নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
টু ইন ওয়ান.......
একটা ড্রাম আড়াআড়ি ভাবে কাটিয়ে দুই ভাগ করে একভাগে কলমি, পুঁইশাক, কচু চাষ করতাম। কলমি, পুঁইশাক এর সাথে কচু শাক তেমন বাড়তো না। গতবছর বাজার থেকে গুড়ো কচুর মুখি কিনে খারাপগুলো টবে ফেলেছিলাম জৈবসার হিসেবে। কিছুদিন পর সেগুলোতে চারা গজায়। তা দেখে আবারও কিছু গুড়ো কচুর মুখি কিনে ২০০ গ্রাম পরিমাণ একটা ড্রামে ছড়িয়ে ছিটিয়ে দেই কচুর শাক হবে সেই আশায়।
যথা নিয়মে কচুর চারা বড়ো হলে মাঝেমধ্যে কচুর শাক তুলে নিতাম। এবছর বর্ষার সিজন শেষ হতে হতে সব কচুচারা মরে যায়। অন্য চারাগাছ লাগাতে মাটি তুলে প্রস্তুত করতে যেয়ে দেখি মাটির মধ্যে তিন কেজি পরিমাণ খুব উন্নত মানের কচুর মুখি!
আমাদের ছাদ বাগানে পেঁপে, পেয়ারা, লাউ, ধুন্দল, শীম, মরিচ, বেগুন ছাড়াও অন্যান্য শাকসবজী চাষ করেন আমার কিষাণী বৌ। তিনিই পরিচর্যা করেন, সহযোগী সংগী নাতনি। ছাদ বাগানের কোনো গাছ-সব্জিতেই রাসায়নিক সার প্রয়োগ করা হয়না। রান্নার শাকসবজীর বর্জ্য, চা পাতা, ডিমের খোসা ইত্যাদি ব্যবহার করা হয়।
আমি গাছ লাগাই না, শুধু ফল তুলি- যেমন আজও নাতনিকে নিয়ে গাছ পাকা পেঁপে পেড়েছি পাঁচটা, মরিচ তুলেছি।
আবার আজই নার্সারি থেকে কিছু চারাগাছ এনেছি.... কিষাণী বললেন- "তুমি গাছগুলো টবে লাগাও।"
আমি কৌশল করে বললাম- তোমার হাতে ফলন ভালো হয়, তুমিই চারাগুলো রোপণ করো....
তিনি যা বোঝার তা বুঝিছেন!
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
জুল ভার্ন বলেছেন: আমি টবে গোল আলু, মিষ্টি আলু লাগিয়ে ছিলাম- চমৎকার ফলন হয়।
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছাদ থাকলে ছাদে গাছ লাগানো উচিত। এতে একদিকে মানসিক শান্তি পাওয়া যায়। আর অন্যদিকে টাটকা খাওয়া যায়।
কিষাণীকে আন্তরিক ধন্যবাদ।
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩
জুল ভার্ন বলেছেন: টাটকা ফলমূল সব্জি পাওয়া যায়, সেই সাথে পরিবেশ ভালো থাকে, ছাদ ঠান্ডা রাখে। ৯৫% কৃতিত্ব কিষাণীর।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার বিষয় সেই সংগে আমি কিষণীকে ধন্যবাদ দিলাম।
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১১
জুল ভার্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৭
শায়মা বলেছেন: ভাইয়া
এইবার মনে হয় আমাদের ছাদবাগানের পোস্ট দিতে হবে। আমাদের ছাদবাগানের উপরের তলায় আর কি মানে ছাদের উপরে আরেক ছাদে আমরা শাকসব্জী ফলমূল লাগিয়ে লাউ, চালকুমড়া, ঢেড়শ করলা বেগুন শাক সবই খাচ্ছি আর সবচেয়ে যেটা ভালো পাচ্ছি ড্রাগন ফ্রুট আর আতা ফল!
তোমার ছাদবাগানের গল্প জেনেও ভালো লাগলো। নাতনীটা কতটুকু ভাইয়ামনি?
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৯
জুল ভার্ন বলেছেন: আমাদের ছাদ বাগানে ড্রাগন এখনো ফুল আসেনি, আতা নেই তবে ছবেদা/ সফেদা, পেয়ারা, শরিফা বেশ ভালোই ফলে। আনার অকালে ফেটে যায়! সারাবছর লেবু কিনতে হয় না। শাক সবজি বেশ ভালোই হয়।
নাতনির বয়স ১৪ ফেব্রুয়ারি ৮ বছর পূর্ণ হবে ইন শা আল্লাহ। কিন্তু হাইট ইতোমধ্যেই৫'-২" দেখে বারো বছর মনে হয়।
নাতনির জন্য দোয়া করো।
তোমার ছাদ বাগান পোস্ট এর জন্য অপেক্ষায়।
শুভ কামনা।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৩
শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া ভাইয়া। অনেক বড় হবেই সে। তোমার মত মেধাবীও হবে ইনশা আল্লাহ!!
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আলীম। ❤️
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫০
জটিল ভাই বলেছেন:
আপনার থুক্কু আপনাদের ছাদকৃৃষি সম্পর্কে জেনে ভালো লাগলো ♥♥♥
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
জুল ভার্ন বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও এবার কচুর মুখি লাগাছে চেয়েছিলাম কিন্তু আজ কাল পরশু করতে করতে শেষ হয়ে গেলে এখন আশা জাগছে।