![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইবলিশ শয়তান আল্লাহর ৬ লক্ষ বছর ইবাদত করেছিল, আর যখন তাকে শয়তান বলে আরশ থেকে বের করে বা নিক্ষিপ্ত করা হচ্ছিল তখন সে বলেছিল, আমি যত বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে আমি যা চাই তা দিতে হবে।
আল্লাহ বললেন তুই কি চাস, উওরে সে বলল...
শয়তানঃ- হে আল্লাহ! আপনি আমাকে পৃথিবীতে মারদুদ হিসেবে নিক্ষেপ করছেন। আমার জন্য একটি ঘর বানিয়ে দিন...
আল্লাহ পাক বলেনঃ- তোমার ঘর হাম্মাম খানা!
শয়তানঃ- একটি বসার জায়গা দিন...
আল্লাহ পাক বলেনঃ তোমার বসার জায়গা বাজার ও রাস্তা!
শয়তানঃ- আমার খাওয়া প্রয়োজন...
আল্লাহ পাক বলেনঃ তোমার খাওয়া ঐসব জিনিস যাতে আল্লাহর নাম নেওয়া হয় না!
শয়তানঃ- আমার পানীয় প্রয়োজন..
আল্লাহ পাক বলেনঃ নেশাদ্রব্য তোমার পানীয়!
শয়তানঃ আমার দিকে আহবান করার কোন মাধ্যম দিন...
আল্লাহ পাক বলেনঃ নাচ গান বাদ্য/বাজনা তোমার দিকে আহবান করার মাধ্যম!
শয়তানঃ- আমাকে লিখার কিছু দিন...
আল্লাহ পাক বলেনঃ শরীরে দাগ দেওয়া (উল্কি/ট্যাটু অংকন করা)!
শয়তানঃ- আমাকে কিছু কথা দিন...
আল্লাহ পাক বলেনঃ মিথ্যা বলা তোমার কথা!
শয়তানঃ- মানুষকে বন্দি করার জন্য একটি জাল/ফাঁদ দিন...
আল্লাহ পাক বলেনঃ তোমার জাল/ফাঁদ হলো বেপর্দা নারী।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮
জুম্মান মির বলেছেন: ঢাকার লোক ভাই। এইটা আমার বড় বোন আমাকে বলেছে। এই কাহিনীটা। আমার বড় বোন দাওরায়ে হাদীস পাশ
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
রাজীব নুর বলেছেন: মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের প্রধানতম একটি দিক হচ্ছে অদৃশ্যের উপর বিশ্বাস।
কোরআন শরীফের অগণিত স্থানে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপনকারীদের প্রশংসা করা হয়েছে।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সনেট কবি বলেছেন: ভাল লাগলো।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
কে ত ন বলেছেন: শিক্ষণীয় বাণী, কিন্তু কুরআন হাদীসের রেফারেন্স ছাড়া এসব নীতিকথার কোন মূল্য নেই।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪
জুম্মান মির বলেছেন: ভাই। এইটা আমার বড় বোন আমাকে বলেছে। এই কাহিনীটা। আমার বড় বোন দাওরায়ে হাদীস পাশ।উনার আলোকেই এইটা পোস্ট করছি ।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
ঢাকার লোক বলেছেন: ভাই, অনেক ধন্যবাদ আপনাকে উত্তর দেয়ার জন্য,
আপনার বড় বোন ইসলামিক বিষয়ে উচ্চ ডিগ্রি লাভ করেছেন, আল্লাহ তাঁকে দুনিয়া ও আখিরাতে আরো সাফল্য দান করুন, আমিন। একটা বিষয় উনিও স্বীকার করবেন আপনিও স্বীকার করবেন যে, শয়তান ও আল্লাহর মাঝে কোনো কথোপকথন হয়ে থাকলে তা আল্লাহর বাণী কোরান এবং রাসূলুল্লাহ (স) এর হাদিস ছাড়া আর কোনো উৎস থেকে জানার কোনো উপায় নেই ( অবশ্য বাইবেল/তোড়ায় থাকলেও বিশুদ্ধতার নিরিক্ষে হতে পারে) । আমাদের অনেক তথাকথিত মাওলানা বিভিন্ন লেখায় বা ওয়াজে শ্রোতাদের মুগ্ধ করতে কোরান হাদিসে নেই তেমন নিজের বা অন্য কারো মনগড়া গল্প বলে বেড়ান, সেগুলো কখনো কখনো ভালো কাজে উৎসাহ দিতে সুন্দর "গল্প" হতে পারে তবে তা কোনো মাপকাঠিতেই "সত্য ঘটনা" হিসাবে আল্লাহ ও তাঁর রাসূল (স) এর সাথে সংশ্লিস্ট করে প্রচার করা ঠিক না, এ থেকে আমাদের সাবধান হওয়া আবশ্যক !
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
আরোগ্য বলেছেন: এই হাদীস কি সহীহ না জয়ীফ ?
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
ঢাকার লোক বলেছেন: আল্লাহর সাথে শয়তানের এই "কথোপকথন" এর কোনো বিশ্বস্ত রেফারেন্স আছে কি ? অর্থাৎ এ সম্পর্কে কোনো কোরানের আয়াত বা রাসূলুল্লাহ (স) এর সহী হাদিস থাকলে জানাবেন। না থাকলে এগুলোকে এই ফরম্যাটে প্রচার না করে ভালো ।