![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের প্রথমে উনাকে সালাম জানাই এবং শুভ জন্মদিনের অশেষ শুভেচ্ছা। ৫১ বছর পূর্ণ হলো আজকে।
তো যেই প্রসঙ্গে সেইটাই কিছুটা ব্যাখ্যা তুলে ধরলাম নিম্নে।
তারেক রহমান স্কাইপে বক্তব্য দিবে তার জন্য দেশে স্কাইপি অফ করে দিছে।
বিএনপির গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিছে।
নির্বাচনের আগে আরো কতো কি দেখতে হবে। অবাধ ভাবে নেতাদের ধরে নিচ্ছে রাস্তায় পাইলেই। কেন এতো ভয় কেন। এই বর্তমান সরকার দলই তো বলেছিলো। তারা চায় সব দলই নির্বাচনে অংশগ্রহন করুক। আর এই কথাটা তো মাইকের সামনে আসলেই শুনি ওদের মুখে। তো এই সরকারের অধীনে সরকার দলের পুলিশরাই বা কেন শুধু শুধু উস্কানি দিয়ে নেতাদের ধরে নিচ্ছে নির্বাচনের আগে। আমার কাছে তো স্পষ্ট যে সরকার দল চায় যে এইবারো তারা নির্বাচনে অংশগ্রহন না করুক৷ এতে করে তারা ক্ষমতায় থাইকাই সব আসন নিয়ে। আবার ৩য় বারের মতো অবৈধভাবে ক্ষমতায় আসবে। যাকে বলে হ্যাট্রিক।
আর আরেকটা বিষয় স্পষ্ট যে আওয়ামীলীগ বিএনপিরে বাঘের মত ভয় পায়। যা পরিস্থিতি সৃষ্টি করে বিরোধীদলকে নিয়ে তারা।
এই প্রথম দেখলাম কোনো ক্ষমতাশীল দল বিরোধী দলকে এত ভয় পায়।
বাংলাদেশ বলে কথা
২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই আওয়ামী লীগের নেতারাই কিছুদিন আগে বলত, বিএনপির জনসমর্থন নেই, বিএনপি'র সাহস নেই, বিএনপি'র আন্দোলন করার মুরোদ নেই। সেই তারাই আজকে এত ভয় পাচ্ছে,..
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন, " আমি শুনছিলাম ভারত বিএনপিকে জমের মত ভিয় পায়! আর আপনি বলছেন,...?
আচ্ছা এর সমীকরণটা কী? "
-ভারত প্রতিটি পাকী, প্রতিটি আফগানীকে ভয় পায়, প্রতিটি কাশ্মীরীকে ভয় পায়; আপনার মতো বাংগালীকে ভারত ভয় পাবেই, সেটা অনেকের জন্য সমস্যা!
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: তারেক ভালো রাজনীতিবিদ না।
৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬
নীল আকাশ বলেছেন: আপনার এখানেও বাকশালীরা এসে হাজির? স্কাইপে বন্ধ করেও পেটের ভাত হজম হয়নি মনে হয়! আওয়ামী লীগের কারো কাছে গনতন্ত্রের কথা শুনলে ৩ মাসের নবজাতক বাচ্চাও মনে হয় পিসু করে দেবে।
৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৫
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
৭| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হক কথা সব সময় হজম হয় না
৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
জগতারন বলেছেন:
তারেক জিয়া দুষ্কৃতিতে অভিযুক্ত পতিত রাজনৈতিক।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি শুনছিলাম ভারত বিএনপিকে জমের মত ভিয় পায়! আর আপনি বলছেন,...?
আচ্ছা এর সমীকরণটা কী?