নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

যেখানে যাহারে জড়াইয়া ধরেছি- তারই কপাল পুড়েছে......

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৯

ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে ফটোসেশন করে গণতান্ত্রিক বিশ্বের বৃটেনের ঋষি সুনাক ও আমেরিকার জো বাইডেন ডুবে যাবার পর ক্যানাডার জাস্টিন ট্রুডো লেটেস্ট ভিকটিম। পুতিনের সাথে ছবি তুলে টিউলিপ যায়যায় অবস্থা। জানিনা রাশিয়ার পুতিন আর ফ্রান্সের ম্যারখ'র ভাগ্যে কি আছে।









মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ একটা রিয়েক্ট থাকলে ভালো হইতো :)

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩

জুল ভার্ন বলেছেন: হাসির ইমোজি নাই, কান্নার ইমোজি নাই, রাগ- অনুরাগের ইমোজি নাই!

২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: অবস্থা দৃষ্টিতে এমনই মনে হচ্ছে :>

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১

জুল ভার্ন বলেছেন: নিশ্চিত। এবং মোদিকেও যেতে হবে....

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১১

অপু তানভীর বলেছেন: মোদী সরকারও একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। মোদীর ছবিও দিতেন।

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: অবশ্যই, শুধু সময়ের অপেক্ষা।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর সমিকরন!

১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:

এগুলো তো মামুলি সুভেচ্ছা বিনিময়। ফটোসেশন।
আপনি নিজের চিন্তা করেন, ৬ মাস হয়ে গেল আপনার তারেক কে এখনো ফিরতে দেয়া হচ্ছে না।

বছরে নাকি ২ লাখ কোটি পাচার হোত।
এখন ধরে নিলাম পাচার হচ্ছে না, উন্নয়ন কাজও বন্ধই বলা যায়। নতুন প্রজেক্ট আর দিচ্ছে না। তাহলে ৬ মাসে ১ লাখ কোটির বেশি উদ্বির্ত থাকার কথা, অর্থ উপদেষ্টা বলেছিল রিজার্ভে হাত দেয়া লাগছে না।

এখন শুনি বিশাল ঘাটতি। বাজেটের ৬ মাসের মাঝামাঝি ১২ হাজার কোটি টাকার ভ্যাট + করের বোঝা চাপিয়েও ৪২ হাজার কোটি টাকা ঘাটতি। ৩ দইফা মোবাইল বিল বৃদ্ধি। এর মাঝে আবার হাজার কোটি টাকা ছাপিনোও হয়েছে। ঘাটতি সামলানো যাচ্ছে না। তাই এখন পাকি স্টাইলে সীমান্তে গুতোগুতি করে মানুষের দৃষ্টি অন্যাদিকে নেয়ার চেষ্টা।

১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫১

জুল ভার্ন বলেছেন: বিশ্বের সব ফ্যাসিস্টদের এইসব ফটোসেশান এর পেছনে থাকে ফ্যাসিবাদীদের জনপ্রিয়তা বোঝানোর একটা অপকৌশল। আপনি নিশ্চয়ই ভুলে যাননি ওবায়দুল কাদেরের দম্ভ- "ফখ্রুল সাহেব, বাইডেন সাহেব সাথে আমাদের নেত্রীর ছবিগুলো দেখেছ? তলেতলে সব ঠিক হইয়া গেছে"!


তারেক রহমানকে কেউ আটকে রাখতে পারবেনা, সঠিক সময়েই ফিরে আসবেন। কিন্তু শেখ হাসিনা আর কোনো দিন ফিরে আসবে না।

পাচার হয়েছিল কি না সেটা এখনো বিবেক বন্দী জ্ঞান পাপীরা স্বীকার করবেনা।


যেভাবে খেয়ে পালিয়ে গিয়েছে তাতে এখনো দেশের অর্থনীতি চালু আছে- এটাও কম সাফল্য নয়।

ফ্যাসিস্ট হাসিনা সরকার ২০০৯ সাল থেকে গ্যাস বিদ্যুৎ পানির দাম বাড়িয়েছে ১০ গুণ! ১০ টাকা কেজি দড়ে চাল খাওয়ানোর ওয়াদা করেছিলেন, আপনারা ফ্রি খেলেও আমজনতা মোটা চাল কিনেছে ৬০ টাকা কেজি।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপ্নে আমাদে মাননীয় পোদানমন্তি হাসিনারে অলক্ষী কইলেন?
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫২

জুল ভার্ন বলেছেন: ভুল হইয়ে গেছে কত্তা। আসলে বলা উচিৎ লক্ষীছাড়া

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৫

বাকপ্রবাস বলেছেন: বি নো দ ন

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: বিনোদন হলেও ঘটনা সত্য।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২

শূন্য সারমর্ম বলেছেন:


ঐসব দেশের জোত্যীষারা ব্যস্ত হয়ে পড়ছে?

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০০

জুল ভার্ন বলেছেন: যার নাই কোনো গত,সে বিশ্বাস করে জ্যোতিষী!

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০০

জটিল ভাই বলেছেন:
হা হা চে থে প গে =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.