নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ দাশের স্মরণে....

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১

জীবনানন্দ দাশের স্মরণে....


বাঙালি জীবিত প্রতিভার দাম দেয় না- এ কথাটা সত্যি।
বনলতা সেন দিতে পারেনি তাঁকে দু'মুঠো ভাতের নিশ্চয়তা। চাকরীহারা বেকার হয়ে ঘুরে বেড়িয়েছিলেন পথে পথে। ফিরেছিলেন দ্বারে দ্বারে। অফুরাণ ঋণের বোঝা কাঁধ থেকে নামাতে করেছিলেন সামান্য টিউশনি। বাড়িভাড়া দেবার টাকা ছিল না। করেছেন বীমা অফিসের দালালির কাজ! শুনুন সেই মানুষটার করুণ আকুতি- ....
_______
আমার প্রিয় অধ্যাপক কবির,

বিশিষ্ট বাঙালিদের ভিতর আমি পড়ি না; আমার বিশ্বাস, জীবিত মহত্তর বাঙালিদের প্রশ্রয় পাওয়ার মতনও কেউ নই আমি। আমি সেই মানুষ, যে প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও প্রতিটি দ্রব্যকে সোনা বানিয়ে তুলতে চায় অথবা মহৎ কোনও কিছু – যা শেষ বিচারে একটা কোনও জিনিসের-মতন-জিনিস; – কিন্তু, ভাগ্য এমনই যে, আজ তার পেটের-ভাত জুটছে না। কিন্তু, আশা করি, একটা দিন আসবে, যখন খাঁটি মূল্যের যথার্থ ও উপযুক্ত বিচার হবে; আমার ভয় হয়, সেই ভালো দিন দেখতে আমি বেঁচে থাকব না। আপনার কথা-মতো আমি জ্যোতিবাবু অথবা বি.সি. রায়’এর সঙ্গে এখনও দেখা করার চেষ্টা করি নি; আমার মনে হয়, আমার মতন মানুষের পক্ষে তাঁরা দূরের মানুষ। আমি যেন অনুভব করি, আপনিই আমাদের মতন লোকের জন্য এক-মাত্র মানুষ; আপনার উপর আমার গভীর আস্থা আছে। আমি সর্বদা বিশ্বাস করি যে, আপনার নিজের পরিপূর্ণ শাসনের ভিতরে আছে, এমন কোনও একটা, আমার পক্ষে মানানসই, জায়গায় আপনি আমাকে বসিয়ে দিতে পারেন; আমাকে একটা উপযুক্ত কাজ দিয়ে দেবার মতন সুযোগ-সুবিধা আপনার খুবই আছে। আমার আর্থিক অবস্থাটা এখন এতটাই শোচনীয় যে, যেকোনো একজন সকর্মক ‘অপর’ মানুষ যে-কাজ করতে পারে, কেন্দ্রীয় সরকার’এর অধীনে সে-কাজ আমারও করতে পারা উচিত। আমি মনে করি, এ-রকম একটা কাজ এক জন মানুষকে সেই সম্মানটা দিয়ে দিতে পারে, যা প্রতিটি মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে অর্জন করে নেয়; তার বেশি আমি আর কিছু চাই না। আমার দেশ আমার অস্তিত্বের স-র-মাত্রাটার সাপেক্ষে সেই যথাযোগ্য সুযোগটা আমাকে দিক, যাতে আমি আমার ন্যূনতম জীবনযাপন নিয়ে থেকে যেতে পারি। প্রাইভেট কলেজের অধ্যাপকের কাজ ক্ষুদ্র কাজ : অধিকন্তু অন্যান্য নানা কারণেও ওই কাজটা আমি আর করতে চাই না। আমার খুবই পছন্দ তেমন কোনও একটা মানানসই কাজ, যাতে অনেকটা গবেষণা করতে হয়, লিখতে হয় এবং ভাবনা-চিন্তা করতে হয়।

ইতি,
আপনার জীবনানন্দ দাশ
১৬ই এপ্রিল, ১৯৫৪।
______________

হুমায়ুন কবির (২২ ফেব্রুয়ারি, ১৯০৬-১৮ আগস্ট, ১৯৬৯) একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক। তার জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরের, বর্তমান বাংলাদেশের, কোমরপুর গ্রামে। তিনি দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হুমায়ুন কবির, জীবনানন্দের কোন চিঠিরই উত্তর দেননি, আর্থিক উন্নয়নে কোনো সহযোগিতাও করতে পারেননি। শুধু মরণোত্তর একাডেমি পুরস্কার পাইয়ে দিয়েছিলেন!

তথ্যসূত্রঃ দীপেনকুমার রায়-এর সম্পাদনায় জীবনানন্দ দাশের পত্রাবলী প্রকাশিত হয় বাংলা ১৯৮৫ সনে। পরবর্তী কালে আবদুল মান্নান সৈয়দ জীবনানন্দ দাশের পত্রাবলী প্রকাশ করেন ১৯৮৬ খ্রিস্টাব্দে। জীবনানন্দ দাশের প্রকাশিত-অপ্রকাশিত পত্রাবলী প্রকাশিত হয় ২০১৪ খ্রিস্টাব্দে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৩

নকল কাক বলেছেন: হয়তোবা বুনো কাক, ধান সিড়ির দেশে

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২২

জুল ভার্ন বলেছেন: যাক একটা কিছু লিখেছেন!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: দাস বাবু আমার জীবনে অনেক ঝড় তুলেছেন । আধুনিক কবিদের রুপকার তিনি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৪

জুল ভার্ন বলেছেন: আমার জীবনে যে কয়জন কবি বিস্তর প্রভাবিত করেছেন তাদের মধ্যে অন্যতম জীবনানন্দ দাশ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জীবনানন্দ দাশের কবিতা ভালোলাগে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

শেরজা তপন বলেছেন: অর্থকষ্ট দুর্দান্ত প্রতিভাবান সংসারি মানুষকে ভীরু কাপুরুষ করে দেই।
আধুনিক বিশ্ব বড় ভয়ানক নির্দয়- দীনহীন মানুষের প্রতিভার মূল্যায়ন কিছুক্ষেত্রে মৃত্যুর পরেই হয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৮

জুল ভার্ন বলেছেন: বিশেষ করে কবি সাহিত্যিকদের জীবদ্দশায় খুব একটা সম্মান দিতে দেখা যায় না।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

সামরিন হক বলেছেন: মহাকালের কবি!।তাকে বোঝার মত কম লোকই তখন জগতে ছিল ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৮

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২৩

এইচ এন নার্গিস বলেছেন: অভাগা কবি আমার খুব প্রিয় কবি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৮

জুল ভার্ন বলেছেন: ❤️ নিসর্গের কবি ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.