নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা.....

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩




একুশে ফেব্রুয়ারি ভোর রাতে পাশের বাড়ির ফুলের বাগান উজাড় করে দলবেঁধে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার সেই দিন ফিরে আর আসবে কি কখনও.....

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮

এম ডি মুসা বলেছেন: যুগে যুগে এই রক্ত দিয়ে ছাত্র জনতা জীবন হারিয়ে গেল,
রাজনীতিবিদ আর যুক্তি বাদি এই দেশ গিলে খেল।
১৯৪৭,১৯৭১, ১৯৬২,১৯৭১,১৯৯০ ,২০২৪ অধিকার নিয়ে মরল কত।
তবুও এই দেশ ভাগ করে নেয় ভিন্ন রাজনীতি নামে অপনীতিরা ।

শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: এটাও বৈশ্বিক কর্পোরেট চরিত্র।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: শহীদ দের প্রতি শ্রদ্ধা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪০

জুল ভার্ন বলেছেন: ❤️

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৬

OndhokarBD বলেছেন:

বর্তমান ইউনুস সরকার, ফাকিস্তানের প্রেতাত্মা। তাদের কাছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, ২১শে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ একটা আতঙ্কের নাম। তাদের পূর্বসূরীরা তখন বাংলার মানুষের কাছে পরাজিত হয়েছে।
তবে তারা এখন সফল স্বাধীনতার এতো বছর পরেও এই বাংলার পবিত্র মাটি থেকে, দেশদ্রারোহী রাজাকার, ফাকিস্তানি প্রেতাত্মাদের এখান থেকে নির্মুল করা যায়নি। বরং অনেক সরকার, দল এই হায়নাদের স্থান দিয়েছে, পূনর্বাসন করেছে, এখনো করেছে যাচ্ছে।

তবে ইনশাআল্লাহ একদিন এই মাটি থেকে সকল ফাকিস্তানি প্রেতাত্না এবং তাদের দোসরদের শেকড় থেকে উৎখাত করা হবে।

https://joybangla71.com/?p=2669

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: ইউনুস সরকার পাকিস্তানের প্রেতাত্মা কি না জানিনা তবে আওয়ামী লীগের আত্মা মস্তিস্ক সবকিছুই ইন্ডিয়ান, যা নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪

নকল কাক বলেছেন: শহীদের প্রতি শ্রদ্ধা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: ❤️

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫১

কু-ক-রা বলেছেন: উহা (OndhokarBD) একজন আওয়ামিলীগ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: নির্ভেজাল ভাকু।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

জটিল ভাই ২.০ বলেছেন:
ব্লগ বা ফেইসবুকে লিখার দিনও বুঝি হারিয়ে যাচ্ছে প্রিয় ভাই...... :(

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: সব হারিয়ে যাক, আমরা যেনো না হারাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.