নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
হরেকরকম দান.....
বিভিন্ন প্রকার দান-খয়রাতের কথা শুনেছি....সব চাইতে বেশী প্রচলিত কন্যাদান। ইদানিং শুনছি বাড়ীও দান করা হয়- তবে তা রাষ্ট্রীয় দান নয়। টাকা ওয়ালদের শখ বলে কথা!
* বসুন্ধরা গ্রুপের এমডি আনভির সোবহান ফ্ল্যাট দান করেছিল তার কিশোরী প্রেমিকা মুনিয়াকে।
* পত্রিকায় পড়েছি- ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম বরকন্দাজ দুর্নীতিবাজ পলাতক সাবেক আইজিপি বেনজির সাহেব চিত্র নায়িকাকে শান্তিনগর এলাকায় একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন।
* শেখ সেলিম নামের একজন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাও একজন নায়িকাকে বনানী এলাকায় একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন।
এবার ঢাকা থেকে লন্ডন চলুন-
* বাংগালী দু জন ব্যবসায়ী লন্ডনে সুন্দরী তরুণী দুই বোনকে দুটি বাড়ী দান করেছিলেন।
লন্ডনের 'হ্যাম্পস্টেড' এলাকায় ছোটজনকে বাড়ি উপহার দিয়েছিলেন মঈন গণি নামের একজন।
* আর বড়ো বোনকে লন্ডনের ‘কিংস ক্রস’ এলাকায় একটি বাড়ি উপহার পেয়েছেন আবদুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে।
* জানা যায় এই দুই তরুণীর মাকেও তার যৌবনে বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান উত্তর লন্ডনে একটি বিলাসবহুল বাড়ী দান করেছিলেন।
কেন?
কিসের মোহে?
কারন অজানা।
তবে অনেক ব্যাবসায়ী এবং সুগার ড্যাডি আছেন যারা ষোড়শীদের বাড়ী দান করে থাকেন।
তথ্যসূত্রঃ দেশ বিদেশী বিভিন্ন পত্রিকা এবং টক অফ দ্যা কান্ট্রি।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৮
জুল ভার্ন বলেছেন: "ভুনাকিশোরী" শব্দ/ বিশেষণ আবিস্কার করার জন্য ধন্যবাদ।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০২
শূন্য সারমর্ম বলেছেন:
ধনীরা গরীবদের "না পাওয়া" ব্যাপারটা কাজে লাগিয়ে ব্যবহার করে মাত্র।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯
জুল ভার্ন বলেছেন: এখানে যাদের কথা বলা হয়েছে- তারা কেউই ধনে গরীব না।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫
নতুন বলেছেন: ভুনাকিশোরীর
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯
জুল ভার্ন বলেছেন: শব্দটা যথার্থ হয়েছে!
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ!'
সবই 'হোল সেল' বিজনেসের কারিশ্মা।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৪
জুল ভার্ন বলেছেন: "চোরের দশ দিন, গৃহস্তের একদিন"- সব কাসিশ্মাই একদিন খতম হয়ে যাবে- আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮
জটিল ভাই বলেছেন:
ভাই, আমারতো এসব পড়ে গরু মেরে জুতা দানের কথা মনে পরছে
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩
জুল ভার্ন বলেছেন: আসলে পুটু মারতে, আখের গুটাতে ফ্ল্যাট দান!
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলা অভিধানে ভুনাকিশোরী শব্দটি যুক্ত করা যেতে পারে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: সুগার ড্যাডিরা সব ষোড়শীদের নিয়ে যাচ্ছে। তিশা-মোশতাক ঘটনার পর হাজারো তরুণ ইনসিকিউর ফিল করে। দেশে ইয়ং ও ভালো চাকুরি করা ছেলে থাকতেও অনেক মেয়ে আজকাল মধ্যবয়সী লোকের সঙ্গী হচ্ছে।
আপনি উপরে যাদের কথা উল্লেখ করেছেন সবাই ক্রিমিনাল। কেউ ভুনাকিশোরীর লোভে আবার কেউ পদপদবীর লোভে এমন করেছে। বাংলাদেশের সকল ক্রিমিনাল বিদেশে গিয়ে সুনাগরিক!