![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি সন্ত্রাসী দল তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত- সজীব জয়ের এই মন্তব্যের পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন প্রায় এক ডজন ব্যক্তি. সর্বশেষ তিনি জানিয়েছেন বিএনপির রাজনীতির হয়ে মাঠে নেমেছে এখন তাদের সবাইকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো উচিত. শিক্ষিত সজীব ওয়াজেদ জয় , কোন রাজনৈতিক দর্শন নিয়ে আগাচ্ছেন? পশ্চিমা বিশ্বের রাজনীতির কতটুকু গ্রহণ করেছেন তিনি?
আসল কথা হলো জয় খুব ভালো যে সে মায়ের কথা অনুযায়ী চলে। মা যেভাবে চলে সন্তান তো সেইভাবে ঐ চলবেই
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০
বিপ্লব০০৭ বলেছেন: @চাঁদগাজী, আমরা যারা প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছি, তাদের মাইন্ড-মেন্টালিটি সেভাবেই গড়ে উঠেছে; ফলে সমাজ, রাজনীতি, রাষ্ট্র-- এসব নিয়ে নিজস্ব দর্শন তৈরি করাটা আমাদের জন্য খুবই কঠিন। জয়ের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, তার কাছ থেকে কাঙ্খিত কোন রাজনৈতিক দর্শন আশা করে লাভ নেই।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮
প্রথম বাংলা বলেছেন: ভাই, আম হইলো ফলের রাজা, আর মেড্ডা হইলো একটা বন্য অকাজের গুটা যা মানুষ খায়না, এখন যদি আপনি আম আর মেড্ডার সংকর করেন তবে সেই গাছে আম না ধরে মেড্ডা ধরার সম্ভবনাই বেশি। কারণ আমের চাইতের মেড্ডার ফলন সম্ভবনা মেশি।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি সন্ত্রসি দল, এটা প্রমানিত। - এটা কানাডার আদালতের একটি রায়।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
রাজীব নুর বলেছেন: জয় সহজ সরল ছেলে।
সে রাজনীতি বুঝে না।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
জয়ের কোন রাজনৈতিক দর্শন আছে বলে মনে হয় না; অর্থনীতির কথা বললে, সে ক্যাপিটেলিজমের অন্ধ সমর্থক! আপনার রাজনৈতিক দর্শন কি?