![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রিয় সুহৃদ,
আচ্ছালামুয়ালাইকুম।
আমার গুম জীবন এবং গুম পরবর্তী সত্য ঘটনাবলী নিয়ে লেখা 'গুম এবং অতঃপর' এবং 'দ্যা আনটোল্ড স্টোরি' (২০২০-২০২১ সালে সিএনএন, আল-জাজিরা এবং বিবিসি চ্যানেলে আমার নাম/পরিচয় গোপন রেখে প্রচারিত সাক্ষাৎকার) বইয়ের মোড়ক উন্মোচন হবে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ খৃষ্টাব্দ। মোড়ক উন্মোচন করবেন-
শহীদুল ইসলাম বাবুল
সাধারণ সম্পাদক
জাতীয়তাবাদী কৃষক দল। উপস্থিত থাকবেন আমার আগে গুম হওয়া রাজন, রেজাওনুল হক শোভন (ব্লগার শের শায়েরী/ নষ্ট শয়তান), ব্লগার এস এম সাগর, ইফতেখার ওয়াসীম সহ অনেকেই।
সময়ঃ বিকেল ৪ ঘটিকা।
স্থানঃ একুশে বইমেলা,
স্টল নং- ১৩৩-১৩৪,
সরওয়ার্দী উদ্যান।
প্রকাশকঃ স্ব রে অ প্রকাশনী।
আপনার সদয় উপস্থিতি কামনা করি।
বিনীত-
হুমায়ুন কবির (জুলভার্ন)
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
জুল ভার্ন বলেছেন: শের শায়েরী/ নষ্ট শয়তান একই ব্যক্তি
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া।
আমিও যাবো তবে ২১ এর পর...
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
জুল ভার্ন বলেছেন: যেও সেই সাথে একটা বই সংগ্রহ করবে ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনীর নির্যাতন নিপীড়ন এর যৎসামান্য কাহিনী সংরক্ষণের জন্য।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
এ পথের পথিক বলেছেন: আচ্ছা আপনি তাহলে সেই ব্যক্তি ।
বইয়ের জন্য শুভকামনা ।
খুনি হাসুর গুম নির্যাতনের কথা পৌঁছে যাক সবার কাছে, আশা করছি এ বই ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাদার অফ অল ডেভিলের
গুম নির্যাতনের কথা তুলে ধরতে সক্ষম হবে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ পথিক।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: অবশ্যই করবো ভাইয়া। ব্লগে যে যে বই এর নাম আছে সবারটাই করবো!
সত্যপথিক শ্যাইয়ান ভাইয়ার পোস্ট আর স্টিকি হলো না। খুঁজে খুঁজে জানতে হয়।
সামু টিম বেদের মেয়ে জ্যোসনা করে গেলো। আর স্টিকিই করলোনা ভাইয়ার লেখাটা!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
জুল ভার্ন বলেছেন: আমিও ব্লগারদের প্রকাশিত বই কিনি এবং এবারও কিনবো। ইতিপূর্বে হাসান মাহাবুব, মহিউদ্দিন জুনায়েদ সহ অনেকের বই কিনেছি। আমার প্রকাশক 'স্ব রে অ' প্রকাশনীর মালিক সামু ব্লগের প্রখ্যাত ব্লগার 'বিতর্কিত বিতার্কিক'....রকমারি'র সাবেক হেড অব মার্কেটিং আবু বকর সিদ্দিক রাজু। কয়েক দিন আগে ওর অফিসে গিয়েছিলাম তখন শেরজা তপন ভাইয়ের দুটো বই কিনেছি।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ইনশাল্লাহ আপনার বই কিনবো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১
জুল ভার্ন বলেছেন: পড়ে আপনার পাঠ প্রতিক্রিয়া লিখে আমাদের সাথে শেয়ার করতে অনুরোধ করছি।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২
মেঠোপথ২৩ বলেছেন: এত ব্লগার গুম হয়েছিল? ভাবতেই গা শিউরে উঠছে। আপনার বইটির সফলতা কামনা করছি। ১৯ শে ফেব্রুয়ারী মনে হচ্ছে বই মেলায় বেশ জমজমাট একটা বগ আড্ডা হবে। ছবি পোস্ট আশা করছি সেই দিনের।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
জুল ভার্ন বলেছেন: ব্লগারদের মধ্যে আমি, শোভন, ইভান, সাগর তিনজন। আরজান ইভান গত তিন মাস যাবত নিউওরো সায়েন্স হাসপাতালে মৃত্যু স্বজ্জায়।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনাকে আবারো অভিনন্দন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শায়মা আপু,
ব্লগারদের বই নিয়ে পোস্টটি স্টিকি করার প্রয়োজন নেই।
যারা খুঁজতে চান, এমনিতেই খুঁজে নিবেন। কারণ, জ্ঞান খুঁজে নিতে হয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: একমত।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: শুভ কামনা রইল। আশা করি বইটা পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে। বইয়ের বিষয়টাও কৌতূহলী পাঠকের উপযোগী।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন: অভিনন্দন !
তবে ১৯ তারিখ মেলায় যাওয়া হবে না। অন্য এক জায়গায় দাওয়াত রয়েছে। তবে দেখা যাক কবে যাওয়া যায়।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ কামনা রইলো। নিশ্চয় সহব্লগাদের উপস্থিতিতে সরগম হবে। আমি প্রবাসে রয়েছি তাই চেষ্টা করবো অন্য কারোর মাধ্যমে সংগ্রহ করতে।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বৃহস্পতিবার যেতে পারি। ব্লগারদের বই কেনা শুরু করিনি। ওইদিন ২-৩টা কেনার ইচ্ছে আছে।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বইয়ের জন্য শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
ভুয়া মফিজ বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা।
![:-B](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_53.gif)
রেজাওনুল হক শোভন কি ব্লগার শের শায়েরী না? নষ্ট শয়তানের নাম তো শুনি নাই। নষ্ট শয়তান সব তো ভারতে হিজরত করেছে, বাংলাদেশে কয়জন আছে এখন?