নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্ব সংকটে মুসলিম বিশ্ব......

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬

অস্তিত্ব সংকটে মুসলিম বিশ্ব......

মানুষ রুপী শয়তান ট্রাম্প গাজা নিজেদের করে নিতে বড্ড পরিকর। মার্কিনী নেতৃত্বে পশ্চিমাবিশ্বের বহুজাতিক পরিকল্পনায় ইরান ধ্বংসের দ্বারপ্রান্তে। পাকিস্তান শেষ। তুরস্ক কঠিন নজরদারিতে। শয়তানিয়াহু ফিলিস্তিনিদের সৌদি আরবের ভূমিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উপদেশ দিয়েছে। গোটা ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার অংশ নিয়ে হুদাহুদি রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

অথচ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা প্রায় শেষ হয়েগিয়েছিল।
কিন্তু গত ৮০টি বছর চুপচাপ থেকে, নিজেদের জান এবং সম্পদ বাঁচানোর তাগিদে নিজের নাম পরিবর্তন করে, পুরুষরা দাড়ি সেইভ করে, মেয়েরা ইউরোপিয়ান স্টাইলে নিজেদের তিলে তিলে তৈরি করে- আজ তারা দুনিয়ার সকল টেকনোলোজির মালিক, সকল ওষুধ কোম্পানীর মালিক, সকল অস্ত্র কারখানার মালিক, সকল ব্যাংকিং সিস্টেমের মালিক।

এখন তারা লক্ষ কোটি মুসলিমদের মেরে ফেললেও বোকা মুসলমানের কিচ্ছু করার নেই। চোখের সামনেই তো ফিলিস্তিনিদের মেরে ফেললো, ধুলায় মিশিয়ে দিয়েছে, ইজরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ফিলিস্তিনের অস্তিত্ব মুছে ফেলেছে, কারো কিছুই করার ছিল না।

স্বৈরশাসক শেখ হাসিনা ছলে-বলে-কলে কৌশলে গত পনেরো বছরে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে জংগী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিয়ে নিজের মসনদ আঁকড়ে ধরে রেখেছিল। আজও পিনাকীয় চক্রান্তে আমাদের অতিমুসলিমপনার কারণে, অতি উৎসাহে একশ্রেণীর অর্বাচীন বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। যার কারণে আমাদের পাশের মোড়ল হিন্দুত্ববাদী রাষ্ট্রের হাত নিশপিশ করে বসে আছে, আমরা কবে নিজেরা মারামারি শুরু করবো। ভারতে ৩৬ কোটি মুসলমান আছে, কিন্তু আজ তারা নিজের পছন্দমতো খাবারটাও খেতে পারছে না। শত বছরের পুরোনো প্রার্থনার ঘর মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে- কারোর প্রতিবাদ করার ক্ষমতাটুকুও নাই।
বাংলাদেশে অন্তত আযান দিয়ে নামাজ পড়তে পারেন, কোরবানিতে গরু জবাই দিয়ে খেতে পারেন ইচ্ছেমতো।


এরপর তাদের ডাক না দিলেও কাল্পনিক জঙ্গীদের নিধন করতে গাজার অবস্থা তৈরী করতে পারে আমাদের ছোট্ট ভূখণ্ডে।
অতএব তাদের কানপড়া শুনে তাদের তৈরী ফাঁদে পা দিও না। হে মুসলমানগণ; পিনাকী-ইলিয়াস গংদের উগ্রবাদীতা, মাওলানা তারিক মনওয়ার, মাওলানা গিয়াস উদ্দিন আত্ব তাহেরিদের মতো গণ্ডমূর্খ বাটপারদের অনুসরণ না করে, আবাবিল পাখির ভরসা না করে আপনারা এয়াহুদিদের মতো বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪

সৈয়দ কুতুব বলেছেন: ইমাম মাহদী আসার সময় হয়েছে। ২০২৬-২০৩০ এর মধ্যে আসবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬

জুল ভার্ন বলেছেন: আপনাকে কি ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়েছে না কি ফোন দিয়েছে?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১

মাহদী হাসান শিহাব বলেছেন: মুসলমানদের নিজেদের মাথা খাটাতে হবে। তারা মাথা খাটায় না। উগ্রবাদী মোল্যা আর উগ্রবাদী ভারতবিদ্বেষীদের কাটা ফাঁদে পা দিয়ে মুসলমানরা নিজেদের বিপদ ত্বরান্বিত করছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬

জুল ভার্ন বলেছেন: একমত।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

নতুন বলেছেন: বর্তমানে মোল্যারা আমিশদের মতন জাতীতে পরিনত হচ্ছে।

বিশ্ব আধুনিক হচ্ছে আর আমাদের দেশের মানুষ পেছনের দিকে যাচ্ছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: ঠিক এই মুহূর্তে আমার বাড়ির কাছাকাছি কোথাও ওয়াজ মাহফিল চলছে। কয়েক কিলোমিটার জুড়ে মাইক লাগিয়ে চিতকার করছে। এই হুজুরের এমনই খ্যামতা যে আল্লাহকে তুই তোকারি সম্বোধন করে বিভিন্ন সুবিধা চাচ্ছে আর সবাইকে শাসাচ্ছে!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৫

নতুন বলেছেন: বর্তমানে মানুষের অজ্ঞতাকে পুজি করে এইসব ওয়াজবাজ, পীর, ফকির, মাজার, মাদ্রাসা করে কেটে খাচ্ছে।

গতশুক্রবার দুবাইতেও আমার বাসার পাসে মসজিদের বাইরে জুম্মার নামাজে দাড়িয়েছিলো মানুষ। তারা দুই পাশের ৪ লেনই বন্ধ করে নামাজে দাড়িয়েছে এবং তাতে করে পুরা এলাকায় ট্রাফিক জ্যামে ১৫ মিনিট আটকা ছিলো।

ধার্মিকেরা কেন জানি বাস্তবতা, যৌক্তিকতার বাইরে কাজ করে বুঝি না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: ঢাকা শহরের জুমার নামাজে ৯০% মসজিদ অন্তত একঘন্টা বন্ধ রাখা হয়। যেসব মুসুল্লিরা এই অপকর্ম করে তারা শুধুমাত্র সপ্তাহে জুমার দুই রাকাআত ফরজ নামাজই আদায় করে।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৭

কামাল১৮ বলেছেন: আরো খারাপ দিন অপেক্ষা করছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: আমরা খারাপের প্রতিযোগিতায় লিপ্ত।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪০

কু-ক-রা বলেছেন: উহা (ট্রাম্প) মুখে যাহাই বলুক, বাস্তবে অত খারাপ কিছু করিবে বলিয়া মনে হয় না। তবে উহার আমলে এলজিবিটি এবং অবৈধ অভিবাসিরা চাপে থাকিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.