নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

এক কেজি ঘি বানাতে কতো লিটার দুধ লাগে....

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৯

এক কেজি ঘি বানাতে কতো লিটার দুধ লাগে....

আমি দুধ খেতে পারিনা, যাদের কাছে জন্ম থেকে শিশুকাল কাটিয়ে ছিলাম তাদের কাছেই শুনেছি... দুধ মুখে দিলেই বমি করতাম, সেই সমস্যা থেকে কখনও মুক্তি পাইনি। তবে দুধ খেতে না পারলেও দুগ্ধযাত অনেক খাবার আমার খুব পছন্দের।

দুধ না খেলেও যখন থেকে ভাত খাওয়া শুরু, তখন থেকেই ভাতের সাথে অন্তত এক বেলা এক চামচ ঘি খাবারে নিয়মিত খাই। তাই ঘি কেনায় এবং দাম সম্পর্কে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। যাই হোক, ইউ টিউব ঘেটে ঘি তৈরীর একাধিক পদ্ধতি শিখে বিভিন্ন সময় আমি ঘি তৈরী করতে চেষ্টা করেছি এবং ভালো ঘি তৈরীও করেছি।

যদিও ঢাকা সিটিতে অনলাইন দুধ এবং ঘি বিক্রেতারা প্রতি লিটার দুধ সর্ব নিম্ন ৮০ টাকা এবং সর্বচ্চ ১০০ টাকা দামে বিক্রি করছে। অথচ গ্রামেও খাটি দুধের লিটার ১০০ টাকা!

আমার অফিসের একজন ইঞ্জিনিয়ার যার বাড়ি পাবনা। তিনি ছুটিতে পাবনা গেলেই পাবনা থেকে আমাকে ঘি এনে দেন ১৯০০ টাকা কেজি। আমার একজন প্রতিবেশী যার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, আমার অনুরোধে তিনি সেখান থেকে মাঝেমধ্যে প্রতি কেজি ঘি এনে দেন- ১৭০০/১৮০০ টাকা কেজি। অন্যদিকে অনলাইন ঘি বিক্রেতাদের থেকে ফখরুল ইসলাম যিনি সামু ব্লগের একদা বিখ্যাত ব্লগার বিবাহিত লালসালু তার বর্তমান অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান 'লাল সালু' থেকে প্রতি কেজি ঘি কিনি ১৪০০ টাকা প্লাস-মাইনাস। কয়েক দিন ধরে ফেসবুকে অনলাইন বিক্রেতাদেত দেখছি- ৯০০/- টাকা থেকে ১১৫০/- প্রতি কেজি ঘি বিক্রির বিজ্ঞাপন!



সম্প্রতি আমি গ্রামের বাড়িতে ছিলাম ১৪ দিন। একদম দেশীয় গরু এবং প্রাকৃতিক খাবার খাওয়া গাভীর দুধ দিয়ে ঘি তৈরীর মিশন শুরু করি। প্রতিদিন দুধ জ্বালিয়ে দুধের সর সংগ্রহ করে সেই সর জ্বালিয়ে ঘি তৈরী করেছি। এভাবে প্রায় ২৫ লিটার দুধ জ্বালিয়ে এক কেজি পরিমান ঘি পেয়েছি।

আমার এক কেজি ঘি তৈরী করতে যে পরিমাণ দুধ লেগেছে তাতে শুধু দুধের দামই প্রায় ২৫০০ টাকা। শ্রমঘন্টা, গ্যাস বিলের মূল্য ধরলে দাম আরও ২৫% যোগ হবে। সেই সাথে ঘি'র বাই প্রোডাক্ট থেকেও কিছু দাম পাওয়া যাবে। সব মিলিয়ে বানিজ্যিক ভাবে তৈরী করলে হয়তো প্রতি কেজি ঘি ২০০০ টাকার মধ্যে হতে পারে।

আর একটা কথা, অনলাইন বিক্রেতাদের থেকে কেনা ঘি এর উগ্র ঘ্রাণের সাথে আমার তৈরী ঘি, কিম্বা পাবনা-সিরাজগঞ্জ থেকে সংগ্রহ করা ঘি'র ঘ্রাণ ভিন্ন!

অতএব, বুঝ হে সুজন- দুধ- ঘি এর নামে কি খাচ্ছি!

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ঢাকা কোথায় থাকেন?

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: প্রশ্নটা পোস্ট সংশ্লিষ্ট নয়। তবুও বলছি- গ্রীন রোড।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: আমাদের বাড়িতে গাভি ছিল বিধায় আমরা দুধ এবং ঘি দুটোই খেতে পারতাম সবসময় । সর চুরি করে খাওয়া আমার অভ্যাসের একটা অংশ ছিল । মাঝে মধ্যে একটা লোক মাখন নিয়ে হাজির হত এবং তা চুলোয় চাপিয়ে ঘি তৈরি করে দিত । সারাবাড়ী মো মো করত ঘিয়ের গন্ধে । একসময় খুলনা সার্কিট হাউজের মাঠের ঘাস খাওয়ানো বন্ধ হল ভি আই পি দের নিরাপত্তার কারনে । গাই গরু গ্রামে পাঠিয়ে দেয়া হল । এবারের ঘি বাজারের মিষ্টির দোকান থেকে আসতে লাগলো । ৬৮ তে পা দিয়ে ঘিএর স্বাদ খুব মনে পড়ে কিন্তু সব বন্ধ হয়ে গেছে । যেসব মিষ্টি দুধ ছাড়া তৈরি হয় তাই খাই মাঝে মধ্যে । ভাল আছি জুল ভারন ।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৫

জুল ভার্ন বলেছেন: দুধ নয়, তবে দুগ্ধজাত অনেক খাবারই আমার পছন্দের। সব চাইতে বেশি পছন্দ রসগোল্লা, যা রসে ভেজানো, শুকনো রসগোল্লা নয়। এখন হাইব্রিড গরু, হাইব্রিড ডেয়ারি ফিড গরুর দুধের এবং দুগ্ধজাত খাবারের স্বাদ ক্ষুণ্ন হয়েছে, তার উপর আছে ব্যবসায়ীদের ভেজাল.....

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২২

শায়মা বলেছেন: ঘি পনির আর মধু এই তিনটি জিনিস বলতে গেলে আমি বাড়ির তৈরী খেয়েছি সব সময়। তাই এখনকার দোকানেরগুলি যতই উগ্র ঘ্রান আসুক ভালো লাগে না আর ভাইয়া।

ঘি আমাদের বাড়িতেই তৈরী হত এবং সেটাও নিজেদের দাদুবাড়ির পোষা গরুর দুধ থেকে সর তুলে। এমনকি ঘি এর চাছি মানে ঐ পোড়া পোড়া সরগুলিও ভাতের সাথে ছিলো দারুন মজার। ভাবলেই দুঃখ পাই এখন আর সেসব পাইনা বলে।
তখনকার দিনে পনিরও ছিলো আসল পনির আর এখন মধুতেও নকল মানে নীচে চিনি জমে থাকে। ইদানিং সৌদী আরাবের মধু বলে এরাবিক লেখা থাকে আলসিফা সেটা কিছুটা মনে হয় তবুও ভালো তবে অন্যগুলো মধু কতখানি তাতে সন্দেহ জোরদার! :P

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০

জুল ভার্ন বলেছেন: খাটি ঘি তে উগ্র ঘ্রাণ হয়না, রঙ হয় স্বাভাবিক। ভেজাল দিয়ে যা কিছু তৈরী করে তার রঙ উজ্জ্বল এবং তীব্র ঘ্রাণ হয়। আমাদের দেশের বাজারী সকল খাদ্য পণ্যে ভেজাল। বাজারের সব মধু শতভাগ ভেজাল।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬

ধুলো মেঘ বলেছেন: কত কেজি দুধ লাগবে, তার ঠিক নেই। দুধ ঘন হলে কম লাগবে, পাতলা হলে বেশি লাগবে। বাছুরের বয়েস ৩/৪ মাস হলে সেই দুধে ফ্যাট বেশি পাওয়া যায়।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১১

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: দুধ জ্বাল দিয়ে সর তুলে ঘি বানালে তিন হাজার টাকা কেজি পড়বে কিন্তু আপনি যদি দুধ ঘোটনা দিয়ে ঘুটে মাখন তুলতে পারেন তাহলে খরচ অনেক কমে যাবে। কারণ দুধে ন্যাচারাল পদ্ধতিতে ঘোটা দিলেও জ্বাল দেয়া দুধের চেয়ে অনেক বেশি মাখন পাওয়া যায়।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১২

জুল ভার্ন বলেছেন: আপনার অভিজ্ঞতা থেকে আবারও চেষ্টা করবো।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

শেরজা তপন বলেছেন: এ দেখি সবাই বাড়িতে তৈরি ঘি খেয়ে বড় হয়ে ওঠা মানুষ!!
@শায়মাপু ঘি'য়ের পোড়া সরগুলো আমরা খেতাম একটু চিনি দিয়ে মুড়ির সাথে।
@লেখক আপনি যে হিসাব দিচ্ছেন, এভাবে বাণিজ্যিক ব্যবসায়ীদের কেউ ঘি তৈরি করে না। একটু 'মিল্কভিটার' ঘি-টা খেয়ে দেখবেন।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১

জুল ভার্ন বলেছেন: সেই মিল্ক ভিটা এখন আর নাই। শেখ হাসিনার কাজীন শেখ লাবুলে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর সব ধ্বংস করে দিয়ে গিয়েছে।
মিল্ক ভিটা কোম্পানির দুধে ভেজাল প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট জরিমানা করেছিলো।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:




কুকুরের পেটে ঘি সয় না।
এটা একটা প্রবাদ মাত্র।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫২

জুল ভার্ন বলেছেন: উদাহরণ আপনি নিজেই?

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯

শায়মা বলেছেন: ভাইয়া ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ এই পোস্টে ঢু মারতে এসে হাসতে হাসতে মরলাম!!! :P

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:২৩

জুল ভার্ন বলেছেন: Must have seen the Badrami of the OX named Yunus of Nandail....

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭

বুড়া ভাম বলেছেন: আপনি যেটা তৈরি করেছেন সেটা সরের ঘি । সরের ঘি এখন আর কেউ বিক্রির জন্য তৈরি করে না । সরের ঘি এর মান আর সাধারন ঘি এর মান (ঘ্রান) আকাশ পাতাল পার্থক্য । বাজারে যেটা পাওয়া যায় সেটা দুধ থেকে ক্রিম সেপারেটর মেশিন দিয়ে ক্রিম আলাদা করে নেয় এতে করে ঘি পরিমান অনেক বেশি হয় আর বাকি দুধ থেকে দই মিষ্টি সবই তৈরি করা হয়। তাই দাম অনেক কমে দিতে পারে । সেই মিষ্টির স্বাদ ও প্রায় এক রকম ই থাকে শুধু ফ্যাট এর পরিমান কম থাকে । অনেকের জন্য এটা আবার মন্দের ভাল ।

আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি ।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪০

জুল ভার্ন বলেছেন: বুড়া ভাম বলে কথা, অভিজ্ঞতার একটা দাম আছে!

১০| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: বাঁদরকে বাঁদরামী করতে দেওয়া হোক.... যেন চিরজনমের মত বাঁদরামীর বন্ধের পথ সুগম হয়। B-)

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: আমি সব সময়ই "ডাইরেক্ট অ্যাকশন" নেই- ধরি ঘেডি, দেই মাডি, মানে ঘাড় ধরে মাটি দেই।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!

ঘাড় ধরে কই মাটি দিলে???

খুঁজে পাই না তো মাটি ....... #:-S

১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: জেনারেশন.... নান্দাইলের ইউনুস... জয়বাংলা করে দিয়েছি।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৩

জটিল ভাই বলেছেন:
ঘি তেমন পছন্দ নয়, কিন্তু পোস্টের হিসাব-নিকাশটা খুবই পছন্দ হয়েছে ♥♥♥

১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৩

জুল ভার্ন বলেছেন: আমার পছন্দ ঘি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.