাতিগত অবক্ষয়, অনৈক্য, অনৈতিকতার জন্য আমাদের আশা প্রত্যাশার মাত্রাও হিমাংকের নিচে চলে গিয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দরকার ধ্বংস, সেই ধ্বংসস্তুপ থেকেই জন্ম নেবে নতুন এক প্রজন্ম। সেই প্রজন্মের কাছেই অপেক্ষা করছে আমাদের সুন্দর ভবিষ্যৎ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১২
কামাল১৮ বলেছেন: মাওসেতুং যতদিন ক্ষমতায় ছিলো অভিজাতদের আবেদন করার সুযোগ ছিলো না।তাদেরকে জমিতে কাজ করতে হতো।শ্রেনী চরিত্র পরিবর্তনের জন্য।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: রাইট।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৩১
কাঁউটাল বলেছেন:
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: ছাত্র ভর্তিতে পোষ্য কোটা এবং কলোনি কোটা নানের আরও দুটি ভয়ংকর কোটা আছে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ১০% পোষ্য কোটা, মতিঝিল আইডিয়াল স্কুলে ১৫% কলোনি কোটা আছে। রেলওয়ের চাকুরীতে ২৫% পোষ্য কোটা, চা বাগান, ধারংগ পেশায় শতভাগ পোষ্য কোটা বংশ পরম্পরায় চলে আসছে।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৬
জটিল ভাই বলেছেন:
আমলাতন্ত্রটা বজায় রাখতেই হয়তো আমলাতান্ত্রিক জটিলতার চর্চা অব্যহত রয়েছে
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৪১
জুল ভার্ন বলেছেন: একমত।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
শাহিন-৯৯ বলেছেন:
সালাউদ্দিন সুমন নামের একজন ট্র্যভেলারের চীন ভ্রমনের সিরিজ দেখছি এখন তিব্বতে আছে। এই দেশটি কত উন্নত ও গুছানো দেখে অবাক হতে হয়।
বেশি অবাক হয়েছি তারা একটি ঝর্ণাকে দর্শকের সম্মুখে তিনভাবে উপস্থাপন করছে নিচের ভিডিও দেখলে বুঝতে পারবেন।
china