![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
তথ্য বাবার আপডেটেড তথ্য...
প্রতাপশালী কুখ্যাত লেডি হিটলার শেখ হাসিনার ছেলে জয়। জাতির সাড়ে হাজার ভাগ্নের একাল- সেকাল। আজ নিঃসঙ্গ! কেউ নেই পাশে। জুতার গ্লু টানা টোকাইদের মতো অবস্থা।
তথ্য বাবার আপডেটেড তথ্য! দেশের সবচেয়ে বেশি সম্পদ লুন্ঠনকারী ডাকাত পরিবাবারের এখন অবৈধ ক্ষমতা নাই, খুন খারাবি করার বাহাদুরি নাই। নিত্যনতুন আজগুবী তথ্যও নাই, জরিপের আজগুবি ফলাফলও নাই, ড্রাকুলা মাদার চিপায় আটকা, বাপের নাম, ধর্ম গুষ্টি জ্ঞাতির সব সনাতন পরিচয়ে পলাতক জীবনে, বেঁচে থাকাই কঠিন....
এতো জুলুম, এতো অহংকার!
বিয়ে পাগল তেলতেলা সওজ ৭ মাসের পলাতক জীবনে লৈট্টা শুটকির ছাপ লেগে গেছে চেহারায়! অনেক অপরাধ আর কুকামের অবধারিত শাস্তিতো এখনো শুরুই হয়নি।
আমাদের সকলের শিক্ষা হোক-
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।
১৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:১০
জুল ভার্ন বলেছেন: যাদের মেধা আছে সকল অপকর্ম করার তারা ছাড়া আর কেউ অমন মিথ্যা অহংকার কেউ করে!
২| ১৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:১৫
নতুন বলেছেন: উনি এখন টুইটারে তথ্য সেয়ার করে বেড়ান।
১৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:২৫
জুল ভার্ন বলেছেন: বেশী দিন অপেক্ষা করতে হবে না, সে সুযোগও কমে যাচ্ছে.....তবে দিনদিন ওদের অপকর্মের তথ্য দুনিয়ার সবাই জানবে!
৩| ১৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উনি তথ্য নিয়ে স্বপন দেইখেছিলো বলেই তো ....আজ আমরা ডিপসিক, জেইমিনি .....চ্যাট জিটিপি....আরো কত কি...পেলাম!
সামনে উনি ভয়ানক এক আবিস্কার নিয়া হাজির হইবে....তবে অবশ্যই অবৈতনিক!
১৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩০
জুল ভার্ন বলেছেন: এটাই আল্লাহ রাব্বুল আল আমীন এর বিচার। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিসঙ্গ! আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় আছে উদ্বিগ্নতার ছাপ! মাত্র ২২১ দিন আগের যে ঔদ্ধত্যপূর্ণ জীবন- হম্বিতম্বি সব শেষ! চোর পরিবারের সদস্যরাই এখন জনগণের তথ্যসূত্র। দুর্নীতির বরপূত্র লম্পট স ও জ নিজেকে হিরো বানানোর আর কোনো সুযোগ পাবে না।
৪| ১৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৭
মেঠোপথ২৩ বলেছেন: কয়েক কোটি এনআইডির তথ্য বিক্রেতা---
১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: শুধু কি এন আই ডি- কোথায় ছাগলড়া মুখ দেয়নি?
৫| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৩
কাঁউটাল বলেছেন: চোর
১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫০
জুল ভার্ন বলেছেন: শুধু চোর নয়, চোরের বরপূত্র।
৬| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৬
সোহানী বলেছেন: হাজার বিলিয়ন ডলার পকেটে। এইসব কোন কিছুই তার গায়ে লাগে না।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: ওরা মানুষ না, মানুষ নামের দ্বিপদী জানোয়ার।
৭| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:১২
অপু তানভীর বলেছেন: আপনিও দেখি গুজবে কান দেন। শেখ হাসিনা এবং তার পরিবার নিয়ে এমনিও অনেক কিছু লেখা যায়। গুজব আর মিথ্যা তথ্য যোগ করার কোন কারণ দেখি না।
বিমান মল্লিকের যে ফটোকার্ড অনলাইনে ঘুরে বেড়াচ্ছে সেটা ভুয়া।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০২
জুল ভার্ন বলেছেন: আমি কোন গুজবে কান দিয়েছি?
গুজব প্রমাণিত হবার আগে কেউ কি বলতে পারে- সত্য না গুজব।
৮| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:২৮
শ্রাবণধারা বলেছেন: অপু তানভীরের মতো প্রতিক্রিয়া আমারও। জয়ের অপকর্মের অনুসন্ধান এবং বিচার মিথ্যা তথ্য দিয়ে বাড়িয়ে না বললেও কম হবে না।
আর আপনি জয়কে তুলনা করেছেন "জুতার গ্লু টানা টোকাই" এর সাথে। আপনার এই অসংবেদনশীল তুলনাটি আমাকে গভীরভাবে ব্যথিত করল, সেই হতভাগ্য ছোট ছোট ছেলেমেয়েদের কথা ভেবে যারা ভাগ্যের ফেরে দুঃসহ কঠিন বাস্তবতা ভুলতে এমন নেশায় আক্রান্ত হয়।
১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২১
জুল ভার্ন বলেছেন: বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে যখন রাজাকার, খালেদা জিয়ার জন্ম পরিচয় নিয়ে অশ্লীল কথা বলেছে, তারেক রহমানকে যখন কুলাংগার বলেছিল, শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ১৫ বছর যাবত নোংরামি করেছে তখন আপনাদের এই সুশীলতা কোথায় ছিলো? আপনাদের এই মুখোশ পরা সুশীলতাকে আমি ঘৃণা করি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের মেধা আছে আমরা মেধা বেচে খাই এই কথাটা কে যেন কইছিল ভাইজান