নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বাবার কথা মনে পড়ে.....

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩

"বাবার কথা মনে পড়ে…"

বাবাকে হারিয়েছি বহু বছর আগে। কিন্তু বাবার প্রতিটি শিক্ষা, প্রতিটি বাণী আজও বুকের ভেতর আলো হয়ে জ্বলে। সেনাকর্মকর্তা বাবার দৃঢ় ব্যক্তিত্ব, শৃঙ্খলা আর বুবুর মমতার ছায়ায় বড় হয়েছি আমি।

১৯৬৩ সালেঃ বাবা যখন ইঞ্জিনিয়ার হয়েছেন....

তখনও আমার টিন এজ পূর্ণতা পায়নি। সৎ মায়ের সংসারে টুকটাক ঝামেলা লেগেই থাকতো.... একদিন পরিবারের ভেতরকার ছোটখাটো দুঃখ-অভিযোগ নিয়ে বাবাকে বলেছিলাম.....
বাবা মাথায় হাত রেখে বলেছিলেন,
“Except for life-threatening diseases, all other issues are only as big as you make them.”

এই একটি বাক্য আজও আমাকে স্তব্ধ করে দেয়, পথ দেখায়।

তারপর বাবাকে বলি—
“I don’t want to return home even after the college vacation. Will you mind if I stay in a hotel during the break?”

বাবা বলেছিলেন—
“I won’t mind, but if you don’t come home, a walkover will be given to your opponent. That’s what they want. Now, it’s your decision.”

জীবনে কত হিংসা, কত ঈর্ষা, কত নেতিবাচকতা মানুষকে গ্রাস করে ফেলে। কিন্তু বাবা শিখিয়েছেন- নিজের হীনমন্যতা বা অযোগ্যতাকে অন্যের উপর চাপিয়ে দিলে সেই আগুনে নিজেই জ্বলে পুড়ে বিবেক দগ্ধ হয়। আবার অহংকারে ভেসে গিয়ে অন্যকে ছোট ভাবলেও- সেই শূন্যতা তারই।

বাবা ছিলেন সৈনিক, কিন্তু তাঁর আসল শক্তি ছিল মানুষের ভেতরের সৈনিককে জাগিয়ে তোলা। তিনি শিখিয়েছেন, সুখ মানে বাইরের সাফল্য নয়- বরং নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়া।

পিএনএস বাবরঃ ১৯৬৫ সাল। বাবা তখন লেফটেন্যান্ট (সেনাবাহিনীর ক্যাপ্টেন)।

গতকাল ছিল বাবার ত্রিশতম মৃত্যু দিবস। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে বাবাকে মনে করি... তিনি শুধু আমার বাবা নন- তিনি ছিলেন আমার পথপ্রদর্শক, আমার সাহস, আমার শ্রেষ্ঠ শিক্ষক।

রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।
বাবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।আমিন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬

জুল ভার্ন বলেছেন: আমীন।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই দোআ করি।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬

জুল ভার্ন বলেছেন: আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.