![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বৈ ছা আ'দের নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামক দলটির শ্লোগান হচ্ছে- 'শিক্ষা, ঐক্য, মুক্তি'। মার্কা এখনো ঠিক হয়নি। তবে গতকাল তাদের প্রথম বৈঠকে একটা ছবি অনেক দৈনিক পত্রিকায় ছেপেছে, যাতে তাদের আদর্শিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
ছবি অনুযায়ী ব্যাখ্যাঃ
'শিক্ষা'- গণধোলাই।
'ঐক্য' হলো- ঐক্যবদ্ধ ভাবে প্রতিপক্ষকে মাইর।
'মুক্তি' হলো- শিক্ষা এবং ঐক্য থেকে দৌড়ে মুক্তির চেষ্টা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬
জুল ভার্ন বলেছেন: কিংস পার্টির দশা এমনই হয়।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: সাবেক সমন্বয়ক দের নিয়ে গঠিত ছাত্র সংগঠন। সারজিস আলম দের সাথে সম্পর্কিত নয়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
জুল ভার্ন বলেছেন: ওদের খোঁজ রাখার মতো গুরুত্বপূর্ণ এখনো কিছু হয়নি!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দল গঠন করিয়া উহার কী বিনাশের দিকে ধাবিত হইতেছে?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
জুল ভার্ন বলেছেন: আলবাত।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১
নিমো বলেছেন: হা! হা! এদের ইংরেজি নামটাতো আরও মধুর BDSM
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
জুল ভার্ন বলেছেন: শুরু দেখেই মনে হচ্ছে- মধু তেতো হতে বেশি সময় লাগবে না!
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: কয়দিন আগে এক টকশোতে দেখলাম নিলুফা মনি চৌধুরীর কিংস পার্টির প্রসংগের প্রতি উওরে-
এক সমন্বয়ক কয় বিএনপি জন্ম ইতিহাস কি? বিএনপি যখন সৃষ্টি করা হয় জিয়ায়ুর রহমান তখন দেশের কি ছিল?
ওনি অবশ্য পড়ে আর কোন উওর দেন নাই সময়ের অভাবে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
জুল ভার্ন বলেছেন: ছিদ্রান্বেষণ করতে থাকুন- দো-জাহানে অশেষ সওয়াব হাসিল হবে।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৬
নিমো বলেছেন: @কলিমুদ্দি দফাদার, বিএনপি'র সর্বেসর্বাতো মৃত্যুর আগ পর্যন্ত জিয়াই ছিল, তাহলে কি তলে তলে নূতন দলগুলোর ইউনূস।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: নিমো বলেছেন: @কলিমুদ্দি দফাদার, বিএনপি'র সর্বেসর্বাতো মৃত্যুর আগ পর্যন্ত জিয়াই ছিল, তাহলে কি তলে তলে নূতন দলগুলোর ইউনূস। প্রথমত আমি ছাত্রদের কোন প্রতিনিধি না। তাদের অনেক বিষয় ও স্বচ্ছতা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে? ব্লগে এমন কাউকে পেলে তাকে ও প্রশ্ন করবো?
ব্লগার জুল ভার্নকে ছাত্রদের ছোড়া প্রশ্নটি সম্পর্কে অবগত করেছিলাম। ভাবছিলাম যুক্তি দিয়ে খন্ডন করবেন।ওনি হয়তো মনে করেছেন, আমি খোঁচা দিয়ে প্রশ্ন করেছি? ইউটিউবে টকশোর লিংকটা অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। থাকলে হয়তো দিতাম।
সেনাপ্রধানের মন্তব্য ও বাহিনীর কিছু কর্মকান্ডের ওনার এক পোষ্টের জবাব আমার কাছে যথাযথ যুক্তিপূর্ণ মনে হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাত্রদের লেখাপড়া কোথায়?
জুলাইয়ে এই অটোপাস দের ৯ দফার অন্যতম দফা ছিল ছাত্র রাজনীতি চাই না।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধ চাই।
এখন কি হচ্ছে?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯
জুল ভার্ন বলেছেন: সবকিছু এখন আলবটর বাহিনী এবং তাদের পরিচালকদের নিয়ন্ত্রণে.....
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: দলগঠন এবং টিকিয়ে রাখার জন্য স্থিরতা দরকার। এই সংগঠন ম্যানেজ করা কঠিন হয়ে যাবে।