নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বাংলাদেশের আইটি সেক্টরে জয়-পলকের দুর্নীতির মাষ্টার মাইন্ড শাজাহান মাহামুদকে এখনো পাকড়াও করা হচ্ছেনা কেন?
সজীব ওয়াজেদ জয়ের গৃহভৃত্য ডক্টর শাহজাহান মাহমুদ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ছিলো। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত মেরিন কর্পস বেস কোয়ান্টিকো এবং পরে ইন্ডিয়ানা হেড নেভাল সারফেস ওয়ারফেয়ার সেন্টারে একজন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলো সেখান থেকেই মগজধোলাই হয়ে বাংলাদেশে আসে। মুড়ির টিন খ্যাত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কেনার অন্যতম হোতা।
১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
জুল ভার্ন বলেছেন: মনে হয় না।
২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১
কলাবাগান১ বলেছেন: উনি গৃহ ভত্য ছিলেন??? একজন বুয়েট ইন্জিনিয়ার যে কিনা বিশ্বখ্যাত MIT থেকে Ph.D. করা যে তার সারা কর্মজীবন আমেরিকার নাগরিক হিসাবে টপসিক্রেট আমেরিকার আর্মির কোয়ান্টিকো (বিখ্যাত টিভি সিরিজ আছে ) 'ক্যান্টনমেন্ট কাজ করেছে টেলিকমিউনিকেশনস, যে জীবনে কোন দিন ইন্ডিয়াতে কাজ করে নাই। তাকে এই উপাধি দিচ্ছে?
আপনার জিউগ্রাফীর নলেজ দেখে টাস্কিত, আমেরিকার ম্যারিম্যান্ড এর একটা শহর এর নাম হল ইন্ডিয়ান হেড, উনি আর্মির আগে ঐ শহরে কাজ করতেন আর তাতেই আপনি তাকে ইন্ডিয়ার এজেন্ট হিসাবে চালিয়ে দিলেন..
উনার বায়োগ্রাফী তো অনলাইনেই আছে
আপনাদের মত মিথ্যার বেসাতি করাদের কাছ থেকে আর কিই বা আশা করা যায়।
১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
জুল ভার্ন বলেছেন: ফ্যাসিস্ট হাসিনার আমলে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও হাসিনার গৃহভৃত্য থেকেও নিচু স্তরের ছিল। বুয়েট থেকেই তো আপনাদের সহযোগি পি কে হালদার পাশ করেছিলো। আরে BAL পন্ডিত, সবেতো বাংলাদেশ থেকে ইংল্যান্ড আমেরিকায় গলাধাক্কা খেয়ে টাস্কিত হওয়া শুরু, আরও কতো টাস্কিত হতে হবে.....মিথ্যার বেসাতি কে বা কারা করে তা জগৎবাসী দেখতেছেন! BAL পরিবারে লজ্জাসংকোচ থাকলে আর গলা বাড়িয়ে কথা বলতেন না।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
কলাবাগান১ বলেছেন: ম্যারিল্যান্ডের ইন্ডিয়ান হেড শহর থেকে মগজ ধোলাই...।হাসালেন কোথায় ম্যারিল্যান্ড আর কোথায় ইন্ডিয়া। এই ইন্ডিয়ান হল নেটিভ আমেরিকান দের বলা হয়
১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
জুল ভার্ন বলেছেন: ইন্ডিয়া, ইন্ডিয়ানা, মেরিল্যান্ড ইংল্যান্ড সর্বত্রই চোর পরিবারের বিচরণ। অত:পর চোদ্দগুষ্টি নিয়ে দুই বোনের দেশত্যাগ, ছেলের বউ ত্যাগ, মেয়ের জামাই ত্যাগ, অতঃপর ভাগ্নির পদত্যাগ- এরপরও আপনাদের লজ্জা হয় না! মানুষ এতো নির্লজ্জ হতে পারে তা আপনাদের না দেখলে বিশ্বাস করতাম না।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
জটিল ভাই বলেছেন:
আরো কতো মাস্টারমাইন্ড আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে
১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
জুল ভার্ন বলেছেন: তার ইয়ত্তা নাই।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
ভুয়া মফিজ বলেছেন: একটা চোর বংশের ভৃত্যের কোন অভাব নাই। এমন বহু ভৃত্য দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ভৃত্য ইন্ডিয়াতে কাজ করেছে এমন কোন কথা তো আপনার পোষ্টে পেলাম না। তাহলে আরেক ভৃত্য কেন এই প্রসঙ্গ তুললো, বুঝতে পারলাম না। বিষয়টা কি?
বিষয়টা অনেকটা ''ঠাকুর ঘরে কে? আমি কলা খাই নাই'' এর মতো শোনাচ্ছে না!!!!!
১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
জুল ভার্ন বলেছেন: "চোরে চোরব মাসতুতো ভাই" বলে কথা। এটা ওদের জিনগত ত্রুটি।
৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২২
কলাবাগান১ বলেছেন: MIT spell করতে পারবেন?? ওয়াও জয় এর গৃহভৃত্য MIT Ph.D. উনার ড্রাইভার কি Harvard Ph.D,
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: চোরের গুষ্ঠি চোর, স্পেল বেশী শিখে হইছেন চোর!
৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৩
কামাল১৮ বলেছেন: এবার সাবধান থাকবেন।লেখালেখির কারণে যেনো ধরাখেতে না হয়।
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: আগে নিজেদের সামলান। আপনাদের মতো আবার কোনো দানবের সৃষ্টি হলে তাদেরও আপনাদের অবিভাবকের মতো পালাতে হবে।
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্তত একটা মামলা হয়ে থাকা দরকার।
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: কয়জনের বিরুদ্ধে মামলা করবে- ওরাতো সবাই চোর।
৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩১
মেঠোপথ২৩ বলেছেন: হাই প্রোফাইল দুর্নীতিবাজ । MIT থেকে Ph.D. করা দুর্নীতিবাজ । যাউজ্ঞা আমরা মুক্কু সুক্ষু মানুষ । বুঝাতে পারলাম না আটলান্টিকের ঐপারের ইউনি MIT spell করা লাগবো কেন আমাদের ? এই স্পেলিং এর সাথে এই দুর্নীতিবাজ , টাকা পাচারকারীর অপরাধের সম্পর্কটাইবা কি !!
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: বুঝলেন না, কান কাটা রমজানের উত্তরসূরি "একমাত্র শিক্ষিত" কুলাংগার! হাসিনা তারেক রহমানকে কুলাংগার বলেছিল.... এখন বিশ্বব্যাপী প্রমাণিত হয়েছে ওদের চৌদ্দপুরুষ কুলাংগার।
১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৩
আল ইফরান বলেছেন: জয়ের আইটি বেইজড দূর্নীতির পেছনে যে এই ভদ্রলোক (!) ছিলেন সেইটা শুধু অন্দরমহলের গুটিকয়েক মানুষ জানতো। আমি উনার নাম বেশ কয়েকবার শুনেছিলাম আমার এক কলিগের কাছে, যখন বলেছিলেন তখন বিশ্বাস হয় নি। আপনার লেখা পড়ে এইবার মনে হচ্ছে এইটা বেশ ঘাগু মাল ছিলো।
আর এমআইটি/ হার্ভার্ড/ অক্সফোর্ড থেকে পড়াশুনা করলেই কি ভালো মানুষ হয়ে যায়?
১১| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০১
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: চোর রাজবংশ একটা জিনিস খুব দক্ষতার সঙ্গে করছে, চেতনার টেবলেট খাইয়ে কিছু বিবেকহীন, অমানুষ অনুসারী সৃষ্টি করে গেছে। যারা এদের ব্যাপক লুটপাট আর চৌর্যবৃত্তির মধ্যেও কল্যাণ আর মহিমা খুঁজে পায়। আসলে চোর পরিবারের সাফাই গাওয়া আর গোলামী করা্ই এদের নিয়তি।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
মেঠোপথ২৩ বলেছেন: দেশে আছে কি ?