নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
দেশপ্রেম মানেই অনিবার্য ভয়াবহ পরিণতি!
"দেশে বিদেশে" সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত বই। তখন আফগানিস্তানের বাদসা আমানুল্লাহ এবং ডাকাত বাচ্চাও সাকার মধ্যে ঘোরতর কোন্দল.... ১৯২৭ সালে তিনি আফগানিস্তান যাবার সময়, অতি দুর্গম খাইবার পাস অতিক্রম করে সন্ধ্যেবেলায় আশ্রয় নিয়েছেন একটি সরাইখানায়। "নামেই সরাইখানা, আসলে একটি মাটির বাড়ি আর তাতে মানুষ, উট, ঘোড়া-খচ্চর সবই এক সঙ্গে বসবাস করে।' তিনি লিখেছিলেন - "বসবাসের এমন গণতান্ত্রিক ব্যবস্থা আমি আর দেখিনি। আরও যেটা কখনো দেখিনি সেটা হলো সেই সরাইখানার মতো দুর্গন্ধ।"
"সূচিভেদ্য অন্ধকারের কথা বইয়ে পড়েছি, কিন্তু সূচিভেদ্য দুর্গন্ধও যে হতে পারে তা এই প্রথম প্রত্যক্ষ করলাম। মাগরিবের নামাজের পর সরাইখানার মালিক ঘোষণা দিলেন - রাতে সরাইখানা দস্যু দ্বারা আক্রান্ত হলে "মাল-জানের" দায়িত্ব নিজের নিজের।"
সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন- "খেয়াল করলাম উনি "জান-মাল" বললেন না, বললেন- মাল-জান।"
এ নিয়ে প্রশ্ন করলে সরাইয়ের মালিক বলেছিলেন- "আফগানিস্তানের রাজনৈতিক অরাজকতায় মানুষের জানের তেমন দাম নেই, কিন্তু মালের দাম আছে !"
লেখক সরাইখানার মালিককে বলেছিলেন- "আমাদের ভারতবর্ষেও তাই !"
ফেসবুক বন্ধুদের মুজতবা আলীর গল্পটা মনে করিয়ে দিয়েই বলি - বর্তমান বাংলাদেশের সূচিভেদ্য রাজনৈতিক দুর্গন্ধে, যখন তখন দস্যু দ্বারা আক্রান্ত হলে "মাল-জানের" দায়িত্ব কিন্তু আপনাদের নিজের নিজের। কাজেই সেক্ষেত্রে "চাচা, আপন প্রাণ বাঁচা"-টাই বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত বিপ্লবী সাজতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।
মনে রাখবেন, আমাদের দেশে দেশপ্রেমের মতো পাপ আর একটাও নাই। দেশপ্রেম মানেই- অনিবার্য ভয়াবহ পরিণতি!
উদাহরণ?
আমি, আপনি, আমরা যারা দেশ প্রেমে অন্ধ...
আবারও বলছি- দেশপ্রেম মানেই অনিবার্য ভয়াবহ পরিণতি! সেই ভয়াবহ পরিনতি জেনেও যারা দেশ প্রেমে উজ্জীবিত থাকবেন তারাই আমার প্রিয় স্বজন।
২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪১
জুল ভার্ন বলেছেন: যাহা কোরানে বর্নিত আল্লাহ অনুধাবন করতে ব্যর্থ হয়েছে - অত্যন্ত আপত্তিকর মন্তব্য, এই আইডি র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
২| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
নাহল তরকারি বলেছেন: আগে টাকা পয়সা কামাই করে, পরিবার কে বাচাই। শেষ বয়সে দার্শনিক বা দেশ প্রেমিক হওয়া যাবে নে।
২৪ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
জুল ভার্ন বলেছেন: এগিয়ে যান। শুভ কামনা।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
কাঁউটাল বলেছেন:
"দেশপ্রেম মানেই অনিবার্য ভয়াবহ পরিণতি!"
We know this, but the mission must not fail.
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:০১
জুল ভার্ন বলেছেন: Any good work requires honesty and concentration. Victory is assured.
৪| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫০
কামাল১৮ বলেছেন: উগ্র দেশ প্রেম কারো জন্যই ভালো না।সেই সাথে আমাদের আন্তর্জাতিকতাবাদীও হতে হবে।দুনিয়ার সকল নির্যাতিত মানুষ এক হও।
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:০২
জুল ভার্ন বলেছেন: একমত।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২০
মেঘনা বলেছেন: দেশপ্রেম মানে তো ভারত বিরোধিতা আর হিন্দু বিরোধীতা।
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩০
জুল ভার্ন বলেছেন: ফাউল টক। অসুস্থ এবং উস্কানিমূলক মন্তব্য।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯
জটিল ভাই বলেছেন:
অন্ধের দেশে চশমা বিক্রির কথাই শুধু মনে পরছে......
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৯
জুল ভার্ন বলেছেন: তাইতো মনে হচ্ছে।
৭| ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭
ভুয়া মফিজ বলেছেন: বর্তমানে প্রকৃত দেশপ্রেম খুবই দুর্লভ, যা প্রচলিত আছে সেটা হলো দলপ্রেম আর প্রতিবেশী দেশপ্রেম। সেকারনেই বাংলাদেশ বার বার পিছিয়ে যাচ্ছে। বরাবরের মতোই আপনার পোষ্টে কিছু আবাল দালালের (ভারতীয় এবং আওয়ামী) আনাগোনা লক্ষ্য করছি। এদের জন্য লাঠি তৈরী রাখা এদেশের দেশপ্রেমিক জনগনের নৈতিক দায়িত্ব।
২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২২
জুল ভার্ন বলেছেন: আBAL গুলো আঁরে চিনবার নঁ ফরে
৮| ২৫ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০
নতুন নকিব বলেছেন:
দেশ থেকে গুষ্ঠিজ্ঞাতিসহ স্বৈরাচার পালালেও এখন তো দেখছি, আবর্জনাগুলো ক্রমান্বয়ে সামু ব্লগে এসে জমা হচ্ছে। অন্যের পোস্টে এসে আবোল তাবোল না বকলে এদের পেটের ভাত (আমার ভুল হয়ে থাকতে পারে, এরা যে পরিমান অর্থ পাচার করে অবশেষে বিদেশে ভেগেছে, তাতে ভাত খাওয়ার কথা না, নিশ্চিতভাবে অনেক দামি খাবার খাওয়ার কথা) সম্ভবতঃ হজম হয় না।
২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৮
জুল ভার্ন বলেছেন: ওগুলো শুধু আবর্জনাই নয়, প্রাণীর মলও বটে
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
অগ্নিবাবা বলেছেন: দেশপ্রেম থেকে মানবপ্রেম উৎকৃষ্ট, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে জীবপ্রেম, যাহা কোরানে বর্নিত আল্লাহ অনুধাবন করতে ব্যর্থ হয়েছে।