নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

গল্পেও যেনো থাকে সামাজিক দ্বায়-বদ্ধতা.....

২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮

বহু বছর আগে লিও তলস্তয়ের একটি প্রতীকী ছোটগল্প পড়েছিলাম। সারমর্মের জন্য যে গল্প চিরস্মরণীয় হয়ে থাকার যোগ্য। নিজের ভাষায় গল্পটি তুলে ধরার চেষ্টা।
গল্পটি এ'রকমঃ-

এক বাড়িতে মনিব তাঁর গৃহ ভৃত্য সহ বাস করেন।
এক প্রতিবেশী, তার বাড়ীর বিবাহ অনুষ্ঠানের নিমন্ত্রণ জানিয়ে যায় বাড়ির মালিককে।
শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে উপস্থিত হতে না পেরে, উপহার সমেত তাঁর 'ভৃত্য'কে প্রেরণ করেন নিমন্ত্রণ ও সৌজন্য রক্ষার্থে।

ভৃত্য ফিরে এলে মনিব প্রশ্ন করেন--
"বিয়েবাড়িতে কত মানুষ এসেছিলো আজ?"
উত্তরে ভৃত্য বলেন, "হুজুর মোটে একজন মানুষ"।
মনিব যারপরনাই বিস্মিত হয়ে বলেন, এ কেমন কথা?
এত লোকের কোলাহল ভেসে আসছে, ঝলমল করছে আলোর রোশনাই, আর তুই বলছিস, মোটে একজন মানুষ এসেছে সে অনুষ্ঠানে?

জবাবে ভৃত্য বললে, "হুজুর, অনুষ্ঠান বাড়ির প্রবেশ দ্বারে একটি বৃহৎ কাঠের গুড়ি পড়েছিল।
সকলেই খুব অসুবিধা করে, কষ্ট করে সেটি ডিঙিয়ে যাচ্ছিলেন, অনেকেই হোঁচটও খেলেন।
একটি মাত্র লোককে দেখলাম, যে বহুশ্রম ব্যয় করে, একার চেষ্টায় সেই কাষ্ঠখন্ডটিকে দুয়ার থেকে সরিয়ে দিলেন, যাতে পরবর্তী অতিথির প্রবেশ করতে সমস্যা বা অসুবিধা না হয়। তাহলে, সে-ই তো একমাত্র 'মানুষ' তাইনা হুজুর ?"

মনিব সস্নেহে ভৃত্যের মুখপানে চেয়ে স্মিত হেসে বললেন,"যথার্থ বলেছিস"।

এ সব গল্পের বার্তা কোনও যুগেই অপ্রাসঙ্গিক নয়।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সঠিক বলেছেন।
ছোট গল্পটি অসাধারণ।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ❤️

২| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ গল্প লিও তলস্তয় লিখে গিয়েছেন। গল্পটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

জুল ভার্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ গল্প। সুন্দর উপস্থাপনা

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৯

জটিল ভাই বলেছেন:
দারুণতো!

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

জুল ভার্ন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.