নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ঠেকাও জা-শি, রক্ষা পাক মানবতা......

১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৮



আজ ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে জা-শি, তারা ছাত্রদল নিষিদ্ধ করার দাবী জানিয়েছে। বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার কুৎসা প্রচার করেছে। অথচ দেশজুড়ে নৈরাজ্যের পেছনে কলকাঠি নাড়ছে জা-শি। ওরাই পরিকল্পিত ভাবে আইনশৃঙ্খলা নষ্ট করতে মাঠে নেমেছে।



সব হত্যার নিন্দা জানাই।
ভুলে যাবেন না, স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা। গত পনেরো বছর জামায়াত সুপরিকল্পিত ভাবে ছাত্রলীগের ভেতরে জা-শি ঢুকিয়ে যৌথ ভাবে চাঁদাবাজি, ধর্ষণ হত্যা সকল অপকর্ম করেছে। তবে একক ভাবে দোষ হয়েছে ছাত্রলীগের। তাদেরকে এখন নিজ দলের ব্যানারে ফিরিয়ে এনে এক অংশ দিয়ে সৃষ্টি করেছে জাতীয় নাগরিক পার্টি (জানাপা'র বেশির ভাগ নেতাদের ব্যাকগ্রাউন্ড আওয়ামী-জা-শি)। অন্য অংশ ছাত্র শিবির। উভয় অংশকে দেশজুড়ে নৈরাজ্যে সৃষ্টি করতে মাঠে নামানো হয়েছে। সাথে যোগ দিয়েছে বাটপার পীরের ফটকাবাজ কাঠমোল্লারা।



চারটি পত্রিকার চারটি নিউজ হেডলাইন লক্ষ্য করলেই বুঝবেন- জা-শি কেন এবং কিসের জন্য সবগুলো অঘটন ঘটিয়েছে.....স্বাধীনতা যুদ্ধের শত্রুরা তাদের পরাজয়ের বদলা নিতে এখনো তৎপর। অতএব, ওদেরকে নিষিদ্ধ করার দাবী হোক- জাতীয় দাবী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৫

সৈয়দ কুতুব বলেছেন: এসব করে লাভ নেই। কারণ আরেকজন এর দোষ খোজা ছাড়া এদের আর কোনো পলিটিক্স নাই। হোম এডভাইজার একটা পেয়েছি বড়ই কপাল গুণে । :(

২| ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:২৫

ধূসর সন্ধ্যা বলেছেন: চাঁদাবাজি করছে বিএনপির লোকজন, প্রকাশ্যে খুন করছে বিএনপির লোকজন, মৃতদেহের উপর লাফিয়ে উল্লাশ করছে বিএনপির লোকজন আর দোষ হছে জামাত শিবিরের?
বিএনপি ধোঁয়া তুলসি পাতা।

৩| ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কি আওয়ামীলীগ?

৪| ১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১২

কাঁউটাল বলেছেন: জাশির হারামিরা সবসময় সুযোগ সন্ধানী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.